Advertisement

Best Partners According To Astro: প্রেম টেকে আজীবন, জেনে নিন রাশি অনুযায়ী কে আপনার সেরা পার্টনার

স্বামী-স্ত্রীর রাশির তালমিল না থাকলে বিচ্ছেদ পর্যন্ত হতে পারে। আগেকার দিনে তাই কোষ্ঠীবিচার হত। রাশি অনুযায়ী জেনে নিন কোন রাশির জাতক-জাতিকারা আপনার জন্য উত্তম- 

রাশি অনুযায়ী সেরা পার্টনার। রাশি অনুযায়ী সেরা পার্টনার।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 16 Sep 2022,
  • अपडेटेड 10:24 PM IST
  • স্বামী-স্ত্রীর রাশির তালমিল না থাকলে বিচ্ছেদ পর্যন্ত হতে পারে।
  • আগেকার দিনে তাই কোষ্ঠীবিচার হত।
  • রাশি অনুযায়ী জেনে নিন কোন রাশির জাতক-জাতিকারা আপনার জন্য উত্তম- 

জীবনসঙ্গী নিয়ে সকলেই খুব আশঙ্কায় থাকেন। এদেশে বিয়ে মানে জন্মজন্মান্তরের গাঁটছাড়া। সেজন্য মনের মিল থাকা খুব জরুরি। মন মিললে বাকি সব কাজ হয়ে যায়। তবে মনমিলান্তির সঙ্গে রাশিমিলান্তিও জরুরি। স্বামী-স্ত্রীর রাশির তালমিল না থাকলে বিচ্ছেদ পর্যন্ত হতে পারে। আগেকার দিনে তাই কোষ্ঠীবিচার হত। রাশি অনুযায়ী জেনে নিন কোন রাশির জাতক-জাতিকারা আপনার জন্য উত্তম- 

মেষ ও কুম্ভ- মেষ ও কুম্ভ রাশির জাতক-জাতিকাদের মধ্যে সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়। তাঁদের সম্পর্কে থাকে গভীরতাও। দুই রাশির জাতক-জাতিকারা প্রচণ্ড অ্য়াডভেঞ্চার প্রিয় হন। তাঁরা পরস্পরের সঙ্গ পছন্দ করেন। 

বৃষ ও কর্কট - বৃষ ও কর্কট রাশির জাতক-জাতিকারা নিজেদের সম্পর্ককে অগ্রাধিকার দেন। মানসিক ও শারীরিকভাবে পরস্পরের সান্নিধ্য অনুভব করেন। সেজন্য তালমিল খুব ভাল হয়। সবসময় পরস্পরের পাশে থাকেন। 

আরও পড়ুন

মিথুন ও কুম্ভ- একে অপরের খুব ভাল মানসিক সঙ্গী হন দুই রাশির জাতক-জাতিকারা। পরস্পরের সঙ্গ পছন্দ করেন। ভালবাসেন সময় কাটাতে। পরস্পরকে দেন স্বাধীনতা। একে অপরের প্রতি আকৃষ্ট হন। উত্থান-পতনে কখনও হাত ছাড়েন না। 

কর্কট ও মীন- কর্কট ও মীন রাশির জাতক-জাতিকারা শান্ত হন। পরস্পরকে খুব ভাল বোঝেন। তালমিল দারুণ হয় দুজনের। আনন্দ করে জীবন কাটাতে পছন্দ করেন। 

সিংহ ও ধনু- এই দুই রাশির জাতক-জাতিকার ভালবাসায় প্রচণ্ড আবেগী হন। একসঙ্গে সময় কাটাতে পছন্দ করেন। ভাবনাচিন্তাও একই ধরনের হয়। 

কন্যা ও বৃষ- কন্যা ও বৃষ রাশির মধ্যে থাকে দারুণ বোঝাপড়া। শান্ত স্বভাবের তাঁরা। সেজন্য সম্পর্ক গভীর হয়। পরস্পরের বিশ্বাসও করেন তাঁরা। কেউ কারও ভরসা ভাঙেন না। আজীবন স্থায়ী হয় ভালবাসা।          

তুলা ও মিথুন- একে অপরকে ভাল বোঝেন এই দুই রাশির জাতক-জাতিকারা। জীবনে পরস্পরের উন্নতিতে সঙ্গ ও উৎসাহ দেন। সম্পর্ক নিয়ে যত্নশীল। বিচারবিবেচনা করে সিদ্ধান্ত নিতে দুজনেই পছন্দ করেন। 

বৃশ্চিক ও কর্কট- সম্পর্ককে অগ্রাধিকার দেন এই দুই রাশির জাতক-জাতিকারা। একে অপরের প্রতি ভালাবাসা প্রকাশে দ্বিধা করেন না। যে কোনও পরিস্থিতিতে পাশে থাকেন একে অপরের। 

Advertisement

ধনু ও মেষ- মেষ ও ধনু রাশির তত্ত্ব অগ্নি। দুজনের মধ্যে দারুণ সমঝোতা থাকে। জীবন বা সম্পর্কের যে কোনও সমস্যা দু'জনে মিলে সমাধান করেন। সম্পর্ক টিকিয়ে রাখতে নিজেদের সব উজাড় করে দেন। সম্পর্কের প্রতি দায়বদ্ধ হন তাঁরা।          

মকর ও বৃষ- মকর ও বৃষের গাঁটছড়া রাজযোটক। সারাজীবন টেকে প্রেম। পরস্পরের সঙ্গে আনন্দ পান। একে অপরকে সম্মান করেন। ভালবাসা থাকে অফুরান। 

কুম্ভ ও মিথুন- দারুণ মনের মিল হয় এই দুই রাশির জাতক-জাতিকাদের। একে অপরের প্রতি থাকে সম্মান ও ভালবাসা। সম্পর্কে যত্নশীল। লোকের কথায় কান দেন না। পছন্দ করেন পরস্পরের সঙ্গ। পরস্পরের প্রতি খুব টান থাকে। 

মীন ও বৃশ্চিক- এই দুই রাশির সম্পর্ক আজীবন টেকে। দুজনেই সম্পর্কের মূল্য বোঝেন। বিশ্বাসযোগ্য সঙ্গী হয়ে ওঠেন। জীবনের খারাপ সময়ে কেউ কারও হাত ছাড়েন না।

Read more!
Advertisement
Advertisement