Advertisement

Shani Dev Puja Rituals: শনিদেবের পুজো করছেন? এই ৫ নিয়ম মানলে তবেই পাবেন সুফল

হিন্দুধর্মে (Hindu Shastra), সপ্তাহের প্রতিটি দিনই প্রধান দেবতা ও দেবীদের উৎসর্গ করা হয়। এসব কিছুর মধ্যে শনিবারকে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। কারণ সপ্তাহের শনিবার এই পুজো করার নিয়ম রয়েছে।

শনিদেবের পুজো
Aajtak Bangla
  • কলকাতা,
  • 09 Jul 2023,
  • अपडेटेड 7:28 PM IST
  • শনিদেবের পুজোর পাঁচ নিয়ম
  • কীভাবে তুষ্ট করবেন শনিকে?

হিন্দুধর্মে (Hindu Shastra), সপ্তাহের প্রতিটি দিনই প্রধান দেবতা ও দেবীদের উৎসর্গ করা হয়। এসব কিছুর মধ্যে শনিবারকে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। কারণ সপ্তাহের শনিবার এই পুজো করার নিয়ম রয়েছে।
 
বিশ্বাস করা হয় যে, শনিবার শনিদেবের (Shani Dev) আরাধনা করলে ভক্তদের বিশেষ উপকার হয় এবং জন্মকুণ্ডলীতে শনি গ্রহের কারণে সৃষ্ট সমস্যা অনেকটা কম হয়। জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে, শনি যখন কোনও ব্যক্তির কুণ্ডলীতে দুর্বল থাকে, তখন তাকে এই সময়কালে অনেক সমস্যার মুখে পড়তে হয়। শনিবার করা পুজো শনিদেবকে খুশি করার জন্য খুবই উপকারী হতে পারে। তাই এই দিনে শনিদেবের পুজোর সময় বিশেষ কিছু বিষয়ের খেয়াল রাখুন, কারণ ছোটখাটো ভুলের কারণেই বড় সমস্যা ভোগ করতে হতে পারে মানুষকে।

শনির পুজো করার সময় এই বিষয়গুলো মাথায় রাখুন (শনি পুজোর নিয়ম)

১) শাস্ত্রে বলা হয়েছে শনিদেবের পুজোয় আকন্দ ফুল দিয়ে পুজো করলে শনিদেব খুশি হন। এতে সাড়ে সাতি ও ধাইয়া থেকে মুক্তি পাওয়া যায়। 

২) সেই সঙ্গে শনিদেবের পুজোয় তামা ধাতুর পাত্রের ব্যবহার নিষিদ্ধ। তামা সূর্য দেবতার সঙ্গে সম্পর্কিত এবং শনিদেব সূর্য দেবতার শত্রু। তাই পুজোর সময় লোহার তৈরি পাত্র ব্যবহার করা উপযুক্ত বলে মনে করা হয়।

৩) শাস্ত্রে আরও বলা হয়েছে যে মন্দিরে শনিদেবের পুজোর সময় তাঁর সামনে প্রদীপ জ্বালানো একেবারেই উচিত নয়। বরং পিপুল গাছের নিচে প্রদীপ জ্বালাতে হবে। এতে অনেকেই উপকার পান।

৪) মন্দিরে শনিদেবের পুজোর সময় বিশেষ করে খেয়াল রাখুন, তাঁকে যেন চোখে চোখে না রেখে বা পুজো না হয়। এছাড়াও, দাঁড়িয়ে থাকা অবস্থায় কখনই তাদের পুজো করা উচিত নয়।

Advertisement

৫) শাস্ত্রে বলা হয়েছে যে শনিদেবের পুজোর সময় একজন ব্যক্তির রঙ এবং দিকটিরও যত্ন নেওয়া উচিত। তাই পুজোয় লাল রং একেবারেই ব্যবহার করবেন না। শনির পুজোর সময় লাল জামা পরা অশুভ বলে মনে করা হয়। 
পশ্চিম দিক করে পুজো করা উচিত। পুজো করার সময় শুধুমাত্র কালো বা নীল রঙের পোশাক পরুন। তা হলেই শনির দশা কেটে যেতে পারে।
 
 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement