রাত হোক কিংবা দুপুরের ভাত ঘুম, অনেকেই আমরা স্বপ্ন দেখে থাকি। সাধারণত, রাতে ঘুমোনোর সময়ই আমরা স্বপ্ন দেখে থাকি। অনেক সময়ই আমরা যেমন ভাল স্বপ্ন দেখি, তেমনই আবার খারাপ স্বপ্নও দেখি। আবার কখনও কখনও ভয়ের স্বপ্নও দেখি। আমরা সারাদিন কী ভাবছি বেশি, তারই প্রতিফলন ঘটে থাকে স্বপ্নে।
বিশেষজ্ঞদের মতে, স্বপ্ন দেখা সুস্থ শরীরের লক্ষণ। তবে স্বপ্নশাস্ত্র মতে, ঘুমোনোর সময় আমরা যেসব স্বপ্ন দেখে থাকি, তা অনেক রকম ইঙ্গিত দেয়। স্বপ্নশাস্ত্র মতে, স্বপ্ন যেমন ভবিষ্যতে কোনও ভাল ঘটনার ইঙ্গিত দেয়, তেমনই কোনও খারাপ ভবিষ্যদ্বাণীও কর থাকে। তাই স্বপ্নের আলাদা তাৎপর্য রয়েছে।
স্বপ্নশাস্ত্র মতে, স্বপ্নে এসব জিনিস দেখলে অর্থলাভ হয়, যে কারও ভাগ্য বদলে যায়। জেনে নিন বিশদে...
* স্বপ্নশাস্ত্র মতে, স্বপ্নে সোনা দেখলে তা অত্যন্ত শুভ। স্বপ্নে যদি সোনা দেখেন, তা হলে বুঝবেন অর্থলাভ হবে।
* স্বপ্নে মন্দির বা তীর্থস্থান দেখাও শুভ বলে বিশ্বাস করা হয়। এতে সৌভাগ্য আসে।
* স্বপ্নে ভগবানকে দেখলে অর্থলাভ হয়। ভাল সময় আসে।
* স্বপ্নে সাপ দেখাও শুভ বলে বিশ্বাস করা হয়। স্বপ্নে সাপ দেখলে ধনলাভ হয়।
* যদি কখনও স্বপ্নে গোলাপ ও পদ্মফুল দেখেন, তা অত্যন্ত শুভ। এই দুটি ফুলই মা লক্ষ্মীর প্রিয়। তাই স্বপ্নে এই দুই ফুল দেখলে সুখ-সমৃদ্ধি আসে।
কোন সময় স্বপ্ন দেখলে সত্যি হয়?
স্বপ্নশাস্ত্র মতে, রাতের তৃতীয় ও চতর্থ প্রহরে স্বপ্ন দেখা সত্যি হয়। তৃতীয় প্রহর হল রাত ১২টা থেকে রাত ৩ট। চতুর্থ প্রহর মানে রাত ৩টে থেকে ভোর ৬টা।