Advertisement

Vastu Plants For Money: নতুন বছরে ঘরে আনুন, এই ৫ গাছ থাকলে আপনিই টাকা আসে

Vastu Plants For Money: বাস্তুশাস্ত্রে ঘর সংক্রান্ত অনেক সমস্যা দূর করতে এবং ইতিবাচক শক্তি বাড়াতে রয়েছে একাধিক প্রতিকার। বাস্তু মতে, বাড়িতে গাছ রাখা শুভ। তা শুধু সৌন্দর্যয়ই বাড়ায় না বরং বাড়িতে আনে সুখ ও সমৃদ্ধি। তবে যে কোনও গাছ রাখলেই সুখ-সমৃদ্ধি আসবে না।

নতুন বছরে ঘরে আনুন, এই ৫ গাছ থাকলে আপনিই টাকা আসেনতুন বছরে ঘরে আনুন, এই ৫ গাছ থাকলে আপনিই টাকা আসে
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 04 Dec 2023,
  • अपडेटेड 7:13 PM IST
  • বাস্তু মতে কয়েকটি গাছ লাকি।
  • এই গাছগুলি লাগালে ঘরে আসে ইতিবাচক শক্তি।

Vastu Plants For Money: বাস্তুশাস্ত্রে সবকিছুরই বিশেষ গুরুত্ব রয়েছে। বাড়িতে যদি বাস্তু দোষ থাকে, তাহলে তা পুরো পরিবারের জন্য সমস্যা তৈরি করে। বাস্তুশাস্ত্রে ঘর সংক্রান্ত অনেক সমস্যা দূর করতে এবং ইতিবাচক শক্তি বাড়াতে রয়েছে একাধিক প্রতিকার। বাস্তু মতে, বাড়িতে গাছ রাখা শুভ। তা শুধু সৌন্দর্যয়ই বাড়ায় না বরং বাড়িতে আনে সুখ ও সমৃদ্ধি। তবে যে কোনও গাছ রাখলেই সুখ-সমৃদ্ধি আসবে না। বরং এমন কয়েকটি গাছ রয়েছে যা লাগালে আপনি সমৃদ্ধি পাবেন। তেমনই ৫টি গাছের কথা রইল এই প্রতিবেদনে-

১। লজ্জাবতী গাছ- লজ্জাবতী গাছকে শুভ বলে মনে করা হয়। লোকবিশ্বাস, শিবের পছন্দের গাছ লজ্জাবতী। লজ্জাবতী গাছ ঘরে লাগালে দূর হয় দারিদ্র্য। সোমবার শিবকে লজ্জাবতী গাছের ফুল নিবেদন করলে ঘরে ইতিবাচক শক্তি এবং সুখ ও সমৃদ্ধি আসে। একে মানি ট্রি-ও বলা হয়। কারণ লজ্জাবতী গাছে থাকে দেবী লক্ষ্মীর কৃপা। 
 
২। ক্রাসুলা- মোহিনী বা ক্রাসুলা সাধারণত দক্ষিণ আফ্রিকায় পাওয়া যায়। বাস্তুশাস্ত্র অনুসারে,বাড়ির পূর্ব বা উত্তর দিকে মোহিনী গাছ লাগানো শুভ। এছাড়া এটি বাড়ির প্রধান দরজায়ও রাখা যেতে পারে। শোয়ার ঘরেও ক্রাসুলা বা মোহিনা গাছ লাগাতে পারেন। বাস্তুশাস্ত্র অনুসারে,মোহিনী সম্পদের সঙ্গে জড়িত। তাই দক্ষিণ দিকে রাখবেন না। এটি ঘরে রাখলে সম্পদ বাড়ে। ঘরে আসে ইতিবাচকতা। ব্যবসায়ীরা এই গাছ রাখলে লাভবান হবেন। সাফল্য এবং ভাগ্যের দরজা খুলে দেয় ক্রাসুলা। মূল দরজায় এই গাছ লাগানো খুবই শুভ বলে মনে করা হয়। কারণ সেখান দিয়ে দেবী লক্ষ্মী ঘরে প্রবেশ করেন।

৩। মানি প্ল্যান্ট- মানি প্ল্যান্ট ঘরের সৌন্দর্য বাড়ায় সেই সঙ্গে বাড়িতে আসে ইতিবাচক শক্তিও। এই লতা দেখতে খুবই সুন্দর। বাড়ির দক্ষিণ-পূর্ব কোণে মানি প্ল্যান্ট লাগানো শুভ বলে মনে করা হয়। বিশ্বাস করা হয় যে বাড়িতে মানি প্ল্যান্ট রাখলে সমস্ত অর্থনৈতিক ঝামেলা দূর হয়ে যায়। টাকার অভাব থাকে না।

Advertisement

আরও পড়ুন

৪। ডালিম গাছ- বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির মূল দরজার ডানদিকে একটি ডালিম গাছ লাগালে আসে সুখ ও সমৃদ্ধ। সদয় হন লক্ষ্মী এবং সম্পদের দেবতা কুবের। ডালিম গাছ ঘরে আসা নেতিবাচক শক্তিকেও প্রতিহত করে। তাই বাড়ির সামনে রাখুন ডালিম গাছ। 

৫। স্নেক প্ল্যান্ট- বাস্তু অনুসারে বাড়িতে স্নেক প্ল্যান্ট রাখলে আসে সুখ ও সমৃদ্ধি। এই গাছটিকে খুবই শুভ বলে মনে করা হয়। ঘরের ভিতর রাখলে উন্নতির সব দরজা খুলে যায়। সাজানোর জন্য বসার ঘরেও রাখতে পারেন। 

 

Read more!
Advertisement
Advertisement