Astro Tips For Saturday: সনাতনী রীতিতে প্রদীপের বিশেষ মাহাত্ম্য রয়েছে। দেবদেবীর পুজোর সময় জ্বালানো হয় প্রদীপ।একটা সময় সব বাড়িতে সন্ধেবেলায় তুলসী তলায় প্রদীপ জ্বালানোর রীতি ছিল। শহরা়ঞ্চলে সেই রীতি আর নেই। তবে মফঃস্বল, গ্রামের দিকে এখনও তুলসী গাছকে প্রদীপ দেখিয়ে আরাধনার প্রথা চালু রয়েছে।বিভিন্ন প্রদীপের আলাদা তাৎপর্য রয়েছে, যেমন- মাটির ও ধাতব প্রদীপ। এর সঙ্গে ঘি, সর্ষের তেল, তিলের তেল ইত্যাদিরও আলাদা গুরুত্ব রয়েছে।
শনিবারকে বলা হয় শনিদেবের দিন। এই দিনে শনিদেবের পুজো করার সময় সর্ষের তেলের প্রদীপ জ্বালানো হয়। সেই সঙ্গে লবঙ্গের ব্যবহার খুব কার্যকরী হতে পারে। এই প্রতিকারে শনিদেবের আশীর্বাদ মেলে। আর্থিক লাভও হয়। নিয়মিত এই উপায়ে শনির পুজো করলে অর্থের অভাব হয় না।
কী করবেন? প্রতি শনিবার সর্ষের তেলের প্রদীপ জ্বালান। সেই প্রদীপে একটা লবঙ্গ রেখে দিন। এতে আর্থিক অবস্থা শক্তিশালী হয়। আর একটা কথা শনিদেবের চোখের দিকে কখনও দেখবেন না। সবসময় তাঁর পায়ের দিকে নজর দিন। শনির দৃষ্টির সঙ্গে আপনার দৃষ্টি মেলাবেন না।
টাকাপয়সা আসছে না। কর্মক্ষেত্রে উন্নতি হচ্ছে না। লবঙ্গের তেল ও কর্পূর নিয়ে ২১টি লবঙ্গের হোম করুন। জপ করুন 'ওঃ লক্ষ্মী নারায়ন সহাঃ' মন্ত্রের।
দাম্পত্যে প্রেম ও সুখ আনতে ৫০ গ্রাম তিলের তেল ও ১০ গ্রাম লবঙ্গের তেল মিশিয়ে নিন। রোজ রাতে ৬ মিনিট পর্যন্ত একটি ধাতব প্রদীপে তেল ঢেলে জ্বালান।
- হিন্দু ধর্মে পুজো এবং ধর্মীয় আচার-অনুষ্ঠানের সময় কর্পূর ব্যবহার করা হয়। ঘরে উপস্থিত নেতিবাচকতা দূর করতে কর্পূর পোড়ানো হয়। তবে নিয়মিত কর্পূর পোড়ানোর সময় খেয়াল রাখবেন কর্পূর যেন খাঁটি হয়।
- দানের বিশেষ গুরুত্ব রয়েছে। তাই যতটা সম্ভব নিজ হাতে দান করুন। গরিব-দুঃখীকে সাহায্য করুন।
- জ্যোতিষশাস্ত্র অনুসারে জীবনে উন্নতি পেতে নিয়মিত পাখিদের খাওয়ানোর কথাও বলা হয়েছে। এটা করতে পারলে কর্মস্থলে উন্নতির পাশাপাশি সাফল্যও আসে।
- রুটি কড়ার আগে তাওয়ায় খানিকটা দুধের ফোঁটা ফেলে দিন। এতে ঘরে ধনসম্পদ আসে।
- রুটি নিজে খাওয়ার আগে গরুকে খাওয়ান। আর শেষ রুটি কুকুরকে। এতে শুভ ফল মেলে।