Advertisement

Vastu Tips: টাকা গোনারও নিয়ম আছে, যে ভুলগুলিতে ক্ষুব্ধ হন লক্ষ্মী, বাস্তু বলছে...

Vastu Tips: বাস্তু শাস্ত্রে বলা হয়েছে যে টাকা গুনতে গিয়ে অনেক ভুল করাও আপনার দারিদ্র্যের কারণ হতে পারে। অনেকেই প্রতিদিন এই ভুলগুলো করে থাকেন। কিন্তু এই ভুলগুলো সময়মতো দূর করাই ভালো। জেনে নিন এই ভুলগুলো কী করে এড়ানো যায়।

টাকা। প্রতীকী ছবিটাকা। প্রতীকী ছবি
Aajtak Bangla
  • দিল্লি ,
  • 12 Oct 2022,
  • अपडेटेड 1:32 PM IST
  • টাকা গোনারও নিয়ম আছে
  • যে ভুলগুলিতে ক্ষুব্ধ হন লক্ষ্মী
  • জানুন বিস্তারিত তথ্য

Vastu Tips: বাস্তু শাস্ত্রে বলা হয়েছে যে টাকা গুনতে গিয়ে অনেক ভুল করাও আপনার দারিদ্র্যের কারণ হতে পারে। অনেকেই প্রতিদিন এই ভুলগুলো করে থাকেন। কিন্তু এই ভুলগুলো সময়মতো দূর করাই ভালো। জেনে নিন এই ভুলগুলো কী করে এড়ানো যায়।

এই অভ্যাসে পরিবর্তন আনুন

অনেকে বেতন পেলে বা বাইরে থেকে টাকা এলে এখানে-ওখানে ফেলে দেন। এটি করা মা লক্ষ্মীর অপমান বলে মনে করা হয়। যার কারণে তিনি রেগে যেতে পারেন। টাকার প্রতি সম্মান জানিয়ে সেই টাকা ঠিক জায়গায় রাখা উচিত। এখানে-ওখানে টাকা রাখলে দারিদ্রকে আমন্ত্রণ জানাচ্ছেন। অনেকের একটা অভ্যাস আছে যে তাঁরা কাউকে টাকা দিতে বা ছুঁড়ে ফেলে দেন। এই পদ্ধতি ঠিক নয়। এটা টাকার অপমান। একই সঙ্গে আপনি যাকে এভাবে টাকা ছুড়ে দিচ্ছেন, তাঁর জন্য এটি অপমানজনক। আপনার যদি এই অভ্যাস বা শখ থাকে তবে আজই পরিবর্তন, না হলে ভবিষ্যতে সমস্যা বাড়ে। 

আরও পড়ুন

সতর্ক থাকুন

নোট গুনতে গিয়ে অনেকেই আঙুলে থুথু দেন। কিন্তু এই অভ্যাস স্বাস্থ্যের দিক থেকে ভালো নয়। আপনি যখন থুথু দিয়ে নোট গুনছেন, তখন আপনি অসাবধানতাবশত মা লক্ষ্মীকে অপমান করছেন। মুখে ব্যাকটেরিয়া এবং ভাইরাসের সংক্রমণ হচ্ছে। ফলে এই অভ্যাস দ্রুত পরিবর্তন করা উচিত। এই প্রতিবেদন বিশ্বাস ভিত্তিক। আজ তক বাংলা এর কোনও তথ্য নিশ্চিত করে না। 

Read more!
Advertisement
Advertisement