Advertisement

Kojagori Lakshmi Puja 2024: ৩ দিন পরেই ঘরে আসবেন মা লক্ষ্মী, কোজাগরী লক্ষ্মী পুজোর শুভ সময়-নির্ঘণ্ট জানুন

Kojagori Lakshmi Puja 2024: দুর্গাপুজো শেষ এবার বাড়িতে বাড়িতে কোজাগরী লক্ষ্মীপুজোর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। কোজাগরী শব্দের উৎপত্তি ‘কো জাগতি’ থেকে। যার অর্থ, ‘কে জেগে আছো’। কথিত আছে, কোজাগরী পূর্ণিমা তিথিতে দেবী লক্ষ্মী মর্ত্যে আসেন তাঁর ভক্তদের আশীর্বাদ করতে।

৩ দিন পরই কোজাগরী লক্ষ্মীপুজো৩ দিন পরই কোজাগরী লক্ষ্মীপুজো
Aajtak Bangla
  • কলকাতা,
  • 13 Oct 2024,
  • अपडेटेड 5:13 PM IST
  • দুর্গাপুজো শেষ এবার বাড়িতে বাড়িতে কোজাগরী লক্ষ্মীপুজোর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে।

দুর্গাপুজো শেষ এবার বাড়িতে বাড়িতে কোজাগরী লক্ষ্মীপুজোর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। কোজাগরী শব্দের উৎপত্তি ‘কো জাগতি’ থেকে। যার অর্থ, ‘কে জেগে আছো’। কথিত আছে, কোজাগরী পূর্ণিমা তিথিতে দেবী লক্ষ্মী মর্ত্যে আসেন তাঁর ভক্তদের আশীর্বাদ করতে। দেবী লক্ষ্মী পার্থিব এবং অপার্থিব সম্পদ, সৌভাগ্য এবং সৌন্দর্যের দেবী। এই তিথিতে যারা রাত জেগে দেবীর আরাধনা করেন এবং দেবীর আগমনের অপেক্ষায় থাকে, তাঁরা মা লক্ষ্মীর আশীর্বাদ থেকে কখনই বঞ্চিত হন না। এই বছর ১৬ অক্টোবর, বুধবার শ্রী শ্রী কোজাগরী লক্ষ্মীপুজো রয়েছে। 

আসুন দেখে নিই লক্ষ্মীপুজোর পূর্ণিমা তিথি কবে থেকে পড়ছে আর কখন পূর্ণিমা শেষ হচ্ছে। 

পূর্ণিমা তিথি শুরু
বাংলা ৩০ আশ্বিন, ইংরেজিতে ১৬ অক্টোবর, বুধবার, পূর্ণিমা তিথি শুরু রাত রাত ৭টা ৪২ মিনিট ৩৭ সেকেন্ডে। রাত ৭টা ৪২ মিনিট ৩৭ সেকেন্ড গতে শ্রীশ্রী কোজাগরী লক্ষ্মীপূজা।

পূর্ণিমা তিথি শেষ
বাংলা ৩১ আশ্বিন, ইংরেজি ১৭ অক্টোবর, বৃহস্পতিবার, – সন্ধ্যা ৫টা ১৭ মিনিট ৩৬ সেকেন্ডে পূর্ণিমা তিথি শেষ হচ্ছে। যাঁরা রাতে পুজো করবেন, তাঁরা ১৬ তারিখ রাতেই পুজো করে ফেলবেন। ১৬ তারিখেই হবে রাত্রি জাগরণ। তবে দিনের বেলা পুজো করতে চাইলে ১৭ অক্টোবর পুজো করতে হবে।

শারদ পূর্ণিমার মাহাত্ম্য
শারদ পূর্ণিমা মা লক্ষ্মীর জন্মতিথি হিসেবে পালন করা হয়। এ দিন অনেকে কৌমুদী ব্রতও পালন করেন। মা লক্ষ্মীকে তুষ্ট করে তাঁর আশীর্বাদ লাভের জন্য এ দিন বিশেষ ভাবে উপযুক্ত। কোজাগরী পূর্ণিমায় পায়েস রান্না করে তা সারা রাত চাঁদের আলোয় রেখে, পরের দিন সকাল প্রসাদ হিসেবে এই পায়েস খাওয়া বিশেষ শুভ বলে মনে করা হয়। এর ফলে আপনার মনের সব ইচ্ছে পূরণ হবে এবং আপনার সংসার ধন সম্পদে ভরে উঠবে।


 

Advertisement
Read more!
Advertisement
Advertisement