Advertisement

Tulsi Plant Vastu: ভুলেও ঘরের এই দিকে রাখবেন না তুলসী গাছ, রুষ্ট হন লক্ষ্মী, বুধের কু-দৃষ্টি

Vastu Tips For Tulsi: তুলসী গাছ থাকলে মেলে দেবী লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর আশীর্বাদ। তুলসী গাছের অধিপতি বুধ। যা শ্রী কৃষ্ণের রূপ হিসেবে বিবেচিত হয়। তবে তুলসী গাছ বাড়িতে রাখার  কিছু বিষয়ে খেয়াল রাখা খুবই জরুরি, নইলে মা লক্ষ্মী রেগে যেতে পারেন।

তুলসী বাস্তু
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 27 Jun 2022,
  • अपडेटेड 5:12 PM IST
  • তুলসী গাছ থাকলে মেলে দেবী লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর আশীর্বাদ।
  • তুলসী গাছ বাড়িতে রাখলে কিছু বিষয়ে খেয়াল রাখা খুবই জরুরি, নইলে মা লক্ষ্মী রেগে যেতে পারেন।

তুলসী গাছ আপামর সনাতনীদের কাছে পূজনীয়। বাস্তুশাস্ত্র অনুযায়ী ঘরে তুলসী গাছ রাখলে দূর হয় বিবিধ সমস্যা। তুলসী গাছ বাড়িতে থাকলে আসে সুখ ও সমৃদ্ধি। ইতিবাচকতা সবসময় থাকে ঘরে। তুলসী গাছ থাকলে মেলে দেবী লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর আশীর্বাদ। তুলসী গাছের অধিপতি বুধ। যা শ্রী কৃষ্ণের রূপ হিসেবে বিবেচিত হয়। তবে তুলসী গাছ বাড়িতে রাখলে কিছু বিষয়ে খেয়াল রাখা খুবই জরুরি, নইলে মা লক্ষ্মী রেগে যেতে পারেন। লক্ষ্মীর অসন্তুষ্টি দারিদ্র্য-সহ কষ্ট বয়ে আনে। তাই তুলসী গাছের সঙ্গে সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ নিয়ম জেনে নেওয়া দরকার- 

তুলসী কোথায় রাখবেন 

ঘর ছোট হলে অনেকে তুলসী গাছ ছাদে রাখেন। ছাদে তুলসী রাখলে বাস্তু দোষ হয়। কোষ্ঠীতে বুধের সঙ্গে ধনের সম্পর্ক থাকলে অর্থহানি হতে পারে। বুদ্ধির ও অর্থের সঙ্গে যোগ রয়েছে বুধের। ব্যবসা-বাণিজ্যর অধিপতি বুধ। 

তুলসী কোন দিকে রাখবেন

বাস্তুশাস্ত্র অনুসারে তুলসী গাছকে সঠিক দিকে রাখা প্রয়োজন। ভুল দিকে তুলসী রাখলে পরিবারিক সমস্যার সৃষ্টি হয়। তুলসী গাছ কখনও দক্ষিণ দিকে রাখা উচিত নয় কারণ এই দিকটি যম। এই দিকে তুলসী রাখলে দেবী লক্ষ্মী ক্ষুদ্ধ হন এবং অশুভ ফল দেন। পরিবারকে ঘিরে ধরে দারিদ্র। তুলসী উত্তর বা পূর্ব দিকে রাখা উত্তম কারণ এই দিকটি কুবেরের। এই দিকে তুলসী গাছ রাখলে প্রচুর ধন-সম্পদ পাওয়া যায়। কাজের দ্রুত অগ্রগতি হয়।

এই নিয়ম মেনে চলুন

তুলসী গাছকে সঠিক দিকে রাখার পাশাপাশি আরও কিছু নিয়ম মেনে চলা প্রয়োজন। যেমন- রবিবার ও একাদশীতে কখনই তুলসী গাছে জল দেবেন না। এই দিনে তুলসী ভগবান বিষ্ণুর উদ্দেশে উপবাস করেন বলে কথিত। এছাড়াও, ছাদে তুলসী গাছ লাগাবেন না। এর চারপাশে ময়লা রাখবেন না। একাদশী ও অমাবস্যার দিনে তুলসী পাতা ছিঁড়বেন না।

Advertisement

আরও পড়ুন- ঘরে আসে অর্থ-সমৃদ্ধি, দূর হয় অনটন, খালি এই দিকে রাখুন হলুদ গাছ

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement