Advertisement

Sharavan Month 2025: কবে থেকে শুরু হচ্ছে শ্রাবণ মাস? জেনে নিন সোমবারের ব্রত পালনের তিথি

শ্রাবণ মাসে ভক্তি ভরে শিবের মাথায় জল ঢালেন ভোলেবাবার ভক্তরা। কবে থেকে শুরু হচ্ছে এবছরের শ্রাবণ মাস? কোনও কোনও ভক্ত ১৬ সোমবারের ব্রতও পালন করেন। কবে কবে পড়েছে সোমবার ব্রত পালনের তিথি? জেনে নিন বিস্তারিত...

প্রতীকী ছবি প্রতীকী ছবি
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 05 Jul 2025,
  • अपडेटेड 12:24 PM IST
  • শ্রাবণ মাসের প্রতি সোমবার শিবকে তুষ্ট করার জন্য ব্রত পালন করা হয়
  • কোনও কোনও ভক্ত ১৬ সোমবারের ব্রতও পালন করেন
  • কবে কবে পড়েছে সোমবার ব্রত পালনের তিথি?

হিন্দু ধর্মে শ্রাবণ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মাসে শিবের পুজার্চনা করেন ভোলেবাবার ভক্তরা। এই মাসের প্রতি সোমবার শিবকে তুষ্ট করার জন্য ব্রত পালন করা হয়। কোনও কোনও ভক্ত ১৬ সোমবারের ব্রতও পালন করেন। শ্রাবণ মাসের প্রথম সোমবার থেকেই শুরু হয় ১৬ সোমবারের ব্রত। শ্রাবণ মাসে মাতা পার্বতীরও পুজো করা হয়। 

শ্রাবণ ২০২৫ তিথি 
পঞ্জিকা অনুসারে, এবার শ্রাবণ মাস শুরু হচ্ছে ১১ জুলাই থেকে। ৯ অগাস্ট পর্যন্ত চলবে এই মাস। রাখি পূর্ণিমার দিন সমাপ্ত হচ্ছে শ্রাবণ মাস। ৯ অগাস্টই পালিত হবে রাখি পূর্ণিমা। 

জলাভিষেকের মুহূর্ত: শ্রাবণ মাসে ভোর ৫টা ৩৩ মিনিট থেকে শুরু করে দুপুর পর্যন্ত শিবের মাথায় জল ঢালা যাবে। এছাড়া ১১ জুলাই রাজস্থান, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, পঞ্জাব, ছত্তিশগড়, বিহার এবং ঝাড়খণ্ডে শ্রাবণ মাস শুরু হবে ওই দিন থেকে। অন্ধ্রপ্রদেশ, তেলিঙ্গানা, গোয়া, মহারাষ্ট্র, গুজরাট, কর্নাটক এবং তামিলনাড়ুতে শ্রাবণ মাস শুরু হচ্ছে ২৫ জুলাই থেকে। উত্তরাখণ্ড এবং হিমাচলপ্রদেশ শ্রাবণ মাস শুরু হবে ১৬ জুলাই থেকে। 

শ্রাবণের সোমবারের তিথি
প্রথম শ্রাবণ সোমবার: ১৪ জুলাই
দ্বিতীয় শ্রাবণ সোমবার: ২১ জুলাই
তৃতীয় শ্রাবণ সোমবার: ২৮ জুলাই
চতুর্থ শ্রাবণ সোমবার: ৪ অগাস্ট
শিব ভক্তদের জন্য শ্রাবণ মাসের উপাসনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকলেই মাতা পার্বতী এবং ভগবান শিবের জন্য এই সময়ে ব্রত পালন করেন। পুজোর পাশাপাশি শিবলিঙ্গে জলও ঢালের তাঁরা। দুধ, বেলপাতা এবং গঙ্গাজলও দেওয়া হয় শিবের মাথায়। 

শ্রাবণের শুভ যোগ
শ্রাবণের শুরুতেই এবার একাধিক গ্রহের চলন বদলাবে। সূর্য, মঙ্গল এবং শুক্র রাশি পরিবর্তন করবে। একইসঙ্গে বুধ এবং শনি বক্রী চলন করবে। পাশাপাশি শিব যোগ, প্রীতি যোগ এবং আয়ুষ্মান যোগও তৈরি হবে। 

শ্রাবণ পুজো তিথি
শ্রাবণ মাসে সকালে দ্রুত ঘুম থেকে উঠে শিবের মন্দিরে যান। ঘরের পুজোর স্থলে ছোট শিবলিঙ্গ থাকে, সেটিরও পুজো করতে পারেন। জল এবং কাঁচা দুধ ঢালতে হবে শিবলিঙ্গে। এছাড়াও চাইলে দই, মধুও ঢালতে পারেন শিবের মাথায়। চাইলে রোজই শিবের অভিষেক করতে পারেন অথবা শ্রাবণ মাসের সোমবার ভোলেবাবার মাথায় জল ঢালুন। এতে শিবের বিশেষ কৃপা পড়বে আপনার জীবনে। 'ওম নমো শিবায়' মন্ত্র উচ্চারণ করলে জীবনে শান্তি আসবে, মন চঞ্চল হবে না।

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement