Advertisement

Vastu Tips: এই ৫ জায়গায় বসে খাবার খাবেন না, শুধু কাঙাল হওয়ার রাস্তাই খুলবে

বাস্তুশাস্ত্রে সহজেই সুখ ও সমৃদ্ধির কথা বলা হয়েছে। বাস্তুশাস্ত্র কেবল ঘর কীভাবে সাজাতে হবে তা বলে না, বরং যেভাবে খাবার খান তার মধ্যে অনেক গোপন রহস্য লুকিয়ে আছে।  কোন কোন জায়গায় ভুল করে বসেও খাবার খেলে জীবনে দারিদ্র্য আসতে পারে। জানুন এরা কারা।

প্রতীকী ছবিপ্রতীকী ছবি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 09 Sep 2025,
  • अपडेटेड 9:25 PM IST

বাস্তুশাস্ত্রে সহজেই সুখ ও সমৃদ্ধির কথা বলা হয়েছে। বাস্তুশাস্ত্র কেবল ঘর কীভাবে সাজাতে হবে তা বলে না, বরং যেভাবে খাবার খান তার মধ্যে অনেক গোপন রহস্য লুকিয়ে আছে।  কোন কোন জায়গায় ভুল করে বসেও খাবার খেলে জীবনে দারিদ্র্য আসতে পারে। জানুন এরা কারা।

দরজার কাছে খাবেন না
বাস্তুশাস্ত্রে স্পষ্টভাবে লেখা আছে দরজার কাছে বা দরজার ফ্রেমে খাওয়া সবচেয়ে অশুভ। যদি অজান্তে এটি করে থাকেন, তাহলে এখনই সতর্ক থাকা উচিত। এই জায়গায় খাওয়া সহজেই ঘরে নেতিবাচক শক্তি নিয়ে আসে। কথিত আছে  এই স্থানে ঈশ্বর বাস করেন। এটি করে দেবী লক্ষ্মীর অপমান করছেন। এমন ক্ষেত্রে, অর্থ ক্ষতির সম্ভাবনা বেশি থাকে।

পুজোর ঘরের কাছে খাবেন না
পুজো ঘরের কাছে বসে খাচ্ছেন এবং মনে করেন যে পবিত্র স্থানে বসে খাওয়া ভালো, তাহলে খুব ভুল করছেন। এটি করা অশুভ বলে বিবেচিত হয়। পূজা ঘরের কাছে খেয়ে আপনি দেব-দেবীদের অপমান করছেন। ঘরের শান্তি ও সুখ নষ্ট হয়। আর সুখ ও সমৃদ্ধিও কাছ থেকে পালিয়ে যায়।

বিছানায় বসে কখনও খাবেন না
যদি বিছানায় বসে আরাম করে খান, তাহলে অবিলম্বে এটি করা বন্ধ করুন। এর ফলে স্বাস্থ্যের অবনতি হতে পারে। এছাড়াও, আর্থিক অবস্থারও অবনতি হতে পারে। এটি করলে অর্থের ক্ষতি হতে পারে। এছাড়াও, মানসিক চাপে ভুগবেন। 

নোংরা জায়গায় খাবেন না
সবসময় খাওয়ার জন্য পরিষ্কার জায়গা খুঁজুন। নোংরা জায়গায় বসে খাওয়া নেতিবাচক শক্তির প্রভাব পড়বে। আপনার আর্থিক অবস্থাও খারাপ হতে পারে। এখন থেকে দুপুরের খাবার বা রাতের খাবার কেবল পরিষ্কার জায়গায় বসে খাও।

গ্যাসের কাছে খাবেন না
অনেক সময় মানুষ তাড়াহুড়ো করে, জেনেশুনে বা অজান্তে গ্যাসের চুলার কাছে খেতে শুরু করে। তাড়াহুড়ো করেও এটি করা এড়িয়ে চলুন।
 

Advertisement
Read more!
Advertisement
Advertisement