Advertisement

Durga Puja 2025 Ashtami and Navami: এবার অষ্টমী ও নবমী কখন পড়ছে? জেনে নিন কুমারী পুজোর সবচেয়ে শুভ মুহূর্তও

বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব আগত। সনাতন ধর্মে শারদীয়া দুর্গাপুজোর বিশেষ স্থান রয়েছে। ভক্তরা বিশ্বাস করেন যে এই পবিত্র সময়ে দেবী দুর্গার উপাসনা করলে দুঃখ দূর হয়, বাধা বিপত্তি কাটে এবং শান্তি, সমৃদ্ধি এবং সুরক্ষা আসে। হার মাত্র সপ্তাহ দুয়েকের অপেক্ষা। দুর্গার আগমনের জন্য অধীর আগ্রহে রয়েছেন প্রত্যেকে।

কখন  অষ্টমী এবং নবমী ?কখন অষ্টমী এবং নবমী ?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 10 Sep 2025,
  • अपडेटेड 2:20 PM IST

বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব আগত। সনাতন ধর্মে শারদীয়া দুর্গাপুজোর  বিশেষ স্থান রয়েছে। ভক্তরা বিশ্বাস করেন যে এই পবিত্র সময়ে দেবী দুর্গার উপাসনা করলে দুঃখ দূর হয়, বাধা বিপত্তি কাটে এবং শান্তি, সমৃদ্ধি এবং সুরক্ষা আসে। হার মাত্র সপ্তাহ দুয়েকের অপেক্ষা।  দুর্গার আগমনের জন্য অধীর আগ্রহে রয়েছেন প্রত্যেকে। দেবী প্রতিমা, প্যান্ডেল তৈরির কাজ শুরু হয়েছে অনেক আগেই। এবার দুর্গার আগমনের পালা। পশ্চিমবঙ্গে যেমন পাঁচ দিন ধরে সাড়ম্বরে দুর্গাপুজো পালিত হয়, ভারতের বিভিন্ন স্থানে পালিত হয় নবরাত্রি। ৯ দিন ধরে দেবীর আরাধনা করা হয়। এ বছর দুর্গা পুজোর নবমী ও দশমী তিথি কখন শুরু হবে, কখন হবে কুমারী পুজো, পুজো সময়সূচী এখানে জেনে নিন।

২০২৫ দুর্গা পুজোর নির্ঘণ্ট
২১ সেপ্টেম্বর মহালয়া। তার পরের দিন থেকেই আশ্বিন শুক্লপক্ষের প্রতিপদ তিথি অর্থাৎ দুর্গাপুজো শুরু হবে। তবে দেবীর আরাধনার নিয়মনীতি পালন করা হবে ষষ্ঠী তিথি থেকে।

 বেণীমাধব শীলের ফুল পঞ্জিকা অনুযায়ী এবারে দুর্গাপুজোর নির্ঘণ্ট-
মহাষষ্ঠী
২৮ সেপ্টেম্বর ২০২৫, রবিবার। সকাল ১০টা ৪৩ মিনিট পর্যন্ত ষষ্ঠী তিথি থাকবে। এদিন দুর্গার ষষ্ঠ্যাদিকল্পারম্ভ ও ষষ্ঠীবিহিত পুজো হবে। সন্ধ্যাবেলা দেবী দুর্গার আমন্ত্রণ ও অধিবাস।
মহাসপ্তমী
২৯ সেপ্টেম্বর ২০২৫, সোমবার। বেলা ১২টা ২৮ মিনিট পর্যন্ত থাকবে সপ্তমী। এদিন নবপত্রিকা স্নান, স্থাপন, সপ্তম্যাদিকল্পারম্ভ ও সপ্তমীবিহিত পুজো করা হবে
মহাষ্টমী
৩০ সেপ্টেম্বর ২০২৫, মঙ্গলবার। দুর্গাষ্টমী তিথি থাকবে দুপুর ১টা ৪৫ মিনিট পর্যন্ত থাকবে। দেবী  দুর্গার আরাধনা, মহাস্নান ও ষোড়শোপচার পুজো করা হবে । আবার সন্ধি পুজোও রয়েছে। দুপুর ১টা ২১ মিনিট থেকে ২টো ৯ মিনিটের মধ্যে সন্ধি পুজো সেড়ে নিতে হবে।
মহানবমী
১ অক্টোবর ২০২৫, বুধবার। নবমী তিথি থাকবে দুপুর ২টো ৩৬ মিনিট পর্যন্ত। মহানবমীর মহাস্নান ও ষোড়শোপচার পুজো হবে এই তিথিতে।
বিজয়া দশমী
২ অক্টোবর ২০২৫, বৃহস্পতিবার। দশমী তিথি থাকবে দুপুর ২টো ৫৬ মিনিট পর্যন্তদেবীর বরণ, সিঁদূর খেলা ও বিসর্জন হবে এদিন।

Advertisement

২০২৫ সালে বেলুড়মঠের দুর্গাপুজোর নির্ঘণ্ট-
পঞ্চমী-১০ আশ্বিন (২৭ সেপ্টেম্বর, শনিবার) সন্ধ্যা ৬.৩০ মিনিটে দেবীর বোধন।
ষষ্ঠী-১১ আশ্বিন (২৮ সেপ্টেম্বর, রবিবার) সকাল ছটায় ষষ্ঠ্যাদি কল্পারম্ভ এবং সন্ধ্যা ৬.৩০ মিনিটে আমন্ত্রণ ও অধিবাস।
সপ্তমী-১২ আশ্বিন (২৯ সেপ্টেম্বর, সোমবার) ভোর ৫.৪০ মিনিটে নবপত্রিকা স্নান ও মহাস্নানের মধ্য দিয়ে মহাসপ্তমী পূজারম্ভ।
মহাষ্টমী-১৩ আশ্বিন (৩০ সেপ্টেম্বর, মঙ্গলবার) ভোর ৫.৪০ মিনিটে পূজারম্ভ। ওই দিন  কুমারী পুজো শুরু হবে সকাল ৯ টায়।  কুমারী পুজো এবং সন্ধ্যা ৫.৪৩ মিনিট থেকে ৬.৩১ মিনিট পর্যন্ত চলবে সন্ধিপুজো।
মহানবমী-১৪ আশ্বিন (১ অক্টোবর, বুধবার) ভোরে পূজারম্ভের পর বেলা ১১.২৭ মিনিট থেকে ১২.৫৬ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে হোম।
বিজয়া দশমী-১৫ আশ্বিন (২ অক্টোবর, বৃহস্পতিবার) সকাল ৬টা ৩০ মিনিটে পূজারন্ত। সকাল ৮.২৫ মিনিটের মধ্যে সম্পন্ন হবে দর্পণ বিসর্জন, প্রতিমা নিরঞ্জন ও শান্তিজল প্রদান। এরপর শ্রীশ্রীঠাকুরের সন্ধ্যারতির পর প্রসাদ বিতরণ করা হবে মা সারদা সদাব্রত ভবনে, দুপুর ১২টা থেকে।
অঞ্জলি ও আরতির সময়
মঠ কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিদিন দেবীর মধ্যাহ্ন ভোগারতির পর দুপুর ১২.৩০ মিনিট থেকে ১ টার মধ্যে পুষ্পাঞ্জলি দেওয়ার সুযোগ থাকবে (২৯, ৩০ সেপ্টেম্বর এবং ১ অক্টোবর)। ভক্তদের পুষ্প ও বিল্বপত্র সঙ্গে আনতে বলা হয়েছে।
দেবীর সন্ধ্যারতি হবে শ্রীশ্রীঠাকুরের সন্ধ্যারতির পর- ২৯  সেপ্টেম্বর ও ১ অক্টোবর সন্ধ্যা ৫.৫৫ মিনিটে এবং 3৩০  সেপ্টেম্বর সন্ধ্যা ৬.৪০ মিনিটে।

দুর্গা অষ্টমী ও নবমীর তিথি

  • দুর্গা অষ্টমী: ৩০ সেপ্টেম্বর (মঙ্গলবার)
  • অষ্টমী তিথি শুরু হবে: বিকেল ৪:৩১ মিনিটে, ২৯ সেপ্টেম্বর
  • অষ্টমী তিথি শেষ হবে: সন্দ্যা ৬:০৬ মিনিটে, ৩০ সেপ্টেম্বর
  • মহানবমী: ১ অক্টোবর (বুধবার)
  • নবমী তিথি শুরু হবে: সন্ধে ৬:০৬ মিনিটে,৩০ সেপ্টেম্বর
  • নবমী তিথি শেষ হবে: সন্ধে ৭:০১ মিনিটে,১ অক্টোবর

Read more!
Advertisement
Advertisement