Advertisement

Vastu Tips For Good Luck: বাস্তুশাস্ত্র বলছে, সন্ধ্যার পর ভুলেও এই কাজ নয়, জলের মতো অর্থ অপচয় হয়

বাস্তুশাস্ত্র অনুযায়ী সকালে ঘর ঝাড়ু দেওয়া সবচেয়ে শুভ সময়। সূর্য ওঠা পর্যন্ত ঝাড়ু দেওয়া যায়, এতে ঘরের অশুভ শক্তি দূর হয়। কিন্তু সূর্যাস্তের পর ঝাড়ু দেওয়া একেবারেই অশুভ বলে মনে করা হয়।

বাস্তুশাস্ত্র বলছে, সন্ধ্যার পর ভুলেও এই কাজ নয়, জলের মতো অর্থ অপচয় হয়বাস্তুশাস্ত্র বলছে, সন্ধ্যার পর ভুলেও এই কাজ নয়, জলের মতো অর্থ অপচয় হয়
Aajtak Bangla
  • দিল্লি ,
  • 09 Oct 2025,
  • अपडेटेड 3:33 PM IST

Vastu Tips For Good Luck: বাস্তুশাস্ত্র শুধু ঘর তৈরি বা দিক নির্ধারণের নিয়ম নয়, দৈনন্দিন জীবনের আচরণেও এর প্রভাব রয়েছে। সেই কারণেই ঘর সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা অত্যন্ত জরুরি বলে মনে করা হয়। কারণ, ঘরে পরিচ্ছন্নতা থাকলেই নাকি মা লক্ষ্মীর আশীর্বাদ থাকে। আর এই পরিষ্কার রাখার অন্যতম উপকরণ হল ঝাড়ু।

বাস্তুশাস্ত্র অনুযায়ী সকালে ঘর ঝাড়ু দেওয়া সবচেয়ে শুভ সময়। সূর্য ওঠা পর্যন্ত ঝাড়ু দেওয়া যায়, এতে ঘরের অশুভ শক্তি দূর হয়। কিন্তু সূর্যাস্তের পর ঝাড়ু দেওয়া একেবারেই অশুভ বলে মনে করা হয়। শাস্ত্র মতে, সন্ধ্যা বা গভীর রাতে ঝাড়ু দিলে ঘর থেকে মা লক্ষ্মী সরে যান। এতে ঘরে অশান্তি, দারিদ্র্য, এমনকি অসুস্থতাও বাড়তে পারে।

প্রাচীন ব্যাখ্যায় বলা হয়েছে, রাতে আলো কম থাকায় ছোটখাটো মূল্যবান জিনিস চোখে না পড়তে পারে, যা ঝাড়ু দেওয়ার সময় হারিয়ে যেতে পারে। তাই সন্ধ্যার পর ঝাড়ু না দেওয়াই শ্রেয়।

এছাড়াও ঝাড়ু ব্যবহারের কিছু নিয়মও রয়েছে। বাস্তু মতে, ঝাড়ু কখনও খোলা জায়গায় ফেলে রাখা উচিত নয়। এটি সবসময় লুকিয়ে, গুছিয়ে, ভালোভাবে বাঁধা অবস্থায় রাখতে হয়। এলোমেলো বা ছড়ানো ঝাড়ু রাখলে ঘরে অশান্তি আসে এবং আর্থিক স্থিতিও নষ্ট হয়।

তাই বাস্তু বিশেষজ্ঞদের পরামর্শ, পরিচ্ছন্নতা যেমন জরুরি, তেমনই সময় ও নিয়ম মেনে তা বজায় রাখাও সমান গুরুত্বপূর্ণ। তবেই ঘরে থাকবে শান্তি, সমৃদ্ধি আর লক্ষ্মীর আশীর্বাদ।

 

Read more!
Advertisement
Advertisement