Advertisement

When Will Kaliyug End: কবে শেষ হবে কলিযুগ? ভগবান বিষ্ণুর এই অবতার মানুষকে রক্ষা করবে

শ্রীমদ্ভাগবত পুরাণের ১২তম স্কন্দের ২৪ তম শ্লোক অনুসারে বৃহস্পতি, সূর্য এবং চন্দ্র একসঙ্গে পুষ্য নক্ষত্রে প্রবেশ করলে ভগবান কল্কির জন্ম হবে। শ্রাবণ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে কল্কি অবতরণ করবেন।

কবে শেষ হবে কলিযুগ? ভগবান বিষ্ণুর এই অবতার মানুষকে রক্ষা করবেকবে শেষ হবে কলিযুগ? ভগবান বিষ্ণুর এই অবতার মানুষকে রক্ষা করবে
Aajtak Bangla
  • নতুন দিল্লি,
  • 29 Sep 2024,
  • अपडेटेड 5:52 PM IST
  • শ্রাবণ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে কল্কি অবতরণ করবেন
  • তাই প্রতি বছর এই তারিখটিকে কল্কি জয়ন্তী হিসেবে পালন করা হয়

শ্রীমদ্ভাগবত পুরাণের ১২তম স্কন্দের ২৪ তম শ্লোক অনুসারে বৃহস্পতি, সূর্য এবং চন্দ্র একসঙ্গে পুষ্য নক্ষত্রে প্রবেশ করলে ভগবান কল্কির জন্ম হবে। শ্রাবণ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে কল্কি অবতরণ করবেন। তাই প্রতি বছর এই তারিখটিকে কল্কি জয়ন্তী হিসেবে পালন করা হয়। শ্রীমদ্ভাগবত পুরাণে ভগবান বিষ্ণুর কল্কি অবতারের বিস্তারিত বর্ণনা করা হয়েছে। এর মতে, কলিযুগের শেষে যখন পাপ বৃদ্ধি পাবে, তখন ভগবান কল্কি অবতারে জন্ম নেবেন এবং পাপীদের বিনাশ করে ধর্ম পুনঃপ্রতিষ্ঠা করবেন। এর পর সত্যযুগ শুরু হবে।

পরীক্ষিত ! কলিকালের ত্রুটির কারণে জীবের দেহ ছোট, ক্ষিপ্ত ও রোগাক্রান্ত হতে শুরু করবে। যে বেদ বর্ণ ও আশ্রমের ধর্ম বলে, সেগুলি ধ্বংস হয়ে যাবে। ধর্মে কপটতা প্রাধান্য পাবে। রাজা-সম্রাটরা ডাকাতের মত হয়ে যাবে। চুরি, মিথ্যা, নির্দোষ হিংসা ইত্যাদির মতো নানা ধরনের অপকর্মের মাধ্যমে মানুষ জীবিকা নির্বাহ শুরু করবে। চার বর্ণের মানুষ সমান হয়ে যাবে। গরু ছাগলের মতো ছোট হবে এবং দুধ কম দেবে। বানপ্রস্থি ও সন্ন্যাসী প্রভৃতি, বিচ্ছিন্ন আশ্রমের লোকেরাও গৃহস্থালির জিনিসপত্র সংগ্রহ করবে এবং গৃহস্থের মতো ব্যবসা করতে শুরু করবে। যাদের সঙ্গে বৈবাহিক সম্পর্ক আছে তারা আমাদের আত্মীয় হিসেবে বিবেচিত হবে। ধান, যব, গম ইত্যাদি শস্যের গাছপালা ছোট হতে শুরু করবে। অধিকাংশ গাছই ছোট ও কাঁটাযুক্ত থাকবে। মেঘের মধ্যে প্রচুর বজ্রপাত হবে, তবে বৃষ্টি কম হবে। আতিথেয়তার অভাবে বা বেদের ধ্বনির কারণে বা জনসংখ্যা হ্রাসের কারণে গৃহস্থদের বাড়িঘর জনশূন্য হয়ে পড়বে। পরীক্ষিত ! আর কি বলব- কলিযুগের শেষ নাগাদ মানুষের প্রকৃতি গাধার মতই দুর্বিষহ হয়ে উঠবে। মানুষ অনেক সময় সংসারের ভার বহনের ওপর নির্ভরশীল হয়ে পড়ে।

এমতাবস্থায় ধর্ম রক্ষার জন্য স্বয়ং ভগবান ভাল গুণ গ্রহণ করে অবতার গ্রহণ করবেন। প্রিয় পরীক্ষিত! সর্বব্যাপী ভগবান বিষ্ণু সর্বশক্তিমান। সকল রূপে থাকা সত্ত্বেও তিনি জীব জগতের শিক্ষক-সদগুরু। ঋষি ও ভদ্রলোকদের ধর্ম রক্ষা করার জন্য, তাদের কর্মের বন্ধন ছিন্ন করার জন্য এবং জন্ম-মৃত্যুর চক্র থেকে মুক্ত করার জন্য তারা অবতারণা করে। সেই দিনগুলিতে, উত্তরপ্রদেশের সম্বলে বিষ্ণুয়শ নামে এক মহান ব্রাহ্মণ থাকবেন। তাঁর হৃদয় হবে অত্যন্ত উদার এবং ঈশ্বরের ভক্তিতে পূর্ণ। তাঁদের বাড়িতেই ভগবান কল্কি অবতারণা করবেন। ভগবান শ্রী অষ্ট সিদ্ধি এবং সমস্ত পুণ্যের একমাত্র আশ্রয়। তিনি সমগ্র জীবজগতের রক্ষক ও মালিক। তিনি দেবদত্ত নামে একটি দ্রুতগামী ঘোড়ায় চড়ে দুষ্টদের তরবারি দিয়ে হত্যা করে সংশোধন করবেন। অতুলনীয় দীপ্তির রশ্মি অবশ্যই তাঁর প্রতিটি ছিদ্র থেকে নির্গত হচ্ছে। তিনি তাঁর দ্রুত ঘোড়া নিয়ে পৃথিবীর সর্বত্র ঘুরে বেড়াবেন এবং রাজার ছদ্মবেশে লুকিয়ে থাকা লক্ষ লক্ষ দস্যুকে হত্যা করবেন।

Advertisement

আরও পড়ুন

প্রিয় পরীক্ষিত! যখন সমস্ত দস্যু নিহত হবে, তখন শহর ও দেশের সমস্ত মানুষের হৃদয় পবিত্রতায় ভরে উঠবে; কারণ ভগবান কল্কির শরীরের অঙ্গ স্পর্শ করার পর যে বায়ু অত্যন্ত বিশুদ্ধ হয়ে উঠেছে, তা তাদের স্পর্শ করবে এবং এইভাবে তারা ভগবান কল্কির মূর্তির ঐশ্বরিক সুবাস পেতে সক্ষম হবে। সত্যমূর্তি ভগবান বাসুদেব তাদের শুদ্ধ হৃদয়ে বাস করবেন এবং তারপর তাদের সন্তানরা আগের মতো সুস্থ ও শক্তিশালী হতে শুরু করবে। হরি, যিনি মানুষের দৃষ্টিতে প্রসন্ন, তিনিই ধর্মের রক্ষক ও কর্তা। একই ভগবান যখন কল্কি রূপে অবতীর্ণ হবেন, তখন সত্যযুগ শুরু হবে এবং মানুষের সন্তান ও বংশ সত্ত্বগুণে পরিপূর্ণ হবে। পুষ্য নক্ষত্রের প্রথম মুহুর্তে চাঁদ, সূর্য এবং বৃহস্পতি একই সময়ে একই রাশিতে প্রবেশ করার মুহুর্তে সত্যযুগ শুরু হয়।

ভগবানের কল্কি অবতার ৬৪টি কলায় পূর্ণ হবে

অগ্নি পুরাণে ভগবান কল্কির অবতারের রূপ বিশেষভাবে চিত্রিত হয়েছে। এতে ভগবানকে তীর-ধনুক নিয়ে ঘোড়ায় চড়ে দেখা যায়। কল্কি অবতার সম্পর্কে বলা হয় যে ভগবানের এই রূপটি ৬৪টি কলা দ্বারা পরিপূর্ণ হবে। ভগবান সাদা ঘোড়ায় চড়বেন, যার নাম হবে দেবদত্ত।

TAGS:
Read more!
Advertisement
Advertisement