Advertisement

Vastu Tips For Money: ঝাঁটা, ছুরি, কাঁচি- ভুল ব্যবহারে রুষ্ট হন লক্ষ্মী, কাঙাল হয়ে যাবেন

ঘরে থাকা এই জিনিসগুলি মানুষকে ভাগ্যবান করে তোলে। কিন্তু এগুলির ভুল ব্যবহার সমস্যা বাড়িয়ে দিতে পারে। এমনকি টাকা-পয়সার অভাব পর্যন্ত হতে পারে। চলুন জেনে নিই ঘরের ছোট ছোট জিনিসের প্রভাব ভাগ্যের উপর কীভাবে পড়ে।

Vastu Tips: বাস্তু টিপস। Vastu Tips: বাস্তু টিপস।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 12 Feb 2023,
  • अपडेटेड 4:50 PM IST
  • বাস্তু শাস্ত্রে রয়েছে নানা বিধান।
  • বাড়িতে কয়েকটি জিনিস ক্ষতিকর।

ছোট ছোট জিনিস নিয়েই তৈরি হয় একটা বাড়ি। বাড়ির প্রতিটি ক্ষুদ্রাতি-ক্ষুদ্র জিনিসের গুরুত্ব রয়েছে বাস্তু শাস্ত্রে। যে জিনিসগুলি ঘরে সুখ ও সমৃদ্ধি দরজা খুলে দেয়। ঘরে থাকা এই জিনিসগুলি মানুষকে ভাগ্যবান করে তোলে। কিন্তু এগুলির ভুল ব্যবহার সমস্যা বাড়িয়ে দিতে পারে। এমনকি টাকা-পয়সার অভাব পর্যন্ত হতে পারে। চলুন জেনে নিই ঘরের ছোট ছোট জিনিসের প্রভাব ভাগ্যের উপর কীভাবে পড়ে।

ঝাঁটা- বাড়ির অর্থনৈতিক অবস্থার সঙ্গে সম্পর্ক রয়েছে ঝাঁটার। ঝাঁটার লক্ষ্মীর প্রতিরূপ। ঝাঁটা অসম্মান করা, পা রাখা, ছুড়ে ফেলা বা ভাঙা ঝাঁটা ঘরে রাখলে অর্থনৈতিক কষ্ট আসে। বাস্তু মতে, ঝাঁটা ঘরে প্রকাশ্যে রাখবেন না। কোনও নির্দিষ্ট জায়গায় রাখুন। হাতের অংশ সবসময় নীচে রাখতে হবে। সূর্যাস্তের সময় এবং সূর্যাস্তের পরে ঝাঁট দিলে ঘরে আসে নেতিবাচক শক্তি। বাড়ে দারিদ্র্য।

কাঁচি- বাড়ির সদস্যদের সম্পর্কের ক্ষেত্রে বড় ভূমিকা পালন করে কাঁচি। এর ভুল ব্যবহারের কারণে সম্পর্কের অবনতি হতে পারে। বাস্তু মতে, কাঁচি কাপড়ে বা কাগজে মুড়িয়ে রাখলে সম্পর্ক ভালো থাকে। অযথা কাঁচি ব্যবহার করা থেকে বিরত থাকুন। এ কারণে ঘরে তর্ক-বিতর্ক বাড়ে। সম্পর্ক নষ্ট হয়। অন্যকে কাঁচি দেবেন না। সেই ব্যক্তির সঙ্গে আপনার সম্পর্ক নষ্ট হতে পারে।

আরও পড়ুন

ছুরি- রান্নাঘরে ছুরি সবসময় উল্টো করে রাখতে হবে। খুব ধারালো ছুরি বা মরচে ধরা ছুরি হঠাৎ স্বাস্থ্য সমস্যা দিতে পারে। ঘরে বড় ছুরি রাখলে দাম্পত্য জীবনে খারাপ প্রভাব পড়ে। ছুরির ধারালো অংশ নীচে রাখুন। কোনও ব্যক্তি ছুরির ধারালো অংশ বাড়িয়ে দিলে বুঝবেন তিনি স্বার্থপর।  

পাপোষ- পাপোষ সবসময় সাফসুতরো রাখা উচিত। ছেঁড়া-ফাটা পাপোষ রাখবেন না। নোংরা এবং ছেঁড়া পাপোশ ঘরের সমস্যা বাড়ায়। নিয়মিত পরিষ্কার করুন পাপোষ। দরজায় পাপোষ রাখার আগে তাই সচেতন হোন। পাপোষে স্বস্তিক,শঙ্খ ইত্যাদি চিহ্ন থাকা উচিত নয়। এর ফলে আপনার ঘরে বিপর্যয় আসতে শুরু করবে। 

Advertisement

এই জিনিসগুলি কখনও বাড়িতে রাখবেন না

বাস্তু অনুসারে, কাঁটাযুক্ত গাছপালা, তাজমহল, ক্রদনরত শিশু, মহাভারত, হিংস্র প্রাণী বা যে কোনও যুদ্ধের ছবি ভুল করেও বাড়িতে রাখা উচিত নয়। এই ধরনের ছবি ঘরে নেতিবাচকতা নিয়ে আসে। বাড়ির কল কখনও নোংরা রাখবেন না। বাড়িতে মোবাইল, ইস্ত্রির মতো যন্ত্রপাতি বিকল হয়ে গেলে রাখা উচিত নয়। ঘরে আসে নেতিবাচক শক্তি। 

Read more!
Advertisement
Advertisement