Shani Subho Fal: ন্যায়ের দেবতা শনি। কর্ম অনুসারে ফল প্রদান করেন। শনিদেব সুপ্রসন্ন হলে জীবন ভরে ওঠে সুখ ও সমৃদ্ধিতে। আর শনি যদি ক্ষুব্ধ হন তাহলে জীবনে আসে প্রলয়। ছাড়খাড় হয়ে যায় সংসার। তাই শনিদেবকে সমঝে চলেন সাধারণ মানুষ। তাঁর প্রকোপে জীবনে নেমে আসে অন্ধকার। তার উপরে মহাদশা হলে তো কথাই নেই! সাড়েসাতি বা আড়াই বছরের শনির দশায় ব্যক্তির কষ্টের শেষ থাকে না। কোনও কাজই সম্পন্ন হয় না। আসে না সাফল্য। তবে শনি প্রসন্ন হলে উন্নতির শিখরে পৌঁছনো যায়। শনি শুভ ফল দিলে তা আগেভাগেই টের পাওয়া যায়। কী ভাবে?
জীবনে শনির অশুভ হওয়ার লক্ষণ স্পষ্ট বোঝা যায়। ব্যর্থতা, দুঃখ-কষ্টে জীবন জেরবার হয়ে ওঠে। ঠিক তেমনই শনি শুভ হওয়া বা আশীর্বাদ পাওয়ার লক্ষণও রয়েছে। জেনে নেওয়া যাক সেই সব লক্ষণগুলি-
শনিবার যদি জুতো বা চপ্পল চুরি হলে খুবই শুভ লক্ষণ। এতে বোঝা যায় শনিদেব আপনার উপর প্রসন্ন হয়েছেন। এবার সমস্ত কাজ এক এক করে সম্পন্ন হতে শুরু করবে।
- আপনি যদি হঠাৎ কোথাও থেকে টাকা পান বা দ্রুত ধনী হতে শুরু করেন, তাহলে বুঝবেন আপনার উপর শনির আশীর্বাদ রয়েছে। শনি হলেন অঢেল সম্পদ ও ঐশ্বর্যের দাতা। অর্থ আসলে অনেকটা দান করুন। দরিদ্র কে সাহায্য করুন। এতে আয় আরও বাড়বে।
- হঠাৎ প্রতিপত্তি দ্রুত বৃদ্ধি পেলে বুঝে নিন আপনার প্রতি সদয় শনি। শনি প্রসন্ন হলে ব্যক্তির খ্যাতি বহুদূরে ছড়িয়ে পড়ে। এমন অবস্থায় শনিদেবকে ধন্যবাদ জানিয়ে পুজো করুন।
- শনির কৃপা সুস্বাস্থ্যও দেয়। আপনার স্বাস্থ্য যদি ধারাবাহিকভাবে ভাল থাকে। কোনও সমস্যা না থাকলে শনিদেবের আশীর্বাদের লক্ষণ। রোগীদের সাহায্য করার জন্য দান করুন। এছাড়াও, শনিবার শনি মন্দিরে যান এবং পুজো করুন।
শনির কৃপা পাওয়ার উপায়
শনি দোষ থেকে মুক্তি পাওয়ার জন্য শনিবারকে সেরা দিন বলে মনে করা হয়। এই দিনে কয়েকটি উপায় করলে ফল মেলে।
- শনি জেরবার করলে আমিষ থেকে একেবারেই দূরে থাকুন। দূরে থাকুন মাদক থেকেও। অঙ্কুরিত খাবার গ্রহণ করা সবচেয়ে উপকারি। তাই ছোলা খান। ফাইবার সমৃদ্ধ খাবার গ্রহণ করতে হবে। বহু-শস্যের রুটি খেলে শনি প্রসন্ন হন।
- শনির ক্রোধ থেকে মুক্তি পেতে হনুমানজির পুজো করুন। সংকটমোচন হনুমানের কৃপায় সকল ঝামেলা থেকে মুক্তি মেলে। এর জন্য প্রতিদিন হনুমান চালিসা পাঠ করুন। বিশেষ করে মঙ্গলবার ও শনিবার হনুমান মন্দিরে গিয়ে প্রসাদ নিবেদন করুন। এছাড়াও সুন্দরকান্ড পাঠ করুন।
- শনির ক্রোধ থেকে মুক্তি পাওয়ার জন্য ভগবান শিবের উপাসনা করুন। এর জন্য নিয়মিত শিবের সহস্রনাম বা পঞ্চাক্ষরী মন্ত্র পাঠ করুন। এতে জীবনের সকল বাধা দূর হবে।
- শনি কর্ম অনুসারে ফল দেন, তাই শনিদেবের পছন্দের কাজগুলি করুন। আপনার পিতামাতাকে সম্মান করুন, তাদের সেবা করুন। নারীদের সম্মান করুন। অসহায় ও গরীবদের সাহায্য করুন।
- শনি সংক্রান্ত দান করার পাশাপাশি যদি ঘরে একটি লজ্জাবতী গাছ লাগানো হয়, তাহলে শনির কৃপা সবসময় আপনার উপর থাকবে। আপনি যদি লজ্জাবতী গাছ লাগাতে না পারেন তবে কমপক্ষে ৩ ইঞ্চি লম্বা শিকড় কালো কাপড়ে বেঁধে ডান হাতে পরুন।
আরও পড়ুন- বাড়িতে ভুলেও এই ৮ অশুভ গাছ রাখবেন না, কষ্ট-কলহে ভরে উঠবে জীবন