Advertisement

Sharad Purnima 2025: শারদ পূর্ণিমায় চাঁদের আলোয় পায়েস রাখবেন? জানুন শুভ সময়

Sharad Purnima 2025: প্রতি বছর আশ্বিন মাসের পূর্ণিমা তিথিতে শারদ পূর্ণিমার উৎসব পালন করা হয়। এইদিন চন্দ্রমা নিজের ১৬ টি পর্যায়ে শক্তিশালী থাকে এবং চাঁদের আলো থেকে অমৃত বেরোয়। তাই শারদ পূর্ণিমা রাতে অনেকেই চাঁদের আলোর নীচে পায়েস তৈরি করে রাখে এবং পরের দিন সকালে সেই পায়েস খায়।

শারদ পূর্ণিমার শুভ সময়শারদ পূর্ণিমার শুভ সময়
Aajtak Bangla
  • কলকাতা,
  • 04 Oct 2025,
  • अपडेटेड 6:50 PM IST
  • প্রতি বছর আশ্বিন মাসের পূর্ণিমা তিথিতে শারদ পূর্ণিমার উৎসব পালন করা হয়।

প্রতি বছর আশ্বিন মাসের পূর্ণিমা তিথিতে শারদ পূর্ণিমার উৎসব পালন করা হয়। এইদিন চন্দ্রমা নিজের ১৬ টি পর্যায়ে শক্তিশালী থাকে এবং চাঁদের আলো থেকে অমৃত বেরোয়। তাই শারদ পূর্ণিমা রাতে অনেকেই চাঁদের আলোর নীচে পায়েস তৈরি করে রাখে এবং পরের দিন সকালে সেই পায়েস খায়। এই পায়েসকে অমৃতের সমতুল্য মনে করা হয়। বলা হয় যে শারদ পূর্ণিমার দিন চাঁদের আলোয় পায়েস রেখে খেলে ব্যক্তির ভাগ্যোদয় হয় আর রোগ-অসুস্থতা থেকে মুক্তি পাওয়া যাবে।

এই বছর শারদ পূর্ণিমা খুবই বিশেষ। হিন্দু পঞ্চাঙ্গ অনুসারে, এই বছর শারদ পূর্ণিমার দিন লাভ-উন্নতির মুহূর্ত ও বৃদ্ধি যোগ হতে চলেছে। এই শুভ মুহূর্তগুলি ছৌঘড়ীয় মুহূর্তের মধ্যে পড়বে। তাছাড়া, ভাদ্রপদ নক্ষত্রের শুভ সংযোগও তৈরি হচ্ছে। জ্যোতিষবিদদের মতে, শারদ পূর্ণিমায় এমন বিরল ঘটনা বহু বছর পর ঘটছে।

শারদ পূর্ণিমা কখন
হিন্দু পঞ্জিকা মতে, এই বছর আশ্বিন পূর্ণিমা ৬ অক্টোবর সোমবার দুপুর ১২টা ২৩ মিনিটে শুরু হবে এবং তা শেষ হবে পরের দিন ৭ অক্টোবর সকাল ৯টা ১৬ মিনিটে। শারদ পূর্ণিমা তাই ৬ অক্টোবর উদযাপন করা হবে। 

লাভ-উন্নতি মুহূর্তে ক্ষীর রাখুন
এই বছর শারদ পূর্ণিমায় চাঁদের আলোয় পায়েস রাখার জন্য বড় শুভ মুহূর্ত তৈরি হচ্ছে। পঞ্চাঙ্গ অনুসারে, এই বছর ৬ অক্টোবর রাত ১০টা ৩৭ মিনিট থেকে রাত ১২টা ০৯ পর্যন্ত লাভ-উন্নতি মুহূর্ত যোগ তৈরি হবে। এই শুভ সময়ে চাঁদের আলোর নীচে পায়েস রেখে তা পরের দিন খাওয়া খুবই শুভ বলে মনে করা হচ্ছে। 

শারদ পূর্ণিমায় বৃদ্ধি যোগ ও উত্তর ভাদ্রপদ নক্ষত্র
এই বছর শারদ পূর্ণিমার উৎশব বৃদ্ধি যোগের সংযোগে পালন করা হবে। এইদিন বৃদ্ধি যোগ সকালে শুরু হবে আর দুপুর ০১ বেজে ১৪ মিনিট পর্যন্ত থাকবে। এই সময়ের মধ্যে লক্ষ্মীপুজো করা সবচেয়ে শুভ।   

Advertisement

Read more!
Advertisement
Advertisement