Advertisement

Shravan Month 2025: শিবের মাথায় বসে জল ঢালবেন না দাঁড়িয়ে? শ্রাবণ মাসের সোমবারে আর কী কী নিয়ম মানবেন?

শ্রাবণ মাস পড়লেই সোমবার শিবের মাথায় জল ঢালার অপেক্ষায় থাকেন ভোলেবাবার ভক্তরা। কিন্তু জানেন কি বাবার মাথায় বসে জল ঢালতে হয় নাকি দাঁড়িয়ে? মহাদেবকে সন্তুষ্ট করতে শ্রাবণ মাসের সোমবার আর কী কী নিয়ম মানতে হয় শিবের পুজোয়?

শ্রাবণ মাসের সোমবার শিব পুজো শ্রাবণ মাসের সোমবার শিব পুজো
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 30 Jun 2025,
  • अपडेटेड 11:11 AM IST
  • শ্রাবণ মাসের প্রথম সোমবার বাবার মাথায় জল ঢালেন ভক্তরা
  • বাবার মাথায় বসে জল ঢালতে হয় নাকি দাঁড়িয়ে?
  • সুফল পেতে শ্রাবণ মাসের সোমবারে আর কী কী নিয়ম মানবেন?

জুলাই মাসের ১৪ তারিখ পড়েছে শ্রাবণ মাসের প্রথম সোমবার। মহাদেবের ভক্তরা ওই দিন জল ঢালবেন বাবার মাথায়। অনেকেই নির্জলা উপবাস করে শ্রাবণ মাসের প্রথম সোমবার ব্রত পালন করেন। ভোলেবাবাকে তুষ্ট করতে ফল-মূল দিয়ে পুজো দেন। কিন্তু জানেন কি বসে না দাঁড়িয়ে, কীভাবে জল ঢালা উচিত বাবার মাথায়?

শিবলিঙ্গে জল ঢালার সময়ে ভুলেও দাঁড়িয়ে থাকবেন না। নিয়ম বলছে, শুধু শ্রাবণ মাসেই নয়, বছরের যে কোনও সময়েই শিবলিঙ্গে জল ঢালার সময়ে বসে ঢালা উচিত। একান্ত পায়ের কোনও সমস্যা না থাকলে। 

কিন্তু কেন দাঁড়িয়ে শিবলিঙ্গে জল ঢালা যায় না? হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস, দাঁড়িয়ে জল ঢাললে মহাদেব রুষ্ট হয়। অনেকে এ-ও বিশ্বাস করেন, দাঁড়িয়ে জল ঢাললে ভোলেবাবা কারও মনস্কামনা পূরণ করেন না। 

শিবলিঙ্গে জল ঢালার আরও বেশ কিছু নিয়ম রয়েছে। জল ঢালার সময়ে মহাদেবের ভক্তর মুখ উত্তর দিকে থাকা উচিত। শিবলিঙ্গে ভক্তিভরে জল ঢালার জন্য স্টিলের পাত্র ব্যবহার না করে সর্বদা তামা বা ব্রোঞ্জের পাত্র বেছে নেওয়া উচিত। 

শিবলিঙ্গে জল ঢালার সময়ে 'ওম নমো শিবায়' মন্ত্র জপ করা উচিত। আর সর্বদা ডান হাতেই জল ঢালা উচিত শিবের মাথায়। নির্জলা উপবাস রেখে শিবের পুজো করলে অত্যন্ত ভাল ফল পাওয়া যায় বলে বিশ্বাস করেন বাড়ির মহিলারা। তবে এই উপবাস পুরুষ, মহিলা নির্বিশেষে প্রত্যেকেই করতে পারেন। 

 শ্রাবণ মাস মহাদেবের প্রিয় মাস। এই মাসে শিবের পুজো করলে তিনি খুবই সন্তুষ্ট হন এবং সকল মনস্কামনা পূরণ হয়। শিব খুব অল্পে সন্তুষ্ট হন। কিন্তু পুজোয় ত্রুটি হলে তিনি খুবই ক্রুদ্ধ হন। 

শ্রাবণ মাসের ব্রত করার সময় ঠাকুরঘর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা বাঞ্ছনীয়। শ্রাবণ মাসের পুজো সকালে করে নিলেই ভাল। আলু, লাউ এবং কুমড়ো খেতে পারেন। শিবপুজোর সময় অবশ্যই ঘি, মধু, সিদ্ধি, দুধ এবং গঙ্গাজল দিয়ে অভিষেক করতে হবে। বেলপাতা, ধুতরো এবং আকন্দ ফুল শিবের সবচেয়ে প্রিয়। এই জিনিসগুলো পুজোয় অর্পণ করতে হয়। শিবপুজোর সময় শিবলিঙ্গে আতপ চাল এবং যব অর্পণ করলে শুভ ফল পাওয়া যায়। শিবপুজো করার আগে সূর্যদেবকে জল অর্পণ করা খুবই শুভ। তুলসীপাতা শিবের পুজোয় ব্যবহার করবেন না। পুজোয় সব কিছু সাদা রঙের জিনিস ব্যবহার করার চেষ্টা করুন।

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement