Advertisement

ভ্রম আর ভয় তৈরি হয় কার প্রভাবে? দেখুন দোষ কাটানোর উপায়

এই দুইয়ের মিলিত প্রভাবে মানসিক অশান্তি চরমে উঠতে পারে। তৈরি হতে পারে ভয় এবং ভ্রমের পরিবেশ। এর ফলে জীবন নানা সমস্যা আসে। সামনে সুযোগ থাকা সত্ত্বেও ভয়ের কারণে বা ভুল বোঝাবুঝির কারণে তা হাতছাড়া হয়। মানসিক শান্তি বিঘ্নিত হয়। পরিবারে সন্দেহের পরিবেশ তৈরি হয়। দাম্পত্য সমস্যা বৃদ্ধি পায়।

ভ্রম এবং ভয়ের যোগফল খুব খারাপ হতে পারেভ্রম এবং ভয়ের যোগফল খুব খারাপ হতে পারে
Aajtak Bangla
  • কলকাতা,
  • 22 Jun 2021,
  • अपडेटेड 4:59 PM IST
  • চন্দ্রমা ভয়ের সঞ্চার করে মনে।
  • একই সঙ্গে রাহু মনে ভ্রম তৈরি করে।
  • এই দুইয়ের মিলিত প্রভাবে মানসিক অশান্তি চরমে উঠতে পারে।

মনে ভ্রম এবং ভয়ের পরিবেশ তৈরি করে চন্দ্রমা এবং রাহু। চন্দ্রমা ভয়ের সঞ্চার করে মনে। একই সঙ্গে রাহু মনে ভ্রম তৈরি করে। এই দুইয়ের মিলিত প্রভাবে মানসিক অশান্তি চরমে উঠতে পারে। তৈরি হতে পারে ভয় এবং ভ্রমের পরিবেশ। এর ফলে জীবন নানা সমস্যা আসে। সামনে সুযোগ থাকা সত্ত্বেও ভয়ের কারণে বা ভুল বোঝাবুঝির কারণে তা হাতছাড়া হয়। মানসিক শান্তি বিঘ্নিত হয়। পরিবারে সন্দেহের পরিবেশ তৈরি হয়। দাম্পত্য সমস্যা বৃদ্ধি পায়।

 

কখন ভয়ের ভূমিকা তৈরি হয়?
যখন রাশিচক্র চন্দ্রমা কমজোর হয়ে পড়ে, তখন তার উপর শনি প্রভাব বিস্তার করে। চন্দ্রমার খারাপ দশা চললেও এমনটা হয়। চন্দ্রমার সঙ্গে কেতুর সম্পর্ক তৈরি হলে অথবা মূলাঙ্ক ০৪, ০৭ বা ০৮ হলে মনে ভয় তৈরি হওয়ার সম্ভাবনা বাড়ে।

আরও পড়ুন

 

কখন ভ্রম হওয়ার সমস্যা থাকে?
রাহুর প্রভাব আপনার জন্মছকে থাকলে। অথবা চন্দ্রমা এবং রাহুর যোগ তৈরি হলে মনে ভ্রম তৈরি হওয়ার সম্ভাবনা বাড়ে। অথবা রাহুর দশা খারাপ হলে বা খারাপ শুক্রের প্রভাবে মনে ভ্রম তৈরি হয়। যাঁদের জন্ম সময় সন্ধে বা তার পর তাঁদের ক্ষেত্রেও এই সমস্যা দেখা গিতে পারে।

 

দোষ কাটাতে যা করবেন:
প্রতি দিন সকালে সূর্যদেবকে জল অর্পণ করুন। মাসের দুই একাদশীতে উপোস করে পুজো করুন। অতিরিক্ত তেল-মশলা যুক্ত খাবার ত্যাগ করুন। মাংস এবং নেশার দ্বব্য থেকে দূরে থাকতে হবে। জ্যোতিষের পরামর্শ নিয়ে পান্না বা পোখরাজ ধারণ করতে পারেন। সমস্যা চলাকালীন এ সমস্ত পালন করতে হবে।

 

Read more!
Advertisement
Advertisement