Advertisement

Vastu Tips For Money: কুড়িয়ে পাওয়া টাকা এভাবে কাজে লাগান, ভাগ্য বদলে যাবে

Money Found On Roadside Can Change Your Fate: রাস্তায় চলতে চলতে অনেক সময়ই পড়ে থাকা টাকা আমাদের চোখে পড়ে। কিন্তু অনেকেই বুঝে উঠতে পারেন না সেটা তুলে নেওয়া উচিত নাকি এড়িয়ে যাওয়া উচিত। জ্যোতিষ অনুযায়ী এই টাকা কুড়িয়ে পাওয়া বিশেষ ইঙ্গিত দেয়, আপনি জানেন কি সেটা? না জানলে আসুন জেনে নিই-

কুড়িয়ে পাওয়া টাকা এভাবে কাজে লাগান, ভাগ্য বদলে যাবেকুড়িয়ে পাওয়া টাকা এভাবে কাজে লাগান, ভাগ্য বদলে যাবে
Aajtak Bangla
  • কলকাতা,
  • 01 Dec 2023,
  • अपडेटेड 3:04 PM IST
  • রাস্তায় টাকা কুড়িয়ে পেলে
  • এই কাজটি করুন
  • ভাগ্য বদলাবেই

Money Found On Roadside Can Change Your Fate: অনেক সময়ে রাস্তায় চলতে চলতে পড়ে থাকা টাকা আমাদের চোখে পড়ে। অনেকে সেটি তুলে নেন। আবার অনেকে এড়িয়ে যান। সেই সঙ্গে অনেকে আবার পড়ে থাকা টাকাটি তুলে কোনও মন্দিরে বা দরিদ্র মানুষকে দান করে দেন। অনেকেই বুঝতে পারেন না ঠিক কী করা উচিত। আপনার মনেও যদি এই নিয়ে প্রশ্ন থাকে তবে জেনে নিন-

হিন্দু ধর্ম অনুযায়ী লক্ষ্মী, ধন- সম্পদের দেবী। রাস্তায় পড়ে থাকা টাকা পয়সাকে অবহেলা করলে লক্ষ্মীকে অবহেলা করা হয়।

১. বাড়ি থেকে বেরিয়ে পাওয়া অর্থ, কোনও জায়গা থেকে ফেরার সময়ে প্রাপ্ত টাকা এবং পয়সার আলাদা অর্থ বা কারণ রয়েছে। 

আরও পড়ুন

২. যদি বেরানোর সময়ে এই রকম টাকা -পয়সা পেলে, সেটা তুলে আপনার কর্মস্থলে রাখুন। সেটা খরচ করবেন না।

৩. উল্টো দিকে বাড়ি ফেরার সময়ে টাকা পেলে শাস্ত্র মতে সেটি নিজের কাছে রেখে দেওয়া উচিত। তবে সেক্ষেত্রে মনে রাখতে হবে আপনার জমানো অর্থের সংস্পর্শে যেন না আসে এটি।

৪. যদি জমানো অর্থের সংস্পর্শে পাওয়া অর্থ আসে, তাহলে সেই জমানো টাকা খুব সহজে খরচ হয়ে যায়।

৫. সেক্ষেত্রে সমস্যা এড়াতে কোনও খামে বা ডায়েরিতে ভরে রাখতে পারেন।

৬. এটি মেনে চললে মা লক্ষ্মীর আশীর্বাদ সব সময়ে আপনার সঙ্গে থাকবে এবং আপনার ঘরে কখনও আর্থিক সমস্যা আসবে না।

৭. চলতি কথাতেই আমরা অনেক সময়ে বলি' হাতের লক্ষ্মী পায়ে ঠেলতে নেই'। আর নিজেদের অজান্তের অনেকগুলি ভুল করে ফেলি প্রতিদিনের জীবনে। যা বিপদ ডেকে আনে। কিন্তু সমস্যার উৎস না জানার ফলে তার সমাধানও হয় না। তাই এবার থেকে অবশ্যই খেয়াল রাখুন এই ছোট ছোট জিনিসগুলোর। তাহলেই জীবনে শান্তি থাকবে। 

 

Read more!
Advertisement
Advertisement