বসন্ত এলেই পলাশ ফুলে ভরে ওঠে চারিদিক। আমাদের রাজ্যের বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম সহ বিভিন্ন জায়গায় পলাশ গাছ দেখা যায়। এই সকল পলাশের আবার বিভিন্ন ভাগ রয়েছে। কোনও গাছে লাল ফুল হয়, আবার কোনও কাছে সাদা ফুল হয়। আর এই সাদা পলাশ মানে শ্বেত পলাশ (White Palash) নিয়েই হইচই পড়ে গিয়েছে পুরুলিয়াতে (White Palash In Purulia)। এই জেলার একটি গ্রামে শ্বেত পলাশ গাছের (White Palash Tree) দাম উঠেছে ৮০ লাখ টাকা। যা শুনে বন দফতরের আধিকারিকদের চোখ কপালে উঠেছে। এই সাদা পলাশ নিয়েই এখন সোশ্যাল মিডিয়া জুড়ে চলছে জোর চর্চা।
পুরুলিয়ার হুড়া গ্রামে ওই শ্বেত পলাশের দেখা মিলেছে। সাদা পলাশের গুরুত্ব গাছের মালিক ও এলাকার বাসিন্দারা প্রথমে বুঝতে পারেননি। পরে বিষয়টি সামনে আসে এবং তাঁরা জানতে পারেন এটি সাদা পলাশ বা শ্বেত পলাশ। যার দাম কয়েক লাখ টাকা। এই সাদা পলাশ বা শ্বেত পলাশ গাছের দাম উঠেছে ৮০ লক্ষ টাকা। কলকাতার এক ব্যবসায়ী এই পরিমাণ টাকা দিয়েই গাছটি কিনতে চেয়েছেন।
বিরল প্রজাতির এই সাদা পলাশের খবর জানতে পেরেই আসরে নেমেছে বন দফতর। তারা গাছটিকে বাঁচিয়ে রাখতে পদক্ষেপ নিতে শুরু করেছে। ইতিমধ্যেই গাছ মালিককে গাছ বিক্রি করতে নিষেধ করা হয়েছে। পাশাপাশি গাছের সুরক্ষার দিকটাও তাঁকে নজর দিতে বলা হয়েছে। গাছের ক্ষতি করলে ১০ হাজার টাকা জরিমানার বোর্ড লাগিয়েছেন গাছ মালিক। গাছের ফুল অথবা কাণ্ডের কেউ কোনও ক্ষতি করলে ১০ হাজার টাকা জরিমানা দিতে হবে।
শ্বেত পলাশ বা সাদা পলাশ গাছের এত দাম কেন?
জানা যাচ্ছে, এমনিতে পলাশ গাছের অনেক ভেষজ গুণ রয়েছে। তার মধ্যে শ্বেত পলাশের গুণ সবচেয়ে বেশি। এই গাছ বন্ধ্যাত্ব দূরীকরণ, যৌন শক্তি বর্ধক ওষুধ তৈরি করতে ব্যবহার করা হয়। এছাড়াও ক্যান্সার প্রতিরোধ করতেও নাকি বিশেষ ভূমিকা পালন করে এই পলাশ ফুল।
সাদা পলাশ ভগবান শিবের খুব প্রিয়
কথিত আছে যে সাদা পলাশ যেখানে থাকে সেখানে অর্থবৃষ্টি হয়। তান্ত্রিক আচারে তার বিশেষ গুরুত্ব রয়েছে। আর এই পলাশের ফুল, পাতা ও বাকল ভগবান শিবের খুবই প্রিয়। সাধু-ঋষিরা এই গাছের ফুল এবং পাতা মহাকালের পবিত্রতার জন্য ব্যবহার করেন। তান্ত্রিক গুরুত্বের কারণে এই বিরল গাছটির গুরুত্ব অপরিসীম।