Advertisement

Sawan Somwar: কাল থেকে শুরু হচ্ছে শ্রাবণ মাস, প্রথম সোমবার শিবের মাথায় জল ঢালার শুভ মুহূর্ত কখন?

শ্রাবণ মাস শুরু হচ্ছে কাল, ১১ জুলাই থেকে। প্রথম সোমবার অর্থাৎ প্রথম ব্রত পালনের দিন ১৪ জুলাই। ওই দিন কখন থেকে শুরু হচ্ছে ব্রত পালনের শুভ সময়? অভিজিৎ মুহূর্ত কখন? কীভাবে ভোলেবাবার ব্রত পালন করবেন মহিলারা?

শ্রাবণ সোমবারশ্রাবণ সোমবার
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 10 Jul 2025,
  • अपडेटेड 1:41 PM IST
  • কাল থেকে শুরু হচ্ছে শ্রাবণ মাস
  • কবে পালিত হবে প্রথম সোমবারের ব্রত
  • জেনে নিন শুভ মুহূর্ত ও ব্রত পালনের নিয়ম

শ্রাবণ মাস শুরু হচ্ছে ১১ জুলাই, শুক্রবার থেকে। এই দিন ভগবান শিবের পুজো করলে সমস্ত মনস্কামনা পূর্ণ হয়। এবার শ্রাবণ মাসে পড়ছে ৪টি সোমবার। প্রথম সোমবার অর্থাৎ প্রথম ব্রত পালনের দিন ১৪ জুলাই। এরপর ২১ জুলাই, ২৮ জুলাই, ৪ অগাস্ট এবং ১১ অগাস্ট পরপর সোমবারের ব্রত পালন করতে পারবেন ভোলেবাবার ভক্তরা।

পুজোর শুভ সময়

এবার ব্রহ্ম মুহূর্ত শুরু হচ্ছে ভোর ৪টে ১৬ মিনিট থেকে। চলবে ভোর ৫টা ৪ মিনিট পর্যন্ত। পরবর্তী শুভ মুহূর্ত শুরু হবে সকাল ৮টা ২৭ মিনিটে। চলবে সকালে ১০টা ৬ মিনিটে। অভিজিৎ মুহূর্ত পড়বে দুপুর ১২টা ৫ মিনিটে। চলবে দুপুর ১২টা ৫৮ মিনিট পর্যন্ত। অমৃতকাল পড়বে দুপুর ১২টা ৮ মিনিটে। চলবে দুপুর ১টা ৩৯ মিনিট পর্যন্ত। প্রদোষ কাল শুরু হবে বিকেল ৫টা ৩৮ মিনিটে। শেষ হবে সন্ধ্যা ৭টা ২২ মিনিটে।

ব্রত পালন এবং পুজো করার পদ্ধতি

সকালে তাড়াতাড়ি উঠে স্নান সেরে নিন। পরিষ্কার পরিচ্ছন্ন, হাল্কা রঙের কাপড় পড়ুন। সাধারণ সাদা এবং হলুদ রঙের কাপড় শুভ মনে করা হয়। পুজোর স্থানও পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। সেখানে গঙ্গাজল কিংবা গোমূত্র ছেটন। ভগবান শিব, মাতা পার্বতী এবং গণেশজির মূর্তি স্থাপন করুন। শ্রাবণের পবিত্র মাসে বেলপাতা, ধুতরো, ভাঙ, দুধ, দই, মধু, চিনি, গঙ্গাজল, ফুল,ফল, মিষ্টি, প্রদীপ, ধূপ, চাল ইত্যাদি দিয়ে পুজো করা শুভ মনে করা হয়। প্রথমে গঙ্গাজল দিয়ে শিবলিঙ্গ ধুয়ে নিন। এরপর পঞ্চমৃত দিন। এরপর আবার গঙ্গাজল দিয়ে শিবলিঙ্গ ধুয়ে পরিষ্কার করে নিন। তারপর বেলপাতাস ভাঙ, ধুতরো এবং ফুল দিয়ে সাজান। ১০৮ বার 'ওঁ নমো শিবায়' মন্ত্রের জপ করুন। মহামৃত্যুঞ্জয় মন্ত্র, শিব চালিশা কিংবা রুদ্রাষ্টকও পড়তে পারেন। প্রদীপ এবং ধূপ জ্বালিয়ে আরতি করুন। ভগবানকে ফল, মিষ্টি অর্পণ করুন। এরপর সকলের মধ্যে প্রসাদ বিতরণ করুন। নির্জলা উপবাস রাখলে পরের দিন সকালে সূর্যোদয়ের পর ফল কিংবা সাত্ত্বিক আহার করে ব্রত ভঙ্গ করুন। খাবার এবং জামাকাপড় দান করুন।

Advertisement

সোমবারের ব্রত পালনের নিয়ম

শ্রাবণ মাসের প্রথম সোমবার অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়। বলা হয়, এদিন কোনও ভক্ত যদি সৎ ভাবে ব্রত পালন করেন, ভক্তিভরে শিবের পুজো করেন তবে ভোলেবাবা তাঁর সমস্ত ইচ্ছা পূর্ণ করেন। এই ব্রত বিশেষ করে অবিবাহিত মেয়েদের জন্য পালন করা অত্যন্ত শুভ মনে করা হয়।

 

 

 

 

Read more!
Advertisement
Advertisement