
ঘর বা বাড়ি তৈরির সময় ভাবতে হবে। একটু সময় দিতে হবে এটি ঠিক ঠাক প্ল্যান করার জন্য। নইলে প্ল্যানিংয়ে ভুল হতে পারে। যার ফলে বাড়তে পারে বিপদ। বাড়ি থেকে পজিটিভ এনার্জি উড়ে যেতে পারে। তাই বাস্তুমতে বাড়ি তৈরি করুন। রান্নাঘর থেকে শুরু করে বেড রুম, বাথরুম ঠিক জায়গায় তৈরি করুন। বিশেষত, কিচেন বা রান্নাঘর ঠিক দিকে তৈরি করতে হবে। এর ফলেই সংসারে পজিটিভিটি আসবে।
বিশেষজ্ঞদের মতে, রান্নাঘর ঠিক দিকে থাকলে আপনার জীবনে অর্থনৈতিক স্থিতাবস্থা আসবে। শুধু তাই নয়, সম্পর্ক ঠিক পথে এগিয়ে যাবে। আর উল্টো দিকে আপনি যদি রান্নাঘর ঠিক দিকে তৈরি না করেন বা স্টোভ ঠিকভাবে না রাখেন, তাহলে আর্থিক হাল থেকে শুরু করে স্বাস্থ্য এবং পরিবারিক সম্পর্ক বিগড়ে যেতে পারে। তাই রান্নাঘর সংক্রান্ত বাস্তু টিপস জেনে নেওয়াই বুদ্ধিমানের কাজ।
কোন দিকে রান্নাঘর নয়?
ঘরের উত্তরপূর্ব কোণে কোনওভাবেই রান্নাঘর তৈরি করা যাবে না। তাতে স্বাস্থ্যের হাল বিগড়ে যেতে পারে। এমনকী মন হতে পারে খারাপ। শুধু তাই নয়, এ দিকে রান্নাঘর তৈরি করলে বাড়িতে অশান্তি লেগেই থাকতে পারে। পরিবারের সদস্যদের মধ্যে ঝামেলা হওয়ারও রয়েছে আশঙ্কা।
আবার অন্যদিকে দক্ষিণ বা দক্ষিণপশ্চিম দিকে রান্নাঘর বানালে অর্থনৈতিক হাল বিগড়ে যেতে পারে। শুধু তাই নয়, সম্পর্ক খারাপ হয়ে যেতে পারে। এছাড়া কর্মক্ষেত্রেও হতে পারে সমস্যা। তাই সাবধান হন।
দুশ্চিন্তা বাড়বে এই কোণে রান্নাঘর তৈরিতে
উত্তরপশ্চিম দিকে আপনি যদি রান্নাঘর তৈরি করেন, তাহলে আপনার সাপোর্ট সিস্টেম বন্ধ হতে পারে। শুধু তাই নয়, সংসারে আসতে পারে অস্থিরতা। এছাড়া পূর্ব দিকে রান্নাঘর থাকলে সংসারে ভারসাম্য বিগড়ে যেতে পারে। শুধু তাই নয়, বায়ুজনিত সমস্যা হবে। এছাড়া পশ্চিম দিকে রান্নাঘর বানালে হতে পারে সন্তানের পড়াশোনার ক্ষতি। তাই সাবধান হন।
এই দিকে তৈরি করাই সেরা
যদি সংসারের মঙ্গল চান, তাহলে দক্ষিণপূর্ব দিকে তৈরি করে নিন রান্নাঘর। এছাড়া দক্ষিণপূর্ব এবং দক্ষিণ দিকে রাখতে পারেন স্টোভ। এর ফলে আপনার আর্থিক উন্নতি হবে। পাশাপাশি সময়ে কাজ শেষ করে ফেলতে পারবেন। এমনকী বাড়িতে পজিটিভি এনার্জিও বিরাজ করবে। আপনি সাফল্যের সিঁড়ি বেয়ে উপরে উঠে যেতে পারবেন।
বিদ্র: এই প্রতিবেদনটি পড়ার জন্য ধন্যবাদ। তবে এই নিবন্ধটি শুধুমাত্র শিক্ষার উদ্দেশে লেখা হয়েছে। আমাদের তরফকে এই তথ্যকে নিশ্চিত বলে জানান হচ্ছে না।