Advertisement

Dhanteras Exact Date and Time: ১৮ নাকি ১৯ অক্টোবর? কবে ধনতেরস? জানুন শুভ সময় ও নির্ঘন্ট

Dhanteras Exact Date and Time: শারদীয়া উৎসব শেষ হলেও এখনও কিন্তু আলোর উৎসব বাকি। হিন্দুরা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন ধনতেরস উদযাপন করার জন্য। হিন্দু পঞ্চাঙ্গ অনুসারে, ধনতেরস পরিচিত ধনত্রয়োদশী নামেও, এইদিন থেকেই শুরু হয় ৫ দিনের দীপাবলি উৎসব, যা শেষ হয় ভাইফোঁটার দিন।

ধনতেরস কবে?ধনতেরস কবে?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 11 Oct 2025,
  • अपडेटेड 2:40 PM IST
  • শারদীয়া উৎসব শেষ হলেও এখনও কিন্তু আলোর উৎসব বাকি।

শারদীয়া উৎসব শেষ হলেও এখনও কিন্তু আলোর উৎসব বাকি। হিন্দুরা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন ধনতেরস উদযাপন করার জন্য। হিন্দু পঞ্চাঙ্গ অনুসারে, ধনতেরস পরিচিত ধনত্রয়োদশী নামেও, এইদিন থেকেই শুরু হয় ৫ দিনের দীপাবলি উৎসব, যা শেষ হয় ভাইফোঁটার দিন। প্রতি বছর কার্তিক মাসের শুক্লপক্ষের ত্রয়োদশী তিথিতে কুবের দেব ও ধন্বন্তরীপ পুজো করা হয়। যাঁদের হিন্দু ধর্মে সম্পত্তি ও স্বাস্থ্যের দেবতা বলে বিবেচনা করা হয়। কিন্তু ঠিক কবে ধনতেরাস বা ধনত্রয়োদশী পালন করা হবে জানেন?

ধনতেরস কবে ও শুভ মুহূর্ত
গোটা ভারতে ধনতেরস পালন হবে ১৮ অক্টোবর। হিন্দু পঞ্চাঙ্গ অনুসারে, ধনতেরস পুজো শুরু হবে ১৮ অক্টোবর, শনিবার। এইদিন ত্রয়োদশী তিথি শুরু হবে দুপুর ১২টা ১৮ মিনিটে আর যা শেষ হবে ১৯ অক্টোবর, রবিবার দুপুর ১টা ৫১ মিনিটে। ধনতেরসের দিন পুজোর মুহূর্ত থাকবে ১৮ অক্টোবর সন্ধে ৭টা ১৬ মিনিট থেকে রাত ৮টা ২০ মিনিট পর্যন্ত। 

কলকাতায় কখন পুজো করতে পারবেন
ধনতেরসের দিন অর্থাৎ ১৮ অক্টোবর, শনিবার সন্ধে ৬টা ৪১ মিনিট থেকে ৭টা ৩৮ মিনিট পর্যন্ত শুভ মুহূর্ত থাকবে। এই সময় কলকাতাবাসী ধনতেরসের পুজো সেরে নিতে পারেন। 

ধনতেরসের তাৎপর্য
সম্পদ, স্বাস্থ্য ও সমৃদ্ধির উদযাপন করা হয় ধনতেরসের দিন, যা ইতিবাচক শক্তির প্রতীক বলে বিবেচিত হয়। ধনতেরাস হল ধন ও তেরাস-কে একত্রিত করে। কথিত আছে, এইদিনে সমুদ্র মন্থনের সময় ভগবান ধন্বন্তরী আবির্ভূত হয়েছিলেন, তিনি সঙ্গে এনেছিলেন অমৃতের পবিত্র পাত্র। তাই তাঁকে ঐশ্বরিক চিকিৎসক হিসাবে পূজিত হন। ধন্বন্তরীর কাছে প্রার্থনা করলে রোগ থেকে মুক্তি পাওয়া যায় বলে বিশ্বাস করা হয়। ধনতেরসের দিন দেবী লক্ষ্মী ও ভগবান কুবেরের আশীর্বাদও পাওয়া যায়।

কীভাবে পালন করবেন
দেশজুড়ে ধনতেরসের দিনটি মানুষ উদযাপন করেন সোনা, রূপো, নতুন বাসনপত্র, গাড়ি ও গৃহস্থালীর জিনিসপত্র কিনে। কারণ এতে সমৃদ্ধি আসে বলে মনে করা হয়। এছাড়াও এইদিন ঘরে ঘরে প্রদীপ, মোমবাতি জ্বালানো হয়, ঘর পরিষ্কার করা হয়, রঙ্গোলি দেওয়া হয়। এতে মা লক্ষ্মী প্রসন্ন হন। সেই বাড়িতে সুখ-সম্দ্ধি আসে। 

Advertisement


 

Read more!
Advertisement
Advertisement