Advertisement

Vastu Tips For Health: বাড়ির এদিকে ওষুধ রাখলে হাতেনাতে ফল, দ্রুত সুস্থ হবেন

Vastu Tips For Health: বারবার ডাক্তার দেখিয়েও ফল হয় না। ওষুধ খান, কিন্তু কাজে লাগে না। তাঁরা বুঝতেই পারেন না, কেন রোগ পিছু ছাড়ে না। ফের চিকিৎসক বদলান। তবু কাজ হয় না। আজ  আপনাকে জানিয়ে দেব কীভাবে কোথায় ওষুধ রাখলে তার প্রভাব বেড়ে যাবে এবং রোগী সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠে।

বাড়ির এদিকে ওষুধ রাখলে হাতেনাতে ফল, দ্রুত সুস্থ হবেনবাড়ির এদিকে ওষুধ রাখলে হাতেনাতে ফল, দ্রুত সুস্থ হবেন
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 15 Feb 2025,
  • अपडेटेड 3:19 AM IST

Vastu Tips For Health: অনেকেই প্রায় সারা বছর অসুস্থ থাকেন। কিছু না কিছু রোগ লেগেই থাকে। বারবার ডাক্তার দেখিয়েও ফল হয় না। ওষুধ খান, কিন্তু কাজে লাগে না। তাঁরা বুঝতেই পারেন না, কেন রোগ পিছু ছাড়ে না। ফের চিকিৎসক বদলান। তবু কাজ হয় না। আজ  আপনাকে জানিয়ে দেব কীভাবে কোথায় ওষুধ রাখলে তার প্রভাব বেড়ে যাবে এবং রোগী সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠে।

ওষুধ রাখার সময় এই বিষয়গুলো মাথায় রাখুন
ওষুধ খোলা জায়গায় রাখা উচিত নয়। কেমিক্যাল দিয়ে তৈরি ওষুধ খোলা জায়গায় রাখলে রাহু-কেতুর খারাপ প্রভাব পড়ে এবং রোগ বাড়ে। যদি ওষুধ বাকি থাকে এবং রোগ নিরাময় হয়ে যায়, তবে সেগুলি একটি বাক্সে রেখে উত্তর-পশ্চিম দিকে রাখতে হবে।

শুধুমাত্র বাড়ির মালিকের ওষুধ দক্ষিণ-পশ্চিম দিকে রাখতে হবে। পশ্চিম দিকে ওষুধ রাখলেও শরীরে ইতিবাচক প্রভাব পড়ে। আপনার বিছানা বা বিছানার কাছে ওষুধ কখনই রাখা উচিত নয়। এতে রাহু-কেতুর নেতিবাচক প্রভাব পড়ে।

আরও পড়ুন

ওষুধ খোলা জায়গায় রাখা উচিত নয়। এতে করে তাদের প্রভাব কমে যায় এবং রোগ বাড়তে থাকে। উপাসনালয় বা দেবতার কাছে ওষুধ রাখা উচিত নয়। রান্নাঘরে ওষুধ রাখা উচিত নয়। রান্নাঘরে তাপ বেশি থাকে, যার কারণে ওষুধ দ্রুত নষ্ট হয়ে যায়।

এখানে ওষুধ ভুলেও রাখবেন না
বাস্তুশাস্ত্র অনুসারে, ওষুধ কখনই দক্ষিণ-পূর্ব দিকে রাখা উচিত নয়। এদিক-ওদিক ওষুধ রাখলে রোগ দীর্ঘ সময় ধরে থাকে। এছাড়া শারীরিক কষ্টের পাশাপাশি আর্থিক সংকটে পড়তে হয় পরিবারকে। পশ্চিম দিক ওষুধ রাখার জন্যও ভাল নয়। এ কারণে অসুস্থ সদস্যকে নানা সমস্যায় পড়তে হয়।

কোথায় ওষুধ রাখবেন?
বাস্তুশাস্ত্র অনুসারে ওষুধ রাখার সঠিক জায়গা হল উত্তর-পূর্ব দিক অর্থাৎ উত্তর-পূর্ব কোণ। এই দিকে ওষুধ রাখলে, ব্যক্তি দ্রুত সুস্থ হয়ে ওঠে এবং সর্বদা সুস্থ থাকে। ওষুধ রাখার সময় বাস্তুশাস্ত্রের কথাও মাথায় রাখতে হবে।

Advertisement

Read more!
Advertisement
Advertisement