Advertisement

Sindoor Wearing Rules: শুধু সিঁথিতে নয়, সিঁদুর পরতে হয় মোট ৫ জায়গায়! বিবাহিতদের জানা জরুরি

Sindoor- Vermilion: এই সিঁদুর নিয়ে বহু নিয়ম শোনা যায়। আবার অনেকের বহু ভুল ধারণাও আছে সিঁদুর নিয়ে। সাধারণত দু'জায়গায় সিঁদুর পরে মহিলারা, সিঁথি ও কপাল। তবে শোনা যায় আরও কয়েকটি স্থানে সিঁদুর পরার নিয়ম।

প্রতীকী ছবি প্রতীকী ছবি
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 16 Jul 2025,
  • अपडेटेड 12:10 PM IST

সনাতন ধর্মে সিঁদুরের বিশেষ গুরুত্ব রয়েছে। সিঁদুর ছাড়া সনাতন ধর্মে কোনও শুভ কাজ বা পুজো সম্পূর্ণ হয় না। দেবতাদের অলংকরণে সিঁদুর ব্যবহার করা হয়। বিবাহিত মহিলারাও সিঁদুর পরেন।

পুরাণ ও বাস্তু মতে বিশ্বাস করা হয়, মহিলারা যেভাবে সিঁদুর লাগান তা সরাসরি তাদের স্বামীর জীবনকে প্রভাবিত করে। এছাড়া সিঁদুরের এমন কিছু প্রতিকার রয়েছে, যা করলে আপনার সৌভাগ্য অনেক বাড়বে এবং কখনও কোনও কিছুর অভাব হবে না।

এই সিঁদুর নিয়ে বহু নিয়ম শোনা যায়। আবার অনেকের বহু ভুল ধারণাও আছে সিঁদুর নিয়ে। সাধারণত দু'জায়গায় সিঁদুর পরে মহিলারা, সিঁথি ও কপাল। তবে শোনা যায় আরও কয়েকটি স্থানে সিঁদুর পরার নিয়ম। মোট পাঁচটি স্থানে সিঁদুর পরার নিয়ম আছে- কপালে, সিঁথিতে, কণ্ঠে, শঙ্খ এবং বস্ত্রে। শাস্ত্র মতে সিঁদুর লাগানোর বেশ কিছু মন্ত্র আছে। 

আরও পড়ুন

* সিঁথিতে- ওঁ কৃষ্ণায় নমঃ। 

* কপালে- ওঁ কেশবায় নমঃ। 

* কন্ঠে- ওঁ গোবিন্দায় নমঃ।

*  শঙ্খে- ওঁ মধুসূদনায় নমঃ। 

* বস্ত্রে- ওঁ মাধবায় নমঃ। 

সিঁদুর লাগানোর বাস্তু নিয়ম 

* চুল দিয়ে সিঁথির সিঁদুর লুকিয়ে রাখবেন না, এতে আপনার স্বামীর জীবনে খারাপ প্রভাব পড়তে পারে। 

* বিবাহিত মহিলাদের স্নান বা চুল ধোয়ার সঙ্গে সঙ্গে সিঁদুর পরা উচিত না। বাস্তু মতে, এরকম করলে মহিলাদের উপর খুব খারাপ প্রভাব পড়তে পারে। ঘরের সুখ-শান্তি বিঘ্নিত হতে পারে। পারিবারিক কলহ বাড়তে পারে। 

* স্নানের পর তোয়ালে দিয়ে জল মুছে চুল ভাল করে শুকিয়ে নিন। তারপর নিজের সিঁথি সিঁদুর দিয়ে পূরণ করুন।  

* কারও টাকা দিয়ে কেনা সিঁদুর কখনও লাগাবেন না। নয়তো স্বামীর জীবনে নেতিবাচক প্রভাব পড়ে। 

* সিঁথির মাঝখানে সিঁদুর লাগালে স্বামীর আয়ু দীর্ঘ হবে। সিঁথির মাঝখানে সিঁদুর না লাগালে স্বামীও আপনার থেকে দূরে থাকবেন।

* উপহারে পাওয়া সিঁদুর ব্যবহার করবেন না। নয়তো স্বামীকে অনেক ঝামেলায় পড়তে হতে পারে। 

Advertisement

* আপনার সিঁথিতে অন্য কোনও নারীর সিঁদুর লাগাবেন না। নয়তো স্বামীকে আর্থিক সমস্যায় পড়তে হতে পারে।


 

Read more!
Advertisement
Advertisement