বাস্তুশাস্ত্রে বাড়িতে ঢোকার পথ বা মূল দরজা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রধান দরজা দিয়েই ঢোকে ইতিবাচক শক্তি। সনাতনী মতে, মা লক্ষ্মী প্রধান দরজা দিয়ে প্রবেশ করেন গৃহে। ফলে বাড়িতে ঢোকার মূল পথটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিবারের আর্থিক অবস্থার পাশাপাশি পরিবারের সুখ-সমৃদ্ধিও অনেকাংশে বাড়ির মূল দরজার উপর নির্ভর করে।
বাড়ির প্রধান দরজার সামনে কী কী রাখবেন না?
আবর্জনা রাখার জায়গা- বাড়ির সামনে আবর্জনা রাখার জায়গা করবেন না। প্রধান দরজার সামনে ঘরে যেন স্তূপাকার পরিত্যক্ত জিনিসও না থাকে। পুরসভার ডাস্টবিন আছে এমন জায়গার সামনেও বাড়ি বা ফ্ল্যাট কিনবেন না। এতে ঘরে বাসা বাঁধে নেতিবাচকতা। পরিবারের সদস্যদের উন্নতিতে বাধা দেয়।
কোনও গর্ত থাকা অনুচিত - বাস্তু বিশেষজ্ঞরা বলছেন, বাড়িরপ প্রধান দরজার সামনে কোনও গর্ত বা কাদা থাকা উচিত নয়। এমনকি ড্রেনও নয়। এতে অলক্ষ্মীর প্রবেশ ঘটে। অর্থলাভের সম্ভাবনা কমে।
সিঁড়ি নয়- বাস্তু অনুসারে বাড়ির সামনে সিঁড়ি থাকা উচিত নয়। এতে আর্থিক অবস্থা খারাপ হয়। সেই সঙ্গে স্বাস্থ্যহানির আশঙ্কাও বাড়ে। এর পাশাপাশি চাকরি ও ব্যবসার ক্ষেত্রেও সমস্যায় পড়তে হয়।
কোনও স্তম্ভ নয়- বাড়িতে ঢোকার মুখে কোনও স্তম্ভ থাকা উচিত নয়। কারও বাড়ির সামনে স্তম্ভ থাকলে সেই বাড়িতে থাকা নারীকে রোগবালাই ঘিরে ধরে। এমতাবস্থায় বাড়ির সামনে কোনও পিলার থাকলে তা সামনে-পিছনে করে বাড়ির প্রধান দরজা থেকে সরিয়ে নিন।
বাড়ির সামনে গাছ থাকা উচিত নয়- বাস্তু বিশেষজ্ঞরা বলছেন, বাড়ি তৈরি বা কেনার সময় খেয়াল রাখবেন বাড়ির প্রধান দরজার সামনে যেন কোনও গাছ না থাকে। বাড়ির সামনের গাছ ব্যক্তির কাজে বাধা সৃষ্টি করে।
প্রধান দরজার গঠন- দরজা যেন মেঝের সঙ্গে ঘষে না খোলে। এতে অনিষ্ট হয়। ঘরের দরজা সবসময় ভিতরকে থেকে খোলার ব্যবস্থা থাকা উচিত। দরজা খোলা বা বন্ধের সময় শব্দ থাকা অনুচিত।
অন্য জিনিসের ছায়া নয়- ঘরের প্রধান দরজার সামনে অন্য জিনিসের ছায়া পড়া উচিত নয়। এটা হলে দরজার দুদিকে হলুদ, কুমকুম মিশিয়ে স্বস্তিক চিহ্ন এঁকে দিন।
আরও পড়ুন- সকালে ঘুম থেকে উঠেই এই জিনিসগুলি দেখবেন না, খারাপ যাবে গোটা দিন