Advertisement

Vastu Shastra Saturn: শনিদেবকে তুষ্ট রাখে এই বাস্ত টিপস, সংসারে শান্তি আসবে, কেরিয়ারে উন্নতি নিশ্চিত

বাস্তু মতে ঘরের পশ্চিম দিকে বাস করেন ভগবান শনি। তিনি ন্যায়ের দেবতা এবং কর্মফলের দাতা। শনিদেব আমাদের কর্মের ফল দেন। তাই সবসময় বাড়ির পশ্চিম দিক ঠিক ঠাক সাজিয়ে রাখা উচিত। জায়গাটা রাখা উচিত পরিষ্কার। তাতেই জীবনে ফিরবে ভারসাম্য। পাশাপাশি সাফল্য এবং খুশি ধরা দেবে মনে। অপরদিকে বাড়ির দক্ষিণ দিকটা যদি অপরিষ্কার থাকে, তাহলে শনিদেবের কোপের মুখে পড়তে হতে পারে। যার ফলে জীবনে দুঃখ, কষ্টের শেষ থাকবে না। এমনকী হতে পারে বিপুল ক্ষতি।

শনিদেবকে তুষ্ট রাখে এই বাস্ত টিপসশনিদেবকে তুষ্ট রাখে এই বাস্ত টিপস
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 07 Nov 2025,
  • अपडेटेड 5:06 PM IST
  • বাস্তু মতে ঘরের পশ্চিম দিকে বাস করেন ভগবান শনি
  • তিনি ন্যায়ের দেবতা এবং কর্মফলের দাতা
  • শনিদেব আমাদের কর্মের ফল দেন

বাস্তু মতে ঘরের পশ্চিম দিকে বাস করেন ভগবান শনি। তিনি ন্যায়ের দেবতা এবং কর্মফলের দাতা। শনিদেব আমাদের কর্মের ফল দেন। তাই সবসময় বাড়ির পশ্চিম দিক ঠিক ঠাক সাজিয়ে রাখা উচিত। জায়গাটা রাখা উচিত পরিষ্কার। তাতেই জীবনে ফিরবে ভারসাম্য। পাশাপাশি সাফল্য এবং খুশি ধরা দেবে মনে। অপরদিকে বাড়ির দক্ষিণ দিকটা যদি অপরিষ্কার থাকে, তাহলে শনিদেবের কোপের মুখে পড়তে হতে পারে। যার ফলে জীবনে দুঃখ, কষ্টের শেষ থাকবে না। এমনকী হতে পারে বিপুল ক্ষতি।

তাই শনিদেবকে তুষ্ট রাখার কিছু বাস্ত টিপস জেনে নিন-

সম্পর্ক ফেরাতে চাইলে...
আপনি যদি পরিবারের সকলের মধ্যে ঠিক ঠাক সম্পর্ক বজায় রাখতে চান, তাহলে ঘরের দক্ষিণ দিক নিয়ে সতর্ক হতে হবে। চেষ্টা করতে হবে দক্ষিণপশ্চিম কোণেই বেডরুম তৈরি করার। এই দিকে যদি আপনি বেডরুম তৈরি করেন তাহলে স্বামী-স্ত্রীর মধ্যে সম্পর্ক মজবুত হয়। পাশাপাশি ঘরে থাকে শান্তি। তবে যদি একান্তই দক্ষিণপশ্চিমে জায়গা না পান, তাহলে অন্তত পশ্চিম দিকে বেডরুম করা মাস্ট। তাতেও কেরিয়ারে এগিয়ে যাবেন। সংসার ভরে যাবে খুশিতে।

ডাস্টবিন পরিষ্কার করুন
একটা কথা মাথায় রাখবেন, ঘরের নোংরা ফেলার জায়গাটা মাঝে মধ্যেই পরিষ্কার রাখা উচিত। পাশাপাশি চেষ্টা করুন পশ্চিম দিকে ডাস্টবিন না রাখার। তাতেই শনিদেব তুষ্ট থাকবেন। আপনার জীবন এগিয়ে যাবে তরতরিয়ে। সংসারে চলবে খুশির হাওয়া। 

পর্দার যত্ন নিন
শনিদেবকে সন্তুষ্ট করতে চাইলে ঘরের জানলা ও দরজার পর্দার দিকে বাড়তি খেয়াল রাখতে হবে। চেষ্টা করতে হবে পর্দা নিয়মিত পরিষ্কার করার। তাতেই ঘরে পজিটিভ এনার্জি ঘুরে বেড়াবে। উল্টে দিকে ঘরের পর্দা যদি নোংরা হয়, তাহলে কিন্তু ব্যাড লাক ঘুরতে পারে জীবনে। তাই এটা মাথায় রাখা জরুরি। 

অর্থনৈতিক উন্নতির জন্য বাস্তু টিপস
সকলেই চান জীবনে উন্নতি। হাতে পয়সা থাকুন। আর সেই কাজে সাফল্যে পেতে চাইলেও কিছু বাস্তু টিপস মেনে চলতে হবে। 

Advertisement

এক্ষেত্রে বাস্তুশাস্ত্র বলছে, বাড়ির পশ্চিম দিকে মন্দির বানালে সমস্যা হতে পারে। বিশেষত, সংসারের প্রধানের স্বাস্থ্যের হাল যেতে পারে বিগড়ে। পাশাপাশি পরিবারের সকলের মধ্যে মানসিক চাপ দানা বাঁধতে পারে। তাই চেষ্টা করুন উত্তর, পূর্ব বা উত্তরপূর্ব দিকে মন্দির রাখার। তাতেই সংসারে পজিটিভ এনার্জি ঘুরে বেড়াবে। মানসিক শান্তি থাকবে সারা ঘরে। 

এছাড়া বাড়িতে ভাঙাচোরা আসবাব রাখবেন না। সেগুলিকে বাড়ি থেকে বের করে দিন। তাহলেই দেখবেন সংসারে শান্তি ফিরবে।

 

Read more!
Advertisement
Advertisement