Advertisement

Vastu Tips: রান্নাঘরের এই ২ মশলা পাশাপাশি রাখলেই বিপদ, পরিবারে লাগতে পারে অশান্তি

বাস্তু শাস্ত্রে বাড়ির রান্নাঘর বা হেঁশেলকে সবথেকে গুরুত্বপূর্ণ স্থান হিসেবে বিবেচনা করা হয়। মনে করা হয়, রান্নাঘরের বাস্তু ঠিক থাকলে বাড়িতে অন্ন ও ধনের অভাব হয় না। 

মধ্যপ্রদেশ মশলা উৎপাদনে শীর্ষেমধ্যপ্রদেশ মশলা উৎপাদনে শীর্ষে
Aajtak Bangla
  • কলকাতা,
  • 29 Dec 2025,
  • अपडेटेड 5:05 PM IST

বাস্তু শাস্ত্রে বাড়ির রান্নাঘর বা হেঁশেলকে সবথেকে গুরুত্বপূর্ণ স্থান হিসেবে বিবেচনা করা হয়। মনে করা হয়, রান্নাঘরের বাস্তু ঠিক থাকলে বাড়িতে অন্ন ও ধনের অভাব হয় না। 

তবে রান্নাঘরের নিয়ম না মানলে তার অশুভ ফল ভোগ করতে হতে পারে বাড়ির সব সদস্যকে। বাস্তুশাস্ত্র মতে, রান্নাঘরের অতি প্রয়োজনীয় দুটি জিনিস কখনোই একসঙ্গে রাখা উচিত নয়। সেই দুটি জিনিস হল নুন ও হলুদ। বাস্তু শাস্ত্র অনুযায়ী, নুন ও হলুদ প্রতিটি রান্নাঘরের অবিচ্ছেদ্য অংশ হলেও এদের প্রভাব সম্পূর্ণ আলাদা। নুন স্বাদের পাশাপাশি শক্তির প্রতীক। অন্যদিকে, হলুদ হল শুভ প্রতীক, যার সঙ্গে ধর্মীয় আচার ও পুজোর গভীর যোগ রয়েছে। 

বাস্তু মতে, এই দুটি জিনিস পাশাপাশি রাখলে এদের শক্তির মধ্যে সংঘাত তৈরি হয়, যা সরাসরি পরিবারের পরিবেশের ওপর প্রভাব ফেলে। জ্যোতিষ শাস্ত্র অনুসারে, নুনের সঙ্গে চন্দ্র ও শুক্র গ্রহের সম্পর্ক রয়েছে। নুন মানুষের মন ও আবেগকে প্রভাবিত করে। যদি রান্নাঘরে নুন সঠিক স্থানে বা পরিষ্কার পাত্রে না রাখা হয়, তবে বাড়ির সদস্যদের মেজাজ খিটখিটে হয়ে যেতে পারে।

অন্যদিকে, হলুদ কেবল রান্নার মশলা নয়, এটি সমৃদ্ধির প্রতীক। হলুদের সঙ্গে দেবগুরু বৃহস্পতি এবং সিদ্ধিদাতা গণেশের সম্পর্ক রয়েছে বলে মানা হয়। তাই হলুদকে অত্যন্ত সম্মানের সঙ্গে এবং পবিত্র স্থানে রাখা জরুরি। বাস্তু বিশেষজ্ঞদের মতে, নুন ও হলুদ যদি একটি নির্দিষ্ট বাক্সে বা খুব কাছাকাছি রাখা হয়, তবে বাড়িতে অহেতুক ঝগড়া ও মানসিক উত্তেজনা বাড়তে পারে। 

পরিবারের সদস্যদের মধ্যে অস্থিরতা তৈরি হতে পারে। কাজে অনীহা বা মনোনিবেশে সমস্যা দেখা দিতে পারে। সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বিভ্রান্তি তৈরি হওয়ার আশঙ্কা থাকে। তাই গৃহশান্তি বজায় রাখতে এবং নেতিবাচক শক্তি দূর করতে আজই আপনার রান্নাঘরের মশলার কৌটো সাজানোর ধরনে বদল আনুন। নুন ও হলুদকে আলাদা স্থানে রাখাই বাস্তু সম্মত।

Advertisement
Read more!
Advertisement
Advertisement