Advertisement

Sunday Success Tips : রবিবার যে কোনও সময় করুন এই কাজ, সূর্যদেবের আশীর্বাদে দু'হাতে আসবে টাকা

সূর্য দেবতার কৃপায় মানুষ রোগমুক্ত থাকেন এবং সমাজে সম্মান, ধন-সম্পদ ও সমৃদ্ধি লাভ করেন। জ্যোতিষ শাস্ত্র অনুসারে রবিবার সূর্য দেবতার আশীর্বাদ পাওয়ার কিছু সহজ উপায় বলা হয়েছে (Surya Dev Upay)। কথিত আছে যে সূর্য দেবতার কৃপায় মানুষের সকল ইচ্ছা পূরণ হয়। তাহলে চলুন জেনে নেওয়া যাক সূর্যদেবকে খুশি করার এবং তাঁর আশীর্বাদ পাওয়ার সহজ পদ্ধতি।

প্রতীকী ছবিপ্রতীকী ছবি
Aajtak Bangla
  • দিল্লি,
  • 19 Feb 2023,
  • अपडेटेड 3:46 PM IST
  • রবিবার সূর্যদেবের দিন
  • করুন এই কাজ
  • মিলবে প্রচুর অর্থ

হিন্দু ধর্মে সূর্যকে গ্রহদের রাজা বলা হয়। রবিবার দিনটিকে সূর্য দেবতাকে উৎসর্গ করা হয় (Sunday Success Tips)। এই দিনে নিয়ম-বিধি মেনে সূর্যদেবের আরাধনা করে অর্ঘ্য নিবেদন করলে তাঁর আশীর্বাদ পাওয়া যায়। কথিত আছে যে পৃথিবীতে সূর্যই একমাত্র দেবতা। তাই তিনি ভক্তদের প্রতিদিন দর্শন দেন। কথিত আছে যে সূর্যদেবকে নিয়মিত জল নিবেদন করলে  যে কোনও মানুষের ভাগ্য খুলে যেতে পারে।

সূর্য দেবতার কৃপায় মানুষ রোগমুক্ত থাকেন এবং সমাজে সম্মান, ধন-সম্পদ ও সমৃদ্ধি লাভ করেন। জ্যোতিষ শাস্ত্র অনুসারে রবিবার সূর্য দেবতার আশীর্বাদ পাওয়ার কিছু সহজ উপায় বলা হয়েছে (Surya Dev Upay)। কথিত আছে যে সূর্য দেবতার কৃপায় মানুষের সকল ইচ্ছা পূরণ হয়। তাহলে চলুন জেনে নেওয়া যাক সূর্যদেবকে খুশি করার এবং তাঁর আশীর্বাদ পাওয়ার সহজ পদ্ধতি।

এই পদ্ধতিতে সূর্য দেবের পূজো করুন
শাস্ত্র অনুসারে সূর্য দেবতার পুজোর জন্য তামার পাত্র এবং তামার থালা ব্যবহার করা শুভ বলে মনে করা হয়। তাঁকে লাল চন্দন ও লাল রঙের ফুল নিবেদন করতে হবে। থালায় প্রদীপ ও ঘটি রাখুন। পাত্রে জল, লাল চন্দনের গুঁড়ো এবং লাল ফুল রাখুন ও সূর্যদেবকে অর্পণ করুন। অর্ঘ্য নিবেদনের সময় ওম সূর্য দেবায় নমঃ জপ করতে থাকুন। দুই হাত জলের উপরে ওঠাতে হবে। এরপর ৭ বার প্রদক্ষিণ করে সূর্যদেবকে প্রণাম করুন। বার চলুন জেনে নেওয়া যাক কোন কোন মন্ত্রের মাধ্যমে আরাধনা করতে হবে সূর্য দেবের। 

আরও পড়ুন

সূর্য দেবতার মন্ত্র জপ (Surya Dev Mantra)
১. ওম সূর্য নমঃ

২. ওম ভাস্করায় নমঃ

৩. ওম রাবায়ে নমঃ

৪. ওম মিত্রায় নমঃ

৫. ওম ভানভে নমঃ

৬. ওম খগয়ে নমঃ

৭. ওম পুষনে নমঃ

৮. ওম মারিচয়ে নমঃ

৯. ওম আদিত্যায় নমঃ

১০. ওম সাবিত্রে নমঃ

১১. ওম অর্কায় নমঃ

Advertisement

১২. ওম হিরণ্যগর্ভায় নমঃ 

 

Read more!
Advertisement
Advertisement