Advertisement

Vastu Tips For Calendar: ঘরের ক্যালেন্ডার ঠিক দিকে রাখুন, আর্থিক সংকট কেটে যাবে

Vastu Tips For Calendar: ক্যালেন্ডার রাখার ক্ষেত্রেও বাস্তু নির্দেশ রয়েছে। বাড়ির পূর্ব বা উত্তর দিকে ক্যালেন্ডার রাখলে ঘরে শুভ শক্তির প্রবাহ বাড়ে বলে বিশ্বাস। কাজের জায়গা হোক বা বাসা, এই দুই দিক ক্যালেন্ডার স্থাপনের জন্য সবচেয়ে উপযুক্ত।

Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 25 Nov 2025,
  • अपडेटेड 2:06 AM IST

Vastu Tips For Calendar:  বাস্তুশাস্ত্রে দিক, সময় এবং ঘরের প্রতিটি উপকরণের সঠিক অবস্থানকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ধরা হয়। সেই তালিকায় ক্যালেন্ডারও রয়েছে। কারণ বাস্তুমতে ক্যালেন্ডার শুধু তারিখ নয়, ঘরে ইতিবাচক শক্তি ও সমৃদ্ধি আনার প্রতীক হিসেবেও বিবেচিত।

ঘরের জন্য ক্যালেন্ডার বাছাইয়ের সময়ে এমন ছবি নির্বাচন করাই ভাল, যা উন্নতি ও শান্তির বার্তা দেয়। প্রকৃতি, ফুল, সবুজ প্রাকৃতিক দৃশ্য বা মহাপুরুষদের ছবি-সহ ক্যালেন্ডার ঘরে সুস্থ ও ইতিবাচক পরিবেশ তৈরি করে।

ক্যালেন্ডার রাখার ক্ষেত্রেও বাস্তু নির্দেশ রয়েছে। বাড়ির পূর্ব বা উত্তর দিকে ক্যালেন্ডার রাখলে ঘরে শুভ শক্তির প্রবাহ বাড়ে বলে বিশ্বাস। কাজের জায়গা হোক বা বাসা, এই দুই দিক ক্যালেন্ডার স্থাপনের জন্য সবচেয়ে উপযুক্ত।

আরও পড়ুন

পুরনো বা ছিঁড়ে যাওয়া ক্যালেন্ডার ঘরে রাখা ঠিক নয়। মাস শেষে পৃষ্ঠা বদলে নেওয়া উচিত। এতে সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলার মানসিকতা তৈরি হয় এবং ঘরে স্থিরতা আসে।

কেমন ক্যালেন্ডার ঘরে রাখা উচিত নয়, তাও জানিয়েছে বাস্তুশাস্ত্র। যুদ্ধ, হিংসা, দুঃখজনক ছবি, শুকনো বন বা ধ্বংসের দৃশ্য-সহ ক্যালেন্ডার ঘরের পরিবেশকে ভারী করে তোলে। মূল দরজার কাছে ক্যালেন্ডার রাখা নিষেধ, এতে নেতিবাচকতা বাড়তে পারে।

পরিবারে কার বয়স কত, পরিস্থিতি কেমন, সেই অনুযায়ী ক্যালেন্ডার বাছাই করাও ভাল। নবদম্পতির জন্য রোমান্টিক দৃশ্য, বয়স্কদের জন্য আধ্যাত্মিক ছবি এবং শিশুদের জন্য শিক্ষামূলক বা উন্নতির প্রতীকী ছবি রাখা উপকারী।

ক্যালেন্ডারে দেব-দেবীর ছবি থাকলে তা পুরনো হয়ে গেলে সম্মান রেখে প্রতিস্থাপন করতে হয়। অনেকে এই ধরনের ক্যালেন্ডার নদী বা প্রবাহিত জলে ভাসিয়ে দেন, যা আচার-অনুষ্ঠানের দিক থেকেও মান্য।

Read more!
Advertisement
Advertisement