Advertisement

Surya Grahan 2025: মার্চেই বছরের প্রথম সূর্যগ্রহণ, ঠিক কবে ও কখন? সূতককাল বৈধ? বিস্তারিত

Surya Grahan 2025: বছরের প্রথম সূর্যগ্রহণ হতে চলেছে মার্চ মাসে। জ্যোতিষশাস্ত্রে সূর্যগ্রহণকে অশুভ বলে মনে করা হয়। সূর্যগ্রহণের সময় কোনও শুভ কাজ, পুজো ইত্যাদি করা হয় না। সম্প্রতি সূর্যগ্রহণের আগে এ বছরের প্রথম চন্দ্রগ্রহণও হয়েছিল। জানুন কবে হবে বছরের প্রথম সূর্যগ্রহণ। এছাড়াও সূর্যগ্রহণের সময় এবং সূতক সময় কখন হবে জেনে নিন।

সূর্যগ্রহণ ২০২৫সূর্যগ্রহণ ২০২৫
Aajtak Bangla
  • কলকাতা,
  • 18 Mar 2025,
  • अपडेटेड 1:50 PM IST

বছরের প্রথম সূর্যগ্রহণ হতে চলেছে মার্চ মাসে। জ্যোতিষশাস্ত্রে সূর্যগ্রহণকে অশুভ বলে মনে করা হয়। সূর্যগ্রহণের সময় কোনও শুভ কাজ, পুজো ইত্যাদি করা হয় না। সম্প্রতি সূর্যগ্রহণের আগে এ বছরের প্রথম চন্দ্রগ্রহণও হয়েছিল। জানুন কবে হবে বছরের প্রথম সূর্যগ্রহণ। এছাড়াও সূর্যগ্রহণের সময় এবং সূতক সময় কখন হবে জেনে নিন।

বছরের প্রথম সূর্যগ্রহণ কখন ঘটবে? (Solar Eclipse 2025)
বছরের প্রথম সূর্যগ্রহণ হতে যাচ্ছে আগামী ২৯ মার্চ, শনিবার। এটি একটি আংশিক সূর্যগ্রহণ হবে। সূর্যগ্রহণ শুরু হবে দুপুর ২টা ২০ মিনিটে এবং শেষ হবে সন্ধ্যা ৬টা ১৬ মিনিটে। তবে ভারতে এই সূর্যগ্রহণ দেখা যাচ্ছে না। যে কারণে এর সূতক কালও বৈধ হবে না। সূর্যগ্রহণ শুরু হওয়ার ১২ ঘণ্টা আগে একটি সূর্যগ্রহণ ঘটে। ভারতীয় সময় অনুযায়ী, ২৮ মার্চ মধ্যরাতে ২টা ২০ মিনিটে শুরু হবে এই গ্রহণের সূতক সময়।

কোন কোন দেশে সূর্যগ্রহণ দেখা যাবে
বছরের প্রথম সূর্যগ্রহণ এশিয়া, আফ্রিকা, ইউরোপ, আর্কটিক মহাসাগর, উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকায় দেখা যাবে। তবে ভারতের কোনও অংশে এই সূর্যগ্রহণ দেখা যাবে না।

সূর্যগ্রহণের সময় কী করবেন এবং কী করবেন না (Surya Grahan Do's and Don't)
- সূর্যগ্রহণের সময় ঘুমানো উচিত নয়।
- সূর্যগ্রহণের সময় রান্নাবান্না করা উচিত নয়। তবে বয়স্ক এবং গর্ভবতী মহিলারা ফল ইত্যাদি খেতে পারেন।
- সূর্যগ্রহণের সময় গর্ভবতী মহিলাদের ঘর থেকে বের হওয়া উচিত নয়।
- আগে থেকেই খাবার ইত্যাদি থাকলে তাতে তুলসী পাতা দিতে হবে।
- সূর্যগ্রহণের সময় বাড়ির মন্দিরের দরজাও বন্ধ রাখতে হবে।
- সূর্যগ্রহণ শেষ হলেই স্নান করা উচিত।
- সূর্যগ্রহণের পর সারা ঘরে গঙ্গাজল ছিটিয়ে দিন।
- সূর্যগ্রহণের সময় ঈশ্বরের মন্ত্রগুলি জপ করা শুভ।

Read more!
Advertisement
Advertisement