Advertisement

Durga Puja 2024 Vastu: এই দুর্গাপুজোয় আর্থিক সমৃদ্ধি চাইলে এই ৪টি কাজ করতেই হবে

Durga Puja 2025 Vastu : বাস্তুশাস্ত্র বলে, বাড়ির মূল দরজাটিই ঘরে শুভ শক্তির প্রবেশপথ। তাই এই সময়ে দরজার কাছে হলুদের লেই তৈরি করে তার দিয়ে স্বস্তিক চিহ্ন আঁকতে বলা হয়। পাশাপাশি, দরজায় অশোক বা আমপাতা দিয়ে তৈরি তোরণ ঝোলালে তা নেতিবাচক শক্তিকে দূরে রাখে এবং ঘরে শান্তি বজায় রাখে।

এই দুর্গাপুজোয় আর্থিক সমৃদ্ধি চাইলে এই ৪টি কাজ করতেই হবেএই দুর্গাপুজোয় আর্থিক সমৃদ্ধি চাইলে এই ৪টি কাজ করতেই হবে
Aajtak Bangla
  • কলকাতা,
  • 14 Sep 2025,
  • अपडेटेड 8:24 PM IST

Durga Puja 2025 Luck Vastu: পুজোর দোরগোড়ায় এখন বাঙালির ঘরে ঘরে সাজ সাজ রব। আর মাত্র একটা মাস বাকি, তারপরেই শুরু শারদ উৎসব। দুর্গাপুজো আসার আগে ঘরদোর পরিষ্কার করা, পুরনো জিনিসপত্র ফেলে দেওয়া, সব মিলিয়ে এখন গৃহস্থ বাড়িতে ব্যস্ত সময় চলছে। বাস্তুশাস্ত্র অনুযায়ী, এই সময় ঘর সাজানোর নির্দিষ্ট কিছু নিয়ম মানলে বাড়িতে ইতিবাচক শক্তির প্রবেশ ঘটে এবং শুভ শক্তির প্রভাব বাড়ে।

হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী, আশ্বিন মাসের শুক্ল প্রতিপদ থেকে শুরু হয় শারদীয় নবরাত্রি। এবার সেই দিন পড়েছে ১৫ অক্টোবর, রবিবার। এই সময় ন'দিন ধরে দেবী দুর্গার বিভিন্ন রূপের আরাধনা করা হয়। বাঙালির ঘরে যদিও সাধারণত চারদিন ধরে পুজোর আয়োজন হয়, তবুও বাস্তুর নির্দিষ্ট নিয়ম মেনে চললে দেবীর আশীর্বাদ পাওয়া যায় বলেই বিশ্বাস।

বাস্তুশাস্ত্র বলে, বাড়ির মূল দরজাটিই ঘরে শুভ শক্তির প্রবেশপথ। তাই এই সময়ে দরজার কাছে হলুদের লেই তৈরি করে তার দিয়ে স্বস্তিক চিহ্ন আঁকতে বলা হয়। পাশাপাশি, দরজায় অশোক বা আমপাতা দিয়ে তৈরি তোরণ ঝোলালে তা নেতিবাচক শক্তিকে দূরে রাখে এবং ঘরে শান্তি বজায় রাখে।

দেবীর মূর্তি বা ছবির জায়গা নির্বাচন করতেও থাকে নিয়ম। বাস্তু মতে, দেবতা বসানোর জন্য সবচেয়ে শুভ দিক হল উত্তর-পূর্ব। সেই জায়গায় দুর্গার মূর্তি বা ছবি রাখলে তা ঘরে পজিটিভ শক্তি ডেকে আনে। পাশাপাশি দক্ষিণ-পূর্ব কোণে একটি প্রদীপ জ্বালিয়ে রাখলে শুভ শক্তির প্রবাহ আরও শক্তিশালী হয়।

দেবীপক্ষের সময় বাড়ির মূল দরজার দুই পাশে লাল ও হলুদ রঙ দিয়ে স্বস্তিক আঁকতে বলা হয়। দেবী দুর্গা ও কলসও স্থাপন করতে হয় উত্তর-পূর্ব কোণে। এতে দেবীর কৃপা লাভ হয় বলে মনে করেন অনেকেই।

এই সময় দেবীর মূর্তি, ছবি বা কলস স্থাপনের জন্য চন্দন কাঠ ব্যবহার করাও শুভ বলে ধরা হয়। বিশ্বাস করা হয়, এতে বাস্তু দোষ কাটে এবং পূজার জায়গায় দীর্ঘস্থায়ী শুভ শক্তির উপস্থিতি থাকে।

Advertisement

পুজোর আগে এই সহজ কয়েকটি নিয়ম মেনে চললেই বাড়ি হয়ে উঠতে পারে আরও বেশি পবিত্র ও ইতিবাচক। দুর্গা পুজোর আগে ঘরের প্রতিটি কোণে শুভ শক্তির প্রবাহ চাইলে এই নিয়মগুলি মাথায় রাখা যেতেই পারে।

 

Read more!
Advertisement
Advertisement