দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ পেলে যে কারও জীবন ধন্য হয়ে যায়। কথিত রয়েছে, কৈলাসে থাকেন ভোলানাথ। তাঁকে তুষ্ট করা সহজ কাজ নয়। ভগবান শিবের আশীর্বাদ লাভের জন্য অনেকেই মহাদেবের আরধনা করেন। ঘরে শিবলিঙ্গ বা শিবের ছবি রেখে ভক্তি ভরে পুজো করলেও ফল পাওয়া যায়।
আর ক'দিন বাদেই শিবরাত্রি। বৈদিক ক্যালেন্ডার অনুযায়ী, বছরের ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রি পালন করা হয়। ধমীয় বিশ্বাস, এই শুভ তিথিতেই বিয়ে হয়েছিল শিব-পার্বতীর। তাই শিবের আরাধনার জন্য এই দিনটি খুবই শুভ। এ বছর ৮ মার্চ শুক্রবার শিবরাত্রি। ৮ মার্চ রাত ৯টা ৫৭ মিনিট থেকে ফাল্গুন কৃষ্ণ চতুর্দশী পড়বে। ৯ মার্চ সন্ধ্যা ৬টা ১৭ মিনিট পর্যন্ত থাকবে এই তিথি।
কোন ফুলে শিব পুজো করবেন?
শিবের পুজোয় কোন ফুল লাগে, তা জানা জরুরি।
* শিবের পুজোয় বেলপাতা লাগবেই। বেলপাতা যেন ছেঁড়া না হয়। শিবকে রোজ বেলপাতা অর্পণ করলে শুভ ফল পাওয়া যায় বলে বিশ্বাস।
* জ্যোতিষ মতে, শিবের পুজোয় ধুতরো ফুল ব্যবহার করা শুভ।
* মহাদেবকে আকন্দ ফুল অর্পণ করাও শুভ বলে মনে করা হয়য
কোন ফুল দেবেন না শিবকে?
* কলকে ফুল কখনওই শিবকে দেওয়া উচিত নয়।
* কেতকী ফুল কখনও দেওয়া উচিত নয় শিবপুজোয়।
* শিবের পুজোয় ভুল করেও তুলসি পাতা দেবেন না।
কী করলে তুষ্ট হবেন মহাদেব?
* প্রতিদিন শিবলিঙ্গে ৫টি করে চাল নিবেদন করুন। এতে ভগবান শিবের আশীর্বাদ লাভ করা যায়। এর ফলে জীবনে কখনও অর্থাভাব হয় না।
* জ্যোতিষ মতে, প্রতি সোমবার শিবলিঙ্গে কাঁচা চাল নিবেদন করুন। এতে মনোবাসনা পূর্ণ হয় বলে বিশ্বাস। * প্রতি সোমবার শিবের আরাধনা করলে ফল পাওয়া যায়।
* ১১ মুঠি অখণ্ড কাঁচা চাল শিবলিঙ্গে নিবেদন করলে উপকার পাবেন। পুজো শেষে এই চাল কোনও দরিদ্র কাউকে দান করুন।
* রোজ শিবলিঙ্গে ৫টি করে চাল নিবেদন করলে হর-গৌরীর আশীর্বাদ পাওয়া যায়। ফলে শিব-পার্বতীর আশীর্বাদে সংসারে সুখ-সমৃদ্ধি আসে।