হোলির এক সপ্তাহ পরে শীতলা সপ্তমী পালিত হয়। দেবী শীতলাকে 'শীতলতা' ও 'সুস্থতা' প্রদানকারী দেবী হিসেবে মনে করা হয়। এবার শীতলা সপ্তমী তিথি শুরু ৩১ মার্চ, ২০২৪ এর রাত ৯ টা ৩১ মিনিটে। সপ্তমী তিথি শেষ ১ এপ্রিল, ২০২৪ রাত ৯ টা ০৯ মিনিটে। পশ্চিমবঙ্গ, ওড়িশা, অসম ও বাংলাদেশে 'শীতলা ষষ্ঠী' বা 'শীতলা সপ্তমী' তিথিতে দেবী শীতলার পুজো করা হয়।
উৎপত্তি ও রূপ:
শীতলার উৎপত্তি সম্পর্কে বিভিন্ন পৌরাণিক কাহিনী প্রচলিত।
শীতলা দেবীকে সাধারণত মৃৎশিল্পে, শান্ত মুখ, দুই হাত, লাল শাড়ি পরিহিতা, কোলে কলসী ও ঝাঁটা হাতে চিত্রিত করা হয়।
পুজোর রীতিনীতি:
লোকবিশ্বাস:
দ্রষ্টব্য: উপরের প্রতিবেদন লোকমতে লিখিত। এগুলি সম্পাদকীয় সুপারিশ বা পরামর্শ নয়।