Advertisement

Navaratri 2023: শারদীয়া নবরাত্রির প্রথম দিন, কী করবেন আর করবেন না জানুন

Navaratri 2023: দুর্গাপুজোর পাশাপাশি মহালয়ার পরের দিন থেকেই শুরু হয়ে যায় নবরাত্রি। রবিবার নবরাত্রির প্রথম দিন। এদিন মা শৈলপুত্রী পুজো করা হয়ে থাকে। শারদীয়া নবরাত্রি পালন করার প্রথম শর্তই হল উপোস করে এই ব্রত করতে হয়। তবে টানা ন'দিন-রাত না খেয়েদেয়ে তো আর কারও পক্ষে বেঁচে থাকা বোধ হয় সম্ভব নয়!

নবরাত্রি ২০২৩
Aajtak Bangla
  • কলকাতা,
  • 15 Oct 2023,
  • अपडेटेड 11:54 AM IST
  • দুর্গাপুজোর পাশাপাশি মহালয়ার পরের দিন থেকেই শুরু হয়ে যায় নবরাত্রি। রবিবার নবরাত্রির প্রথম দিন।

দুর্গাপুজোর পাশাপাশি মহালয়ার পরের দিন থেকেই শুরু হয়ে যায় নবরাত্রি। রবিবার নবরাত্রির প্রথম দিন। এদিন মা শৈলপুত্রী পুজো করা হয়ে থাকে। শারদীয়া নবরাত্রি পালন করার প্রথম শর্তই হল উপোস করে এই ব্রত করতে হয়। তবে টানা ন'দিন-রাত না খেয়েদেয়ে তো আর কারও পক্ষে বেঁচে থাকা বোধ হয় সম্ভব নয়! তাই সূর্যাস্তের পর পুজো করে সারা দিনে ওই একবার খাওয়া যেতে পারে। একে বলা হয়ে থাকে একাহারি। এছাড়াও নবরাত্রি পালনের কিছু নিয়ম রয়েছে, আসুন জেনে নেওয়া যাক কী কী মানতে হয় এই সময়। 

নবরাত্রিতে কী কী করবেন
-নবরাত্রির ক'দিন রোজ ভোরে ঘুম থেকে উঠুন এবং প্রায় সঙ্গে সঙ্গেই স্নান সেরে ফেলুন। 
-নবরাত্রি চলাকালীন খাওয়া যেতে পারে ফল, দুধ, সাবুদানা, আলু
-কাচা জামাকাপড় পরে পুজো করুন।
-নবরাত্রিতে মা দুর্গার ন'টি পৃথক রূপকে পুজো করতে হয়
-নবরাত্রির সময় অখণ্ড প্রদীপ জ্বালানোর নিয়ম পালন করতে হয়। 
-সর্ষের তেলে রান্না না করে এ সময় বাদাম তেল ব্যবহার করুন

নবরাত্রিতে কী কী করবেন না
-এই সময় মদ, সিগারেট, অন্য কোনও রকমের নেশা করবেন না।
-এই ৯ দিন চুল-দাড়ি, নখ কাটা নিষেধ। 
-আমিষ খাদ্য একেবারে বর্জনীয় এই ক'দিন। পারলে কোনও রকম আমিষ রান্নাও না করা ভাল।
-নবরাত্রিতে দিনের বেলায় ঘুমোবেন না
-চামড়ার জুতো, চটি, এমনকী ব্যাগ ও বেল্ট-ও নবরাত্রিতে ব্যবহার করা শাস্ত্র মতে নিষেধ।
-পাঁচ বছরের কমবয়সি ছেলেমেয়ে, অসুস্থ মানুষ এবং গর্ভবতীদের নবরাত্রি পালনে নিষেধাজ্ঞা আছে।

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement