Advertisement

Tulsi Auspicious Signs: সংসারে বিপদ আসার আগে ইশারা দেয় তুলসী গাছ, জানুন

Tulsi Auspicious Signs: তুলসী গাছে যদি আচমকা কোনও পরিবর্তন আসে, তাহলে বুঝতে হবে যে আপনার সংসারেও কোনও পরিবর্তন আসতে চলেছে। সংসারে কোনও বিপদ আসার আগে তুলসী গাছ নানা ভাবে সংকেত পাঠায়।

সংসারে বিপদ আসার আগে ইশারা দেয় তুলসী গাছ, জানুনসংসারে বিপদ আসার আগে ইশারা দেয় তুলসী গাছ, জানুন
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 05 Jul 2025,
  • अपडेटेड 6:05 PM IST
  • জীবনে সুখ, সমৃদ্ধি এবং সৌভাগ্য আসতে চলেছে।
  • শুভ লক্ষণ দেখা দেয় তুলসী গাছে।

Tulsi Auspicious Signs: বাড়িতে তুলসী গাছ থাকলে এবং নিয়মিত তুলসী গাছের পুজো করলে সেই সংসারে কোনও বিপত্তি আসে না বলে প্রচলিত বিশ্বাস। মনে করা হয়, তুলসী গাছে স্বয়ং মা লক্ষ্মী বাস করেন। তুলসী গাছ বাড়ি থেকে নেগেটিভ এনার্জি দূর করে এবং এই গাছের শুভ প্রভাবে সংসারে সুখ সমৃদ্ধি বিরাজ করে। হিন্দু ধর্ম অনুযায়ী, তুলসী গাছে দেবী লক্ষ্মী বাস করেন। যে বাড়িতে তুলসী গাছ থাকে, সেখানে লক্ষ্মী এবং  বিষ্ণু থাকেন। বাড়িতে সমৃদ্ধি আসার কথা আগেভাগে জানিয়ে দেয় তুলসী।

তবে তুলসী গাছে যদি আচমকা কোনও পরিবর্তন আসে, তাহলে বুঝতে হবে যে আপনার সংসারেও কোনও পরিবর্তন আসতে চলেছে। সংসারে কোনও বিপদ আসার আগে তুলসী গাছ নানা ভাবে সংকেত পাঠায়। যদি তুলসী গাছ আচমকা শুকিয়ে যায় বা এর পাতা ঝরে যেতে থাকে, তাহলে বুঝতে হবে, আপনার সংসারে অশুভ শক্তির আগমন ঘটেছে। জেনে নিন সংসারে বিপদ আসার আগে তুলসী গাছ কী কী সংকেত পাঠায়।

তুলসী গাছের বদলে যাওয়া কী সংকেত দেয়?

১. বাড়িতে থাকা তুলসী গাছের পাতা আচমকা কালো হয়ে যেতে থাকে, তাহলে এর অর্থ কারও অশুভ নজর পড়েছে আপনার সংসারে। পাশাপাশি সংসারের কর্তার বড় ক্ষতি হয়ে যেতে পারে এর ফলে।

২. তুলসী গাছ যত সতেজ ও সবুজ থাকবে, ততই তা শুভ শক্তির বিকিরণ করবে। তুলসী গাছের পাতা যদি শুকিয়ে যায়, তাহলে বুঝবেন সংসারে নেগেটিভ এনার্জি প্রবাহিত হবে। বাড়িতে অন্যায় ও অধর্মের প্রবেশ ঘটলে তুলসী গাছের পাতা শুকিয়ে যেতে পারে। এর ফলে সংসার ছারখার হয়ে যেতে পারে।

৩. তুলসী গাছের টবে পিঁপড়ে ধরলে সংসারে আর্থিক অনটন আসতে চলেছে বুঝবেন। বড় আর্থিক ক্ষতি হতে পারে, কোনও গোপন শত্রু আছে বলেও ইঙ্গিত দেয়।

৪. পরিচর্যা সত্ত্বেও তুলসী গাছে নতুন পাতা না জন্মালে, কেরিয়ারে খারাপ ইঙ্গিত দেয়। এর অর্থ পরিবারের সদস্যদের পেশাগত জীবনে বড় ক্ষতি হতে চলেছে। সন্তান সংক্রান্ত কোনও দুঃসংবাদ পেতে পারেন।

Advertisement

৫. তুলসী গাছের পাতার রং যদি হালকা বা হলদেটে হয়ে যেতে থাকে, তাহলে বুঝবেন সংসারে অশান্তি অনিবার্য।

৬. তুলসী গাছ রাখার সঠিক দিক হল বাড়ির উত্তর, পূর্ব ও উত্তর-পূর্ব দিক। ভুল দিকে তুলসী গাছ রাখলে সংসারে ক্রমাগত নানা সমস্যা, ঝামেলা লেগেই থাকবে। সব দিকে অশান্তি।

Read more!
Advertisement
Advertisement