Advertisement

Bhaiphota Gifts: এই ৮ জিনিস 'অপয়া', ভুলেও ভাই বা বোনদের এই উপহার দেবেন না

Bhaiphota Gifts: ভাইফোঁটা মানে ভাই-বোনের অটুট ভালোবাসার উদযাপন। ভাই বা দাদার কপালে ফোঁটা দিয়ে বোন ও দিদিরা তাঁদের দীর্ঘায়ু কামনা করেন। আর ভাই বা দাদা তাঁদের আদরের বোন-দিদিকে পছন্দের উপহার দেন। অনেকে আবার নগদও দেন, যাতে তাঁরা পছন্দের উপহার কিনে নিতে পারেন।

ভাইফোঁটা ২০২৫ভাইফোঁটা ২০২৫
Aajtak Bangla
  • কলকাতা,
  • 22 Oct 2025,
  • अपडेटेड 6:51 PM IST
  • ভাইফোঁটা মানে ভাই-বোনের অটুট ভালোবাসার উদযাপন।

ভাইফোঁটা মানে ভাই-বোনের অটুট ভালোবাসার উদযাপন। ভাই বা দাদার কপালে ফোঁটা দিয়ে বোন ও দিদিরা তাঁদের দীর্ঘায়ু কামনা করেন। আর ভাই বা দাদা তাঁদের আদরের বোন-দিদিকে পছন্দের উপহার দেন। অনেকে আবার নগদও দেন, যাতে তাঁরা পছন্দের উপহার কিনে নিতে পারেন। তবে কিছু উপহার রয়েছে, যা বোন ও দিদিকে ভুলেও দেবেন না। এগুলোকে অশুভ বা অপয়া বলে ধরা হয়ে থাকে। আসুন জেনে নিই সেই উপহারগুলো কী কী। 

ঘড়ি
ঘড়ি উপহার দেওয়া উচিত নয় বলে বিশ্বাস করা হয়। এর নেপথ্যে ধারণা হল - ঘড়ি সম্পর্কের ভাল সময় বা আয়ু গুনে শেষ করে দেয়! এটি উপহার দিলে সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হতে পারে। ঘড়ি নাকি সময়ের সঙ্গে সম্পর্ক ভাঙার ইঙ্গিত দেয়!

ধারালো জিনিস
সম্পর্ক কাটে বা ছিন্ন করে: ছুরি, কাঁচি বা অন্য কোনও ধারালো জিনিস উপহার দেওয়া নিষেধ! প্রচলিত বিশ্বাস হল - ধারালো জিনিস ভাই-বোনের সম্পর্ক 'কেটে' বা ছিন্ন করে দিতে পারে। মনে করা হয়, এটি দুর্ভাগ্য বা নেতিবাচকতা আনতে পারে। যদি এ সব দিতেই হয়, তা হলে প্রতীকী হিসাবে সামান্য কিছু অর্থের বিনিময়ে দেওয়া-নেওয়া করা উচিত।

পারফিউম
পারফিউম বা সুগন্ধি জাতীয় জিনিস উপহারে দেওয়া শুভ নয়। বিশ্বাস করা হয়, এতে সুগন্ধির মতো সম্পর্কও ক্ষণস্থায়ী হয় বা দ্রুত ফুরিয়ে যায়। এটি ভালবাসার বন্ধন দুর্বল করে দিতে পারে বলেও বিশ্বাস করা হয়।

রুমাল
রুমাল বা ন্যাপকিন উপহার দেওয়া অশুভ বলে ধরা হয়। লোক বিশ্বাস হল, রুমাল চোখের জল মোছার কাজে লাগে। তাই, রুমাল উপহার দিলে জীবনে দুঃখ বা শোক আসতে পারে এবং এটি সম্পর্কের মধ্যে বেদনা বা কষ্ট আনতে পারে।

জুতো
অনেকেই মনে করেন, জুতো বা চটি উপহার দেওয়া উচিত নয়। তাঁদের বিশ্বাস অনুসারে, জুতো উপহার দিলে তা গ্রহণকারী দূরে 'হেঁটে চলে' যেতে পারেন! এর ফলে ভাই বা বোনের মধ্যে শারীরিক দূরত্ব তৈরি হতে পারে। সেই অর্থে এটি সম্পর্কের বিচ্ছেদের ইঙ্গিত দেয়।

Advertisement

খালি ওয়ালেট
যদি কাউকে ওয়ালেট বা পার্স উপহার দিতে চান, তবে তা খালি দেওয়া ঠিক নয়। প্রচলিত বিশ্বাস হল - খালি ওয়ালেট আর্থিক অভাব বা দারিদ্র্যকে আকর্ষণ করে। তাই ওয়ালেটের মধ্যে শুভ চিহ্ন হিসাবে কিছু টাকা রাখা উচিত। এমনটা করলে নাকি উপহারের অশুভ প্রভাব দূর হয়। 

কালো পোশাক
কালো রঙের পোশাক বা অন্য কোনও জিনিস উপহারে না দেওয়াই ভাল বলে মনে করা হয়। কারণ, কালো রং নেতিবাচক শক্তিকে টেনে আনে বলে মনে করা হয়। তাই, এটি ভাই বা বোনের জীবনে দুর্ভাগ্য বা খারাপ সময় আনতে পারে। উৎসবের দিনে উজ্জ্বল রং ব্যবহার করা শুভ মনে করা হয়।

ক্যাকটাস গাছ
ক্যাকটাস বা অন্য কোনও কাঁটাযুক্ত গাছ উপহার দেওয়া নাকি অশুভ। বিশ্বাস অনুসারে, গাছের কাঁটা সম্পর্কের মধ্যে খারাপ প্রভাব ফেলে। এটি ভাই-বোনের মধ্যে ঝগড়া বা মনোমালিন্য তৈরি করতে পারে। এর বদলে ফুল বা ফলদায়ী গাছ উপহার দেওয়া ভাল বলে মনে করা হয়

Read more!
Advertisement
Advertisement