Advertisement

Tarapith Vog Maa Kali: তারাপীঠে বৈষ্ণব ও তন্ত্র মতে ভোগে কী কী দেওয়া হয় তারাকে?

তারাপীঠে তারা মা-কে কী ভোগ দেওয়া হয়? সেই ভোগে কী থাকে? ব্যাখ্যা করলেন মন্দিরের পূজারি তারাময় মুখোপাধ্যায়।

তারাপীঠে মা তারা।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 08 Jul 2022,
  • अपडेटेड 11:08 AM IST
  • মহুয়ার মন্তব্যে বিতর্ক।
  • তন্ত্র মতে ভোগ দেওয়া হয় তারা মাকে।

কানাডাবাসী লীনা মণিমেকালাইয়ের ছবির পোস্টার নিয়ে শুরু হয়েছিল বিতর্ক। সেনিয়ে মন্তব্য করতে গিয়েই নতুন বিতর্কে জড়িয়েছেন মহুয়া মৈত্র। যা নিয়ে সরগরম গোটা দেশ। মহুয়ার বিরুদ্ধে ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অভিযোগ করছে বিজেপির। রাজ্য-সহ দেশের বিভিন্ন থানায় এফআইআর করা হয়েছে মহুয়ার নামে। তারাপীঠে ঠিক কী ভোগ দেওয়া হয় মা তারাকে?

তারাপীঠের পূজারি তারাময় মুখোপাধ্যায় বলেন,'তারাপীঠ তন্ত্রপীঠ। আদিঅনন্তকাল থেকে প্রতিদিন তন্ত্র মতে ভোগ দেওয়া হয় মাকে। সেই ভোগ আমিষ। সেই সঙ্গে বৈষ্ণব মতেও ভোগ নিবেদন করা হয় তারা মাকে।'  

তারাময় ব্যাখ্যা করেন,'বৈষ্ণব মতে অন্নভোগ হয়। খিচুরি, তরি-তরকারি, পায়েসের পরমান্ন ভোগ নিবেদন করা হয় মাকে। সম্পূর্ণ নিরামিষ ভোগ। আবার লুচি-সুজিও দেওয়া হয়। তারাপীঠ বা কামাখ্যা বলুন, তন্ত্রপীঠের পুজোআচ্ছা আলাদা। কারণসুধা বা কারণবারি, মৎস্য বা বলির পাঁঠার মাংস উপাচার হিসেবে লাগে। এই ভোগ প্রতিদিন দেওয়া হয়।' 

তবে কারণসুধা অ্যালকোহল বলা যেতে পারে না বলে দাবি করলেন তারাময়। তাঁর কথায়,'মা তারা তন্ত্রের দেবী। একেক পুজো একেক উপকরণ লাগে। যেমন নারায়ন পুজোয় লাগে সিন্নি দিতে হয়। তেমনই তন্ত্রের দেবী মা কালীকে কারণবারি ও মাংস নিবেদন করা হয় মাকে। কারণবারি মদ নয়। মাকে ভোগ দেওয়ার আগে শুদ্ধিকরণ করা হয়। এটাকে সরাসরি মদ বলা যেতে পারে না। তন্ত্র মতে ভোগ মাকে নিবেদন করা হয়।'

আরও পড়ুন- মা কালীকে নিয়ে মহুয়া মৈত্রের মন্তব্যের নিন্দায় TMC, শুভেন্দুর দাবি, ব্যবস্থা নেওয়া হোক

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement