Advertisement

Makar Sankranti 2026: ১৪ নাকি ১৫ জানুয়ারি, রাজ্যে মকর সংক্রান্তির সরকারি ছুটি কবে?

গোটা দেশজুড়েই  মকর সংক্রান্তির উৎসব পালিত হয়। বাংলায় এটি পৌষ সংক্রান্তি। অসমে ভোগালি বিহু, পঞ্জাবে লোহরি, তামিলনাড়ুতে পোঙ্গাল ও অন্যান্য রাজ্যগুলিতে মকর সংক্রান্তি পালিত হয়। 

মকর সংক্রান্তিমকর সংক্রান্তি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 13 Jan 2026,
  • अपडेटेड 1:11 PM IST

গোটা দেশজুড়েই  মকর সংক্রান্তির উৎসব পালিত হয়। বাংলায় এটি পৌষ সংক্রান্তি। অসমে ভোগালি বিহু, পঞ্জাবে লোহরি, তামিলনাড়ুতে পোঙ্গাল ও অন্যান্য রাজ্যগুলিতে মকর সংক্রান্তি পালিত হয়। 

জ্যোতিষশাস্ত্রীয় গণনা এবং সূর্যের মকর রাশিতে প্রবেশের সময় বিবেচনা করে এ বছর ১৪ ও ১৫ জানুয়ারি, এক এক রাজ্যে এক একদিন পালিত হবে মকর সংক্রান্তি। 

পশ্চিমবঙ্গে মকর সংক্রান্তি পালিত হবে কবে?
বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে ২০২৬ সালে ১৪ জানুয়ারি, বুধবার, ভারতীয় সময় বিকেল ৩টে ৭ মিনিটে শুরু সংক্রান্তি। সেই কারণেই বাংলায় এবং জ্যোতিষীয় বিচারে মকর সংক্রান্তি ১৪ জানুয়ারিতেই পালিত হবে।

পশ্চিমবঙ্গে মকর সংক্রান্তির সরকারি ছুটি কবে?
বাংলায় ১৪ জানুয়ারি বুধবার মকর সংক্রান্তির ছুটি রয়েছে। এদিনই রাজ্যে সরকারি ছুটি রয়েছে। স্কুল, কলেজ বন্ধ থাকবে।

এই দিনই সূর্য মকর রাশিতে প্রবেশ করবেন এবং সেই দিনেই পুণ্যস্নান, দান ও পুজোপাঠ করলে সর্বাধিক ফল লাভ করা যাবে। মকর সংক্রান্তির আর একটি তাৎপর্য হল উত্তরায়ণ। এই দিন থেকেই সূর্যের উত্তর দিকে যাত্রা শুরু হয়। শাস্ত্র মতে উত্তরায়ণ দেবতাদের দিন এবং দক্ষিণায়ন দেবতাদের রাত্রি হিসেবে বিবেচিত। 

Read more!
Advertisement
Advertisement