Vastu Tips For Good Luck: মানুষের জীবন নানা জটিলতা, সমস্যায় ভরা। যেমন, জীবনে গ্রহের শুভ-অশুভ প্রভাব রয়েছে, তেমনই বাস্তু দোষের প্রভাবেও জীবনে নানা রকম বাধার সৃষ্টি হয়। অনেক ক্ষেত্রে দেখা যায় গ্রহ দোষ না থাকলেও জীবনে প্রতি পদে বাধা-বিপত্তি আসছে। তখন বুঝতে হবে, বাড়িতে বা কর্মক্ষেত্রে কোনও রকম বাস্তু ত্রুটি বা দোষ তৈরি হয়েছে।
আমরা অনেক সময় নিজের অজান্তেই বাস্তু দোষ তৈরি করে ফেলি। বিভিন্ন ছবি, মুখোশ, মূর্তি, আসবাবপত্র ইত্যাদি অনেক কিছুর মাধ্যমেই বাস্তু দোষ তৈরি হতে পারে। তাই কোন জিনিস ঘরের কোন জায়গায় রাখলে শুভ বা অশুভ ফল মিলতে পারে, তা জেনে রাখা জরুরি। চলুন এ বিষয়ে বাস্তুশাস্ত্রের পরামর্শগুলি সবিস্তারে জেনে নেওয়া যাক...
বাধা-বিপত্তি কাটাতে বাস্তুশাস্ত্রের বিধান:
১) পরিবারের সদস্যদের পারস্পরিক সম্পর্কের উন্নতি চাইলে গোলাপি বা হলুদ রঙের কৃত্রিম ফুল বাড়ির দক্ষিণ-পশ্চিম কোণে রেখে দিন। ফল পাবেন হাতেনাতে।
২) বাড়িতে কোনও বিবাহযোগ্যা মেয়ে থাকলে তাঁর ঘরের দরজার বাইরের দিকে সুগন্ধি ফুলের ছবি লাগাতে পারলে ভাল ফল মিলবে।
৩) বাড়ির দক্ষিণ-পূর্ব দিক হল সম্পদের দিক। তাই বাড়ির দক্ষিণ-পূর্ব দিকে কোনও শো-পিস বা কমলালেবু গাছের ছবি রাখতে পারলে ভাল ফল মিলবে।
৪) পড়ুয়াদের পড়ার ঘরের উত্তর-পূর্ব কোণে চারটি স্ফটিকের বল ঝুলিয়ে রেখে দেখুন। এটি খুব শুভ ফলদায়ক হবে।
৫) বাড়ির দক্ষিণ দিকে লাল রঙের কোনও মূর্তি বা লাল রঙের কোনও ছবি রেখে দেখুন। শুভ ফল মিলবে।
৬) অফিসে বসার জায়গায় নিজের ছবি রাখলে তাতে যশ ও সম্মান বৃদ্ধির সম্ভাবনা তৈরি হয়।
৭) বাড়ির যে কোনও ঘরের দক্ষিণ দিকের দেওয়ালে লাল সুতো দিয়ে ফিনিক্স পাখির ছবি ঝুলিয়ে দিলে সংসারে শান্তি বজায় থাকে।
৮) বাড়িতে কোনও যুদ্ধের ছবি বা কোনও হিংসাত্মক ছবি, ভয়ঙ্কর-দর্শন কোনও মূর্তি রাখা উচিত নয়। এতে বাড়ির সদস্যদের মধ্যে অসুভ প্রভাব পড়তে পারে।
৯) কোনও বিকট বা ভয়ঙ্কর-দর্শন মুখোশ বাড়িতে না রাখাই ভাল।
১০) বাড়িতে কোনও যুদ্ধ বা শিকারের ছবি রাখা উচিত নয়। এতে বাড়িতে অসুভ প্রভাব বাড়তে পারে।