Advertisement

Ruchak Rajyog: মঙ্গল গোচরে মঙ্গলময় জীবন, ২০২৬-এ ৩ রাশি রাজ করবে

২০২৬ সালে কিছু গ্রহ মার্গী এবং বক্রী হবে। আবার কিছু গ্রহ গোচর করে রাজযোগ ও শুভ যোগ নির্মাণ করবে। আর এই তালিকায় গ্রহদের সেনাপতি মঙ্গলের নামও রয়েছে। আপনাদের বলি, মঙ্গল গ্রহ জানুয়ারি মাসে নিজের উচ্চ রাশি মকরে প্রবেশ করবে। যার কেন্দ্রে ত্রিকোণ এবং রুচক রাজযোগ তৈরি হবে। এর ফলে কিছু রাশির গোল্ডেন টাইম শুরু হয়ে যাবে। পাশাপাশি এই সব রাশির ধন এবং সম্পত্তিও বাড়বে বলে মনে করা হচ্ছে। এখানেই শেষ নয়, এই রাশির জাতকরা দেশ বিদেশেও ভ্রমণ করতে পারেন। তাই আর সময় নষ্ট না করে সেই সব রাশি সম্পর্কে বিশদে জেনে নিন।

রুচক রাজযোগরুচক রাজযোগ
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 26 Nov 2025,
  • अपडेटेड 4:36 PM IST
  • ২০২৬ সালে কিছু গ্রহ মার্গী এবং বক্রী হবে
  • আবার কিছু গ্রহ গোচর করে রাজযোগ ও শুভ যোগ নির্মাণ করবে
  • এই তালিকায় গ্রহদের সেনাপতি মঙ্গলের নামও রয়েছে

২০২৬ সালে কিছু গ্রহ মার্গী এবং বক্রী হবে। আবার কিছু গ্রহ গোচর করে রাজযোগ ও শুভ যোগ নির্মাণ করবে। আর এই তালিকায় গ্রহদের সেনাপতি মঙ্গলের নামও রয়েছে। আপনাদের বলি, মঙ্গল গ্রহ জানুয়ারি মাসে নিজের উচ্চ রাশি মকরে প্রবেশ করবে। যার কেন্দ্রে ত্রিকোণ এবং রুচক রাজযোগ তৈরি হবে। এর ফলে কিছু রাশির গোল্ডেন টাইম শুরু হয়ে যাবে। পাশাপাশি এই সব রাশির ধন এবং সম্পত্তিও বাড়বে বলে মনে করা হচ্ছে। এখানেই শেষ নয়, এই রাশির জাতকরা দেশ বিদেশেও ভ্রমণ করতে পারেন। তাই আর সময় নষ্ট না করে সেই সব রাশি সম্পর্কে বিশদে জেনে নিন।

তুলা রাশি (Libra Zodiac)

এই সময়টা খুব ভাল যাবে তুলা রাশির। রুচক রাজযোগ আপনাদের জন্য ভাল খবর বয়ে আনতে পারে। যার ফলে এই সময়টায় আপনার উপর সুখ এবং সমৃদ্ধি বৃষ্টি হওয়ার রয়েছে সম্ভাবনা। পাশাপাশি এই সময় আপনার কোনও প্রপার্টি বা গাড়ি কেনার মন হতে পারে।

এই সময় আপনি একাধিক ক্ষেত্রে সহযোগিতা পাবেন। চাকরি এবং ব্যবসায় হবে উন্নতি। সেই সঙ্গে পৈতৃক সম্পত্তি এবং ধন পেতে পারেন। শুধু তাই নয়, পরিবার এবং সামাজিক জীবনে সুখ আসবে। পাশাপাশি আপনার পরিকল্পনা বাস্তব হতে পারে।

বৃশ্চিক রাশি (Scorpio Zodiac)

রুচক এবং কেন্দ্র ক্রিকোণ রাজযোগ আপনাদের জন্য শুভ-ফলদায়ী হতে পারে। কারণ, রাজযোগ আপনার কোষ্ঠীর একটা বিশেষ স্থানে তৈরি হবে। যার ফলে আত্মবিশ্বাস বাড়বে এই সময়। পাশাপাশি বৃদ্ধি পাবে সাহস। এই সময় ব্যবসায় কোনও চালাকির সিদ্ধান্ত নিলেও লাভ পাবেন। পার্টনারশিপের কাজ এগিয়ে যাবেন। শুধু তাই নয়, দম্পত্তিরাও এই সময় লাভ মধুর জীবন পাবেন। আপনার মান-সম্মানও বাড়বে।

বৃষ রাশি (Taurus Zodiac)

রুচক এবং ত্রিকোণ রাজযোগ বৃষ রাশির মানুষদের জন্য দারুণ সাফল্য বয়ে আনতে পারে। এই সময় ভাগ্য সঙ্গ দেবে। পাশাপাশি কোনও আটকে থাকা কাজও এই সময় সম্পন্ন হয়ে যাবে। এছাড়া আপনি ধন লাভও করতে পারেন এই সময়।

Advertisement

আপনি যদি একটু বুদ্ধি দিয়ে কাজ করেন, তাহলে অনায়াসে ঠিকঠাক ফল পাবেন। শুধু তাই নয়, এই সময় ব্যবসাতেও আসবে সাফল্য। ধর্মিক ও মাঙ্গলিক কাজে অংশগ্রহণ করলেও লাভ পাবেন। তাই চেষ্টার কমতি রাখবেন না।

Read more!
Advertisement
Advertisement