Advertisement

Most Foodie Zodiacs: খাবার দেখেই পাগল! ভীষণ খাদ্যরসিক হন এই ৪ রাশির মানুষরা

Most Foodie Zodiacs: ভাল খেতে কে না ভালবাসেন? তবে কিছু রাশির মানুষের কাছে খাওয়াটা একটা আর্ট! জ্যোতিষ শাস্ত্র বলছে, পাঁচটি রাশির মানুষ খাবার দেখলেই মুগ্ধ হয়ে যান।

সবচেয়ে খাদ্যরসিক রাশি কারা?সবচেয়ে খাদ্যরসিক রাশি কারা?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 14 Jul 2025,
  • अपडेटेड 4:03 PM IST
  • কিছু রাশির মানুষের কাছে খাওয়াটা একটা আর্ট!
  • জ্যোতিষ শাস্ত্র বলছে, পাঁচটি রাশির মানুষ খাবার দেখলেই মুগ্ধ হয়ে যান।
  • দেখে নিন কোন কোন রাশির জাতক-জাতিকারা সবচেয়ে বেশি খাদ্যরসিক হন।

Most Foodie Zodiacs: ভাল খেতে কে না ভালবাসেন? তবে কিছু রাশির মানুষের কাছে খাওয়াটা একটা আর্ট! জ্যোতিষ শাস্ত্র বলছে, ৪টি রাশির মানুষ খাবার দেখলেই মুগ্ধ হয়ে যান। নতুন নতুন রান্নার স্বাদ নেওয়া, রেস্তোরাঁয় ঘুরে ঘুরে খাওয়া, কিংবা বাড়িতে নিজের হাতে রান্না সবেতেই মজে থাকেন তাঁরা। দেখে নিন কোন কোন রাশির জাতক-জাতিকারা সবচেয়ে বেশি খাদ্যরসিক হন।

বৃষ রাশি (Taurus)
বৃষ রাশির জাতক-জাতিকারা প্রকৃত অর্থেই ফুড লাভার। এঁদের কাছে ভাল খাওয়া আর ভাল ঘুম জীবনের সবচেয়ে বড় সুখ। খাবার নিয়ে একেবারেই আপস করতে চান না। নতুন কিছু খাওয়ার ইচ্ছা থাকলেও, পছন্দের খাবার বারবার খেতেও কখনও বিরক্ত হন না। দামী রেস্তোরাঁ হোক বা বাড়ির রান্না, বৃষ রাশির মানুষের কাছে প্রতিটি খাবারই একটা অভিজ্ঞতা।

কর্কট রাশি (Cancer)
কর্কট রাশির মানুষেরা স্বভাবে অত্যন্ত আবেগপ্রবণ। এই আবেগের একটা বড় অংশ জুড়ে থাকে খাবার। মুড খারাপ থাকলে ভাল কিছু খেয়েই মন ভাল করেন। বাড়ির তৈরি খাবার হোক বা রাস্তার ধারের ফুচকা, কর্কট রাশির মানুষের কাছে সবই গুরুত্বপূর্ণ। এঁরা নতুন রান্না শেখারও খুব শখ করেন। অতিথি আপ্যায়নেও এঁরা সবার থেকে এগিয়ে থাকেন।

সিংহ রাশি (Leo)
সিংহ রাশির মানুষেরা সবকিছুতেই রাজকীয়তা পছন্দ করেন। খাবারের ক্ষেত্রেও ব্যতিক্রম নয়। দামী হোটেল, দুর্লভ রান্না, এক্সক্লুসিভ কুইজিন—সবকিছুতেই এঁদের আগ্রহ। শুধু খাওয়া নয়, খাওয়ার পরিবেশন কেমন হবে, সেটাও দেখেন। তাঁদের পছন্দের তালিকায় থাকে বিরিয়ানি, কাবাব, কিংবা দারুণ কোনও কনটিনেন্টাল ডিস।

তুলা রাশি (Libra)
তুলা রাশির জাতক-জাতিকারা ভারসাম্য রাখতে পছন্দ করেন। তাই খাওয়ার ক্ষেত্রেও নানারকমের স্বাদ নিতে ভালবাসেন। মিষ্টি থেকে শুরু করে ঝাল, টক থেকে শুরু করে তেতো—সব রকমের খাবারই ট্রাই করেন। ভাল খাওয়া আর সুন্দর পরিবেশ—দু’টো একসঙ্গে না পেলে তাঁদের খাওয়া সম্পূর্ণ হয় না। বন্ধুবান্ধবদের নিয়ে আড্ডা আর খাওয়া, তুলা রাশির মানুষের কাছে জীবনের অন্যতম আনন্দ।

বোনাস:

Advertisement

মীন রাশি (Pisces)
মীন রাশির মানুষেরা কল্পনাপ্রবণ। তাই খাবার নিয়েও তাঁদের কৌতূহল সবসময়ই থাকে। নতুন রান্না ট্রাই করতে ভালবাসেন। বিরিয়ানি, মোমো, পিৎজা থেকে শুরু করে ট্র্যাডিশনাল ভাত-ডাল-তরকারি—সবকিছুই তাঁদের পছন্দের তালিকায় থাকে। কখনও রেস্তোরাঁয়, কখনও বাড়িতে—ভাল খাওয়া মানেই তাঁদের জন্য মনের শান্তি।

জ্যোতিষ বলছে, খাবার নিয়ে বিশেষ প্যাশন এই ৫ রাশির মানুষের মধ্যে বেশি দেখা যায়। যদি আপনার রাশিও এই তালিকায় পড়ে, তাহলে নিশ্চয়ই খাওয়ার নাম শুনলেই মন ভাল হয়ে যায়। নতুন কিছু ট্রাই করতে ভুলবেন না। 

দ্রষ্টব্য: রাশি, জ্যোতিষ, ধর্ম সংক্রান্ত প্রতিবেদনগুলি লোকমতভিত্তিক। প্রকাশক-সম্পাদক এগুলির সত্যতা নিশ্চিত করে না।

Read more!
Advertisement
Advertisement