Advertisement

Shani Bad Time Removal Mantra: সমস্যায় জর্জরিত জীবন? প্রতি শনিবার শনিদেবের এই মন্ত্রগুলি জপ করলেই সুফল নিশ্চিত

Shani Dhaiya- Sade Sati Remedies: যারা পরোপকারী, শনির কৃপায় তাদের জীবনে সব দুঃখ-কষ্টের অবসান ঘটে। চাকরি ও ব্যবসার সমস্ত সংকটও কেটে যায়। আপনিও যদি শনিদেবকে সন্তুষ্ট করতে চান, তাহলে প্রতি শনিবার কিছু বিশেষ মন্ত্র ও প্রতিকার করা উচিত।

শনিদেবের মন্ত্র শনিদেবের মন্ত্র
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 14 Jun 2024,
  • अपडेटेड 8:29 PM IST

শনিদেবকে (Shanidev) ন্যায়ের দেবতা বলে মনে করা হয়। বিশ্বাস করা হয় যে, শনিদেব ব্যক্তির ভাল- মন্দ কাজের ফল দেন। যারা খারাপ কাজ করেন তাদের শনিদেবের ক্রোধের সম্মুখীন হতে হয়। অপর দিকে যারা পরোপকারী, শনির কৃপায় তাদের জীবনে সব দুঃখ-কষ্টের অবসান ঘটে। চাকরি ও ব্যবসার সমস্ত সংকটও কেটে যায়। আপনিও যদি শনিদেবকে সন্তুষ্ট করতে চান, তাহলে প্রতি শনিবার কিছু বিশেষ মন্ত্র ও প্রতিকার করা উচিত।

শনি দেবের মন্ত্র 

ওঁ নীলঞ্জনচয়ং সমভাষম রবিপুত্রম যমগরাজম্। 

আরও পড়ুন

ছায়ামর্তান্ড সম্ভূতম্ তম নমামি শনৈশ্চরম।

শনির পৌরাণিক মন্ত্র 

ওম হ্রীং নীলাঞ্জনসম্ভাসম রবিপুত্রম যমগরাজম্।

ছায়া মার্তান্ডসম্ভুতম্ তন নমামি শনশ্চরম্।

শনির দোষ নিবারণ মন্ত্র 

ওঁ ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম্ পুষ্টিবর্ধনম্।

উর্ভারুক মিভ বন্দনান মৃত্যুমুখীয়া মা মৃত্যুঃ।

চাকরি ও ব্যবসার জন্য শনি মন্ত্র

ওঁ শনৈশ্চরায় নমঃ। 

শনির দৃষ্টি কাটানোর উপায়

* কালো কম্বল, কোনও কালো রঙা ডাল, কালো ছাতা, তেল এবং খাদ্য ইত্যাদি দান করলে এদিন শুভ ফল পাওয়া যাবে। 

* এর সঙ্গে শনি চাল্লিশা পাঠ করুন। এতে সন্তুষ্ট হতে পারেন গ্রহরাজ শনিদেব। 

* শনিবার, শনিদেবের পুজো করুন। একটি অশত্থ গাছের নিচে সর্ষের তেলের প্রদীপ জ্বালিয়ে শনি চালিসা বা শনি মন্ত্র জপ করুন। 

* শনিবার সন্ধ্যায় অন্তত দু-একজন গরিবকে পর্যাপ্ত খাবার খাওয়ান। তাদের কিছু টাকা দান করুন। খাবারে রুটি, পরোটা, ভাত, সবজি-মসুর ডাল, মিষ্টি এবং পায়েস বা ক্ষীর অন্তর্ভুক্ত করুন।

 

Read more!
Advertisement
Advertisement