Advertisement

Vastu Tips: ঘরে রাখুন এই ৯ মাছ, অর্থ ও সৌভাগ্যে ভরে উঠবে জীবন

সঠিক নিয়ম মেনে জিনিসপত্র রাখতে পারলে বাড়ি থেকে দূর হয় নেতিবাচক শক্তি। আসে সুখ ও সমৃদ্ধি। অ্যাকোরিয়াম ও তাতে মাছ রাখার ক্ষেত্রেও বাস্তু মেনে চললে উন্নতির পথ খোলে। 

মাছের অ্যাকোরিয়ামের বাস্তু।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 17 Jul 2022,
  • अपडेटेड 5:25 PM IST
  • বাস্তুশাস্ত্রে অ্যাকোয়ারিয়ামকে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়।
  • বাড়িতে মাছের অ্যাকোয়ারিয়াম থাকলে বিবিধ উপকার।

ঘরে সুখ, শান্তি ও সমৃদ্ধি চান অনেকেই। কিন্তু ব্যক্তির কর্ম, ভাগ্য, বাস্তু দোষ,কোষ্ঠীর গ্রহদোষ সময় বাধা হয়ে দাঁড়ায়। এই ধরনের নেতিবাচক পরিস্থিতি মোকাবিলার প্রতিকার রয়েছে বাস্তুশাস্ত্রে। সঠিক নিয়ম মেনে জিনিসপত্র রাখতে পারলে বাড়ি থেকে দূর হয় নেতিবাচক শক্তি। আসে সুখ ও সমৃদ্ধি। অ্যাকোরিয়াম ও তাতে মাছ রাখার ক্ষেত্রেও বাস্তু মেনে চললে উন্নতির পথ খোলে। 

বাস্তুশাস্ত্রে অ্যাকোয়ারিয়ামকে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। বাড়িতে মাছের অ্যাকোয়ারিয়াম থাকলে বিবিধ উপকার। এটি রাখার আদর্শ উপায়ও বলা হয়েছে বাস্তুশাস্ত্রে। ঘরে অ্যাকোয়ারিয়াম থাকলে ৯টি মাছে রাখুন। এর মধ্যে ৮টি কালো ও ১টি সোনালি রঙের মাছ থাকতে হবে। অ্যাকোয়ারিয়ামে মাছের এই সংমিশ্রণটি সবচেয়ে শুভ বলে মনে করা হয়। এতে নেতিবাচক শক্তি দূর হয়। ঘর ভরে ওঠে ইতিবাচক শক্তিতে। 

ড্রয়িংরুমে ৯টি মাছের অ্যাকোয়ারিয়াম রাখার চেষ্টা করুন। তা ঘরের উত্তর বা পূর্ব দিকে রাখুন। একান্তই সম্ভব না হলে বাড়ির মূল প্রবেশপথের বাঁ ফিশ অ্যাকোয়ারিয়াম রাখলে ভাল ফল পাওয়া যাবে। এতে সৌভাগ্য আসে ঘরে। অর্থকড়ি দ্রুত বৃদ্ধি পায়। 
মনে রাখবেন ভুল করেও বেডরুমে অ্যাকোরিয়াম রাখবেন না। এতে আপনি মানসিক চাপের শিকার হতে পারেন।

এ ছাড়া মাছের অ্যাকোয়ারিয়ামের চারপাশে যেন কোনও ময়লা না থাকে সেদিকেও সবসময় খেয়াল রাখতে হবে। যে কোনও শুভ কাজে চারপাশে পরিচ্ছন্নতার অভাবে লাভের পরিবর্তে ক্ষতি হয়।

ঘরে অ্যাকোরিয়াম রাখার নিয়ম

- উত্তর-পূর্ব দিকে অ্যাকোয়ারিয়াম রাখা শুভ বলে মনে করা হয়।
- অ্যাকোয়ারিয়ামের জল সময়ে সময়ে পরিবর্তন করা উচিত। এতে ঘরে ইতিবাচক শক্তি বাড়ে।
- বাস্তু মতে অ্যাকোয়ারিয়ামের জল স্থির না থাকে। অন্যথায় অর্থনৈতিক অগ্রগতিতে বাধা পড়তে পারে।
- দাম্পত্য সুখের জন্য সদর দরজার বাঁ দিকে রাখুন অ্যাকোরিয়াম।
- রান্নাঘরে অ্যাকোরিয়াম রাখা উচিত নয়। বাস্তু মতে, রান্নাঘরে অ্যাকোয়ারিয়াম রাখলে কলহের সম্ভাবনা বাড়ে।

Advertisement

আরও পড়ুন- এই স্বপ্নগুলি দেখিয়ে সংকেত দেন লক্ষ্মী, শীঘ্রই অর্থলাভ

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement