অনেক সময় শত চেষ্টা করেও কোনও কাজ হয় না! অনেক ক্ষেত্রে দেখা যায়, ভাগ্যও সঙ্গ দিচ্ছে না। সবসময় যে কাজে কোনও সমস্যা হচ্ছে, তা কিন্তু নয়। বরং ঘরের বাস্তু দোষও হতে পারে। ঘরে ইতিবাচক শক্তি থাকলে কাজকর্মে আসে সমৃদ্ধি। তাই বাস্তু সংক্রান্ত প্রতিকার করলে জীবনে এগিয়ে যাওয়ার সুযোগ আসে। আপনি কি জানেন যে বাড়ির ইতিবাচক শক্তির জন্য গাছের বিশেষ ভূমিকা থাকে? বাড়িতে গাছ-গাছালি থাকলে শুধু ইতিবাচক শক্তিই বৃদ্ধি পায় না, সেই সঙ্গে বাড়িতে বসবাসকারী সদস্যদের উন্নতি ও সমৃদ্ধি হয়। এমনই কয়েকটি গাছ রয়েছে যেগুলি বাড়ির মূল দরজায় লাগানো হলে শুভ ফল মেলে। নেতিবাচক শক্তি ঘরে প্রবেশ করতে পারে না। সেই সঙ্গে মা লক্ষ্মীর অপার কৃপায় সম্পদ বৃদ্ধি পায়।
গাছগাছালি ঘরের সৌন্দর্য বৃদ্ধি করে। সেই সঙ্গে মানুষের মন-প্রাণও জুড়িয়ে দেয়। ঘরে গাছ থাকলে আসে ইতিবাচক শক্তি। তাই নেতিবাচক শক্তিকে দূর করতে গাছ লাগানোর পরামর্শ দিচ্ছে বাস্তু। তবে জানলে অবাক হবেন, সব ধরনের গাছ বাস্তুর জন্য উপকারী নয়। তাই শুভ ৪ গাছের কথা জেনে নিলে বাস্তু দোষ কাটাতে পারবেন।
ঘরের প্রধান দরজায় এই গাছগুলি লাগান
তুলসী- হিন্দু ধর্মে তুলসী গাছের বিশেষ গুরুত্ব রয়েছে। লোকবিশ্বাস, যে বাড়িতে তুলসী গাছ থাকে, সেখানে দারিদ্র থাকে না। মূল দরজায় লাগাতে পারেন তুলসী গাছ। এর সুগন্ধে বায়ুমণ্ডলও পবিত্র হবে। ঘরে নেতিবাচক শক্তি প্রবেশ করতে পারবে না। মা লক্ষ্মীর সঙ্গে ভগবান বিষ্ণুর আশীর্বাদ সর্বদা থাকবে পরিবারের উপর।
আরও পড়ুন- ২ মে থেকে ভোগ-বিলাসের গ্রহ সদয়, এক মাস লক্ষ্মীলাভের যোগ ৪ রাশি
জুঁই ফুলের গাছ- বাড়ির মেইন দরজায় জুঁই গাছ লাগানোও শুভ হতে পারে। এটি একটি খুব শুভ গাছ। ইতিবাচক শক্তি ঘরে আসে। এর ফুলের সুবাসকে পরিবেশকে ইতিবাচক করে তোলে। জুঁই গাছ অর্থবৃদ্ধিও করে।
মানি প্ল্যান্ট- বাড়ির মূল প্রবেশদ্বারে মানি প্ল্যান্ট লাগানোও শুভ বলে মনে করা হয়। এটি রাখলে দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায়। মানি প্ল্যান্টের লতা বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে বৃদ্ধি পায় ঘরের শ্রীবৃদ্ধি। বাড়িতে ইতিবাচক শক্তি আসে। সুখ-সমৃদ্ধি, ধন-সম্পদ বৃদ্ধি পায়।
আরও পড়ুন- জুন থেকে ১৩৯ দিন শনির কৃপায় ৪ রাশি, পরিশ্রম করলেই সাফল্য
অপরাজিতা ফুলের গাছ- বিষ্ণু ও শনির প্রিয় অপরাজিতা ফুল। এই ফুলের গাছ ঘরে থাকলে সুখ শান্তি বজায় থাকে। সেই সঙ্গে ইতিবাচক শক্তি আসে ঘরে। এই নীল রঙের ফুল মানুষের মনকে শান্ত রাখতেও সাহায্য করে।