Advertisement

Tulsi Remedies on Navaratri 2023: নবরাত্রিতে অযথা তুলসী পাতা ছিঁড়বেন না, জানুন কোন নিয়ম পালনে দূর করবে অভাব

Tulsi Remedies: তুলসীর পুজো করলে জীবনে সুখ ও সমৃদ্ধি আসে। যারা ঘরে তুলসী গাছ রাখেন। তাদের কিছু বিশেষ বিষয়ে খেয়াল রাখা উচিত।

নবরাত্রির তুলসী উপায়
Aajtak Bangla
  • কলকাতা,
  • 28 Mar 2023,
  • अपडेटेड 6:00 PM IST

হিন্দু ধর্মে তুলসী গাছকে (Tulsi Plant) অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। উৎসবে, শুভ কাজে তুলসীর পুজো করা হয় এবং তুলসী পাতা দেবতাদের নিবেদন করা হয়। তুলসীর পুজো করলে জীবনে সুখ ও সমৃদ্ধি আসে। যারা ঘরে তুলসী গাছ (Tulsi Gaach) রাখেন। তাদের কিছু বিশেষ বিষয়ে খেয়াল রাখা উচিত।

তুলসীকে হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। এটি সমস্ত ধর্মীয় অনুষ্ঠান এবং আচার-অনুষ্ঠানে ব্যবহৃত হয়। জ্যোতিষশাস্ত্র অনুসারে তুলসীতে দেবী লক্ষ্মী বাস করেন এবং এর কিছু অলৌকিক প্রতিকার নবরাত্রির শুভ দিনগুলিতে খুব কার্যকর। জানুন কোন নিয়মগুলি মেনে চলা শুভ। 

* নবরাত্রির সময় বৃহস্পতিবার তুলসী গাছে জল এবং কাঁচা দুধ নিবেদন করল আর্থিক সমস্যা দূর হতে পারে।

* নবরাত্রির সময়, এই বছর বৃহস্পতিবার রাম নবমীও পড়েছে, আর্থিক সংকট থেকে মুক্তি পেতে এই দিনেও করতে পারেন এই প্রতিকার।

* নবরাত্রিতে তুলসীর সামনেও প্রদীপ জ্বালাতে হবে। এর ফলে বাড়ির সঙ্গে জড়িয়ে সম্পত্তি -আর্থিক সমস্যা দূর হবে। 

* বাড়ির কেউ দীর্ঘদিন অসুস্থ থাকলে এবং চিকিৎসা করেও রোগ থেকে মুক্তি না পেলে, নবরাত্রির সময় নিয়ম করে তুলসীর পুজো করুন। 

* নবরাত্রির সময় তুলসীর অপমান করবেন না। দক্ষিণ-পূর্ব দিকে তুলসী রাখবেন না। 

* তুলসীর কাছে কাঁটাযুক্ত কোনও গাছ রাখার পরিকল্পনা রাখবেন না। অযথা তুলসী পাতা ছিঁড়বেন না।

* জ্যোতিষশাস্ত্র অনুসারে নবরাত্রির সময় বাড়ির উত্তর-পূর্ব কোণে তুলসী গাছ লাগালে নেতিবাচক শক্তি নষ্ট হয়।

প্রসঙ্গত, তুলসী শুধুমাত্র ধর্মীয় দিক দিয়ে শুভ নয়। এই গাছের ওষধি গুণ অত্যন্ত বেশি। স্ট্রেস কমানো, সর্দি -কাশি কমানো, জীবণুমুক্ত করার মতো একাধিক গুণ রয়েছে তুলসীর। এছাড়াও তুলসী গাছ বায়ু শোধন করতে পারে। এই গাছ বাতাস থেকে সালফার-ডাই-অক্সাইড, কার্বন-ডাই-অক্সাইড, কার্বন মনোক্সাইডের শোষণ করে প্রচুর অক্সিজেন ছড়িয়ে দেয় পরিবেশে। 

Advertisement


 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement