জ্যোতিষ শাস্ত্রে গ্রহ ও নক্ষত্রে মতো গ্রহণের খুব বড় গুরুত্ব রয়েছে। বিশেষ করে ধার্মিক দৃষ্টিকোণ থেকে গ্রহণ বেশ মাহাত্ম্যপূর্ণ। বছরের প্রথম চন্দ্রগ্রহণ ১৪ মার্চ ফাল্গুন মাসের পূর্ণিমায়, দোলের দিন হয়েছিল। যদিও এই গ্রহণ ভারত থেকে দেখা যায়নি। তাই এই চন্দ্রগ্রহণের সূতক কাল মানা হয়নিয বছরের দ্বিতীয় চন্দ্রগ্রহণ হবে সেপ্টেম্বরে পিতৃপক্ষের দিন।
কবে দ্বিতীয় চন্দ্রগ্রহণ?
জ্যোতিষ মতে বছরের দ্বিতীয় চন্দ্রগ্রহণ ৭ সেপ্টেম্বর ২০২৫ সালে হবে। ২০২৪ সালের মতো এই চন্দ্রগ্রহণও পিতৃপক্ষের দিন হবে। ভারতীয় সময় অনুসারে, এই গ্রহণ ৭ সেপ্টেম্বর সকাল ৯টা ৫৭ মিনিট থেকে শুরু করে তা ৮ সেপ্টেম্বর রাত ১২টা ২৩ মিনিট পর্যন্ত চলবে।
ভারত থেকে দেখা যাবে?
তবে খুশির খবর এই যে বছরের দ্বিতীয় চন্দ্রগ্রহণ ভারত থেকে দেখা যাবে। তাই এই গ্রহণের সূতক কালও মান্য করা হবে। ভারত ছাড়াও অস্ট্রেলিয়া, ইউরোপ, নিউজিল্যান্ড, আমেরিকা ও আফ্রিকা থেকে দেখা যাবে।
চন্দ্রগ্রহণ কখন হয়
সূর্যের পরিক্রমার সময় পৃথিবী, চাঁদ ও সূর্যের মাঝে এসে পড়ে। এর ফলে চাঁর পৃথিবীর ছায়াতে পুরোপুরি ঢেকে যায়। বছরের দ্বিতীয় চন্দ্রগ্রহণ পূর্ণগ্রাস হতে চলেছে। জ্যোতির্বিদ্যা অনুযায়ী, ২০২৫ সালের দ্বিতীয় চন্দ্রগ্রহণটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এদিন চাঁদের চারিদিকে লাল রঙা আভার ফলে, একেবারে বিরল দৃশ্য দেখা যাবে।
বছরের প্রথম চন্দ্র ও সূর্যগ্রহণ
বছরের প্রথম চন্দ্রগ্রহণ হয়েছিল ১৪ মার্চ। এটি ছিল পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ এবং বছরের প্রথম সূর্যগ্রহণ হয়েছিল গত ২৯ মার্চ। এই গ্রহণ হয়েছিল আংশিক সূর্যগ্রহণ।