Advertisement

Sawan Shivratri 2022 : শ্রাবণ শিবরাত্রিতে তৈরি হচ্ছে এই দুর্লভ যোগ, জানুন পুজোর বিধি ও সময়

এই বছর শ্রাবণ শিবরাত্রি ২৬ জুলাই সন্ধ্যা ৬টা ৪৫ মিনিট থেকে ২৭ জুলাই রাত ৯টা ১০ মিনিট পর্যন্ত থাকবে। এক্ষেত্রে ২৬ ও ২৭, দুদিনই পুজো ভোলানাথের পুজো করা যাবে। এই চার প্রহর পুজো করলে, পুরুষার্থ ধর্ম, অর্থ, কাম মোক্ষ প্রাপ্তি ঘটবে। তবে সন্ধ্যে ৬টা থেকে সাড়ে ৭টাই হল পুজোর সর্বশ্রেষ্ঠ সময়। 

ভগবান শিবভগবান শিব
Aajtak Bangla
  • দিল্লি,
  • 24 Jul 2022,
  • अपडेटेड 7:11 PM IST
  • মঙ্গলবার শ্রাবণ শিবরাত্রি
  • এবার তৈরি হচ্ছে হরগৌরী যোগ
  • এভাবে করুন পুজো

চলছে শ্রাবণ মাস। প্রতি মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মাসিক শিবরাত্রি উদযাপন করা হয়। কিন্তু শ্রাবণ মাসে শিবরাত্রির বিশেষ ভূমিকা থাকে। এই বছর শ্রাবণের শিবরাত্রি উদযাপিত হবে ২৬ জুলাই (Sawan Shivratri 2022 Date)। জ্যোতিষ মতে এই মাসের শিবরাত্রী অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ এই দিন ভগবান শিবের আরাধনা করলে জীবনের সমস্ত দুঃখ কষ্ট দূর হতে পারে। 

শিবরাত্রিতে শুভ সংযোগ
এইবছর মঙ্গলবার ২৬ জুলাই হতে চলেছে শ্রাবণের শিবরাত্রি। ওইদিন হবে হরগৌরী মঙ্গলময় যোগ। অর্থাৎ এই শিবরাত্রিতে শুধু ভগবান শিবের আরাধনা নয়, মঙ্গলা গৌরীর ব্রতও একইসঙ্গে উগযাপন করা হবে। দেবী পার্বতীর পুজা করার বিধান আছে। জ্যোতিষ মতে, শিবরাত্রি ও মঙ্গলা গৌরী ব্রতর কাকতালীয় ঘটনা বহু বছর পর তৈরি হয়।

শিবরাত্রির সময়
এই বছর শ্রাবণ শিবরাত্রি ২৬ জুলাই সন্ধ্যা ৬টা ৪৫ মিনিট থেকে ২৭ জুলাই রাত ৯টা ১০ মিনিট পর্যন্ত থাকবে। এক্ষেত্রে ২৬ ও ২৭, দুদিনই পুজো ভোলানাথের পুজো করা যাবে। এই চার প্রহর পুজো করলে, পুরুষার্থ ধর্ম, অর্থ, কাম মোক্ষ প্রাপ্তি ঘটবে। তবে সন্ধ্যে ৬টা থেকে সাড়ে ৭টাই হল পুজোর সর্বশ্রেষ্ঠ সময়। 

আরও পড়ুন

পুজোর বিধি 
এই দিন সকালে স্নান সেরে হলুদ বা সাদা পোশাক পরুন। পুজোর জায়গায় ভগবান শিব, মা পার্বতী, ভগবান গণেশ, কার্তিক ও নন্দীর মূর্তি স্থাপন করে পুজো করুন। এই দিন পঞ্চামৃত দিয়ে ভগবান শিবের পরিবারকে স্নান করানো হয়। বেলপাতা, ফল, ফুল, নৈবেদ্য, ধুপ, প্রদীপ ও সুগন্ধী দিয়ে পুজো করুন। এই দিন শিবপুরাণ বা শিবাষ্টক অবশ্যই পাঠ করা উচিত। আরতি করে পুজো সমাপ্ত করুন। 

 

Read more!
Advertisement
Advertisement