গ্রহণ হল একটি জ্যোতির্বিদ্যা সংক্রান্ত ঘটনা, যা প্রতি বছর দেখা যায়। সনাতন ধর্মে, গ্রহণকে নিছক একটি জ্যোতির্বিদ্যাগত ঘটনা হিসেবে বিবেচনা করা হয় না। এটিকে ধর্মের সঙ্গে যুক্ত বলেই মনে করা হয়। গ্রহণ অশুভ বলে বিশ্বাস করেন অনেকে। সেই বিশ্বাস অনুযায়ী গ্রহণের সময়কালে, কোনও ধরনের শুভ কাজ করা নিষিদ্ধ।
গত বছরের মতো ২০২৫ সালেও মোট চারটি গ্রহণ হবে। দুটি সূর্যগ্রহণ (Surya Grahan) এবং দুটি চন্দ্রগ্রহণ (Chandra Grahan)৷ ৭ সেপ্টেম্বর ছিল বছরের দ্বিতীয় ও শেষ চন্দ্রগ্রহণ। চলতি বছরের প্রথম সূর্যগ্রহণ হয়েছিল ২৯ মার্চ। দ্বিতীয় সূর্যগ্রহণটি সেপ্টেম্বর মাসেই ঘটতে চলেছে। এজন্যে এবছরের সেপ্টেম্বর মাস অত্যন্ত বিশেষ, জ্যোতির্বিজ্ঞানী ও জ্যোতিষীদের মতে। জেনে নিন কবে- কখন- কোথায় দেখা যাবে?
সূর্যগ্রহণ কবে দেখা যাবে? (Surya Grahan Date)
২০২৫ সালের দ্বিতীয় এবং শেষ চন্দ্রগ্রহণ হবে ২১ সেপ্টেম্বর, রবিবার। এদিনই এবছর মহালয়া পড়েছে। দেবীপক্ষের সূচনা হবে এদিন।
সূর্যগ্রহণ কখন দেখা যাবে? (Surya Grahan Time)
এদিন রাত ১০.৫৯ থেকে মধ্য রাত ১.১১ অবধি চলবে সূর্যগ্রহণ। এই সূর্যগ্রহণের মোট সময়কাল হবে প্রায় ৪ ঘণ্টা ২৪ মিনিট।
সূর্যগ্রহণ কোথায় দেখা যাবে? (Surya Grahan Place)
অ্যান্টার্কটিকা, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক এবং দক্ষিণ অস্ট্রেলিয়া থেকে এই গ্রহণটি দেখা যাবে। ভারতী থেকে দৃশ্যমান হবে না। তাই কোনও সূতককাল কার্যকর হবে না এখানে।
আংশিক না পূর্ণগ্রাস সূর্যগ্রহণ? (Partial Or Total Solar Eclipse)
২০২৫ সালের শেষ গ্রহণটি হল আংশিক সূর্যগ্রহণ। এই গ্রহণের সময় চাঁদ সূর্যের কিছু অংশ ঢেকে ফেলবে।
সূর্যগ্রহণ কী (What Is A Solar Eclipse)
পৃথিবী, চন্দ্র ও সূর্য যখন একই সরলরেখায় অবস্থান করে এবং চন্দ্র, পৃথিবী ও সূর্যের মাঝে এসে ছায়ার সৃষ্টি করে তখন সূর্যের আলো পৃথিবীতে পৌঁছায় না। এই মহাজাগতিক ঘটনাকেই সূর্যগ্রহণ বলে।
আংশিক সূর্যগ্রহণ (Partial Eclipse)
যখন চাঁদের জন্য সূর্যের আলো পৃথিবীতে আসতে বাধা পেলেও, একটা অংশের আলোয় শুধুমাত্র বাধা পায়, তখন এই ধরনের সূর্যগ্রহণ দেখা যায়। অর্থাত্ এক্ষেত্রে সূর্যের একটা অংশ চাঁদের জন্য ঢাকা পড়ে আর বাকি অংশ দেখা যায়। এই আংশিক গ্রহণে সূর্যকে আধ খাওয়া ফলের মতো দেখতে লাগে।