Advertisement

Vastu Tips Good Fortune: সকালে উঠে শরীরের এই জায়গায় দেখুন, জীবন বদলে যাবে

Vastu Tips Good Fortune: বিশেষজ্ঞরা বলছেন, অপরিষ্কার বা না ধোয়া থালা-বাটি সকালে দেখা সবচেয়ে অশুভ লক্ষণ। এমন ঘরে দেবী অন্নপূর্ণার কৃপা নষ্ট হয় এবং দারিদ্র্যের প্রবেশ ঘটে বলে বিশ্বাস করা হয়।

সকালে উঠে শরীরের এই জায়গায় দেখুন, জীবন বদলে যাবেসকালে উঠে শরীরের এই জায়গায় দেখুন, জীবন বদলে যাবে
Aajtak Bangla
  • 08 Nov 2025,
  • अपडेटेड 2:15 AM IST

Vastu Tips Good Fortune: ঘুম থেকে উঠেই প্রথম কী দেখছেন? এই বিষয়টি নাকি আপনার সারাদিনের ভাগ্য ও মানসিক শান্তির ওপর গভীর প্রভাব ফেলে। বাস্তু বিশেষজ্ঞদের মতে, সকালে চোখ খোলার পর কিছু জিনিস দেখা একেবারেই অশুভ। এগুলি দেখলে নেতিবাচক শক্তি বাড়ে এবং দিনের কাজকর্মে বাধা আসে।

বিশেষজ্ঞরা বলছেন, অপরিষ্কার বা না ধোয়া থালা-বাটি সকালে দেখা সবচেয়ে অশুভ লক্ষণ। এমন ঘরে দেবী অন্নপূর্ণার কৃপা নষ্ট হয় এবং দারিদ্র্যের প্রবেশ ঘটে বলে বিশ্বাস করা হয়। তাই কখনও বাসনপত্র রাতভর নোংরা রেখে ঘুমোতে যাওয়া উচিত নয়, শোওয়ার আগে তা পরিষ্কার করে রাখা শ্রেয়।

এছাড়াও, ভাঙা বা বন্ধ ঘড়ি সকালে দেখা অশুভ বলে মনে করা হয়। বাস্তু মতে, বন্ধ ঘড়ি সময়ের গতি থামিয়ে দেয় এবং জীবনে বাধা সৃষ্টি করে। সকালে ঘুম থেকে উঠেই যদি চোখ পড়ে এমন ঘড়িতে, তা নেতিবাচক শক্তি ডেকে আনে। তাই দ্রুত ঘড়িটি সারিয়ে তোলা বা বাড়ি থেকে সরিয়ে ফেলা উচিত।

আরও পড়ুন

আরও এক অশুভ বিষয় হল নিজের বা অন্য কারও ছায়া দেখা। সকালে ছায়া দেখলে সারাদিন মানসিক অস্থিরতা ও অযথা সমস্যা বাড়ে বলে বাস্তু শাস্ত্রের ব্যাখ্যা।

তাহলে সকালে ঘুম থেকে উঠে কী দেখা উচিত? বাস্তু বিশেষজ্ঞদের পরামর্শ, চোখ খোলার সঙ্গে সঙ্গে দেব-দেবীর ছবি বা মূর্তি দেখা সবচেয়ে শুভ।

এছাড়া নিজের হাতের তালু দেখাও অত্যন্ত মঙ্গলজনক মনে করা হয়। কারণ শাস্ত্র মতে, দেবী লক্ষ্মী, সরস্বতী ও ব্রহ্মা—এই তিন দেবতা নাকি মানুষের হাতেই অবস্থান করেন।

তদুপরি, উদীয়মান সূর্যদেবের দর্শন করা খুবই শুভ বলে মনে করা হয়। সকালে সূর্যকে প্রণাম করলে জীবনে ইতিবাচক শক্তি ও সাফল্য আসে।

বাস্তু মতে, সকালে শুভ জিনিস দেখা যেমন সৌভাগ্য আনে, তেমনই অশুভ দৃশ্য এড়িয়ে চললে মানসিক শান্তি ও ইতিবাচকতা বৃদ্ধি পায়।

Read more!
Advertisement
Advertisement